বিসিএস ডাইজেস্ট

বাংলাদেশের চলচ্চিত্র

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম– মুখ ও মুখােশ, পরিচালক আবদুল জব্বার খান।

বাংলা টপ্পা গানের প্রবর্তক নিধুবাবু। তাঁর আসল নাম— রামনিধি গুপ্ত।

বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়— ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে ।

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়—১৯৭৪ সালে।

শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়— ১ জুলাই, ১৯৭৭ সালে ।

এশিয়াটিক সােসাইটি থেকে প্রকাশিত বিশ্বকোষ’ এর নাম বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়) এটি বর্তমানে ১৪ খণ্ডে সম্প্রসারিত। সম্পাদক – অধ্যাপক সিরাজুল ইসলাম।

উপমহাদেশে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় ১৮৯৫ সালে।

উপমহাদেশের চলচ্চিত্রের জনক— হীরালাল সেন।

বাংলাদেশে চলচ্চিত্রের জনক আবদুল জব্বার খান।

উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম— জামাই ষষ্ঠী।

বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।

এই বিভাগ থেকে আরো পড়ুন

কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র— জহির রায়হানের । তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনাে আসেনি।

‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির।

‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা তানভীর মােকাম্মেল ।

‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক হুমায়ূন আহমেদ।

মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ।

‘জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান।

বিএফডিসি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে।

স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা মােরশেদুল ইসলাম।

স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’এর পরিচালক তানভীর মােকাম্মেল।

শিক্ষামূলক কার্টুন সিরিজ মীনার স্রষ্টা মােস্তফা মনােয়ার।

‘স্টপ জেনােসাইড’ এর পরিচালক জহির রায়হান।

অস্কারের জন্য মনােনীত প্রথম বাংলা চলচ্চিত্র— মাটির ময়না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button