বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের প্রশ্ন সমাধান
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ০৮ অক্টোবর ২০২১ । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে।
০১. বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলাে কী কী?
উত্তর : ধ্বনি, শব্দ, বাক্য।
০২. কোন বানানটি সঠিক?
উত্তর : মুমূর্ষ।
০৩. এ এক বিরাট সত্য এখানে সত্য কোন শব্দ রূপে ব্যবহৃত হয়েছে?
উত্তর : বিশেষ্য।
০৪. নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
উত্তর : ডাকাত।
০৫. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন।
উত্তর : শৈবালিনী, তরঙ্গিণী, সরিৎ।
০৬. নন্দিত-নিন্দিত কিসের উদাহরণ?
উত্তর : বিপরীত শব্দ।
০৭. বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
উত্তর : হাতি/পাখি।
০৮. Quotation-এর পারিভাষিক শব্দ কোনটি?
(ক) মূল্যজ্ঞাপন
(খ) প্রকাশ
(গ) দরপত্র
(ঘ) তালিকা
[Note: ক ও গ দুটিই সঠিক।
০৯. রামগরুড়ের ছানা কথাটির অর্থ?
উত্তর : গােমড়ামুখাে লােক।
১০. বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর : আরেক ফাল্গুন।
১১. In English grammar- deals with formation for sentence.
উত্তর : Syntax !
১২. The old man and the sea, writer name is
(ক) W.B. Yeets
(খ) S.T. Colorige
(গ) G. B. Show
(ঘ) Walt Whitman
[Note: উত্তর হবে Ernest Hemingway].
১৩. I opened the door as soon as the bell.
উত্তর : heard
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
১৪. The poor are not always unhappy “The poor” is-Noun?
উত্তর : Plural Common
১৫. In the word “hyper sensitive” the prefix “hyper” means–:
উত্তর : Extreme
১৬. Whom do you want? Change into passive-
উত্তর : Who is wanted by you?
১৭. We need two hundred dollars, this to pay for everything.
উত্তর : besides
১৮. Which is known as romantic period of English literature?
উত্তর : 1798-1832
১৯. What is the synonym of delude?
উত্তর : Deceive
২০. Who is the poet of Victorian ages?
[Note: অপশনে উল্লিখিত কেউই Victorian age-এর কবি নয়।]
২১. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায়। পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
উত্তর : ৭২০ টাকা।
২২. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
উত্তর : ১২৮ মিটার।
২৩. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫: ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার হয় তবে পানির পরিমাণ—?
উত্তর : ৪ লিটার।
২৪. ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর : ১৫টি।
২৫. ১ হতে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
উত্তর : ২৫।
২৬. টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর : ৫০%।
২৭. .1*.01*.001/.2*.02*.002 এর মান কত?
উত্তর : 1/8।
২৮, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
উত্তর : ২৫ টাকা।
২৯. যদি (x – 5) (a + x) = x2 – 25 হয় তবে a এর মান কত?
উত্তর : 5।
৩০. a+b+c=0 হলে a3 + b3 + c3 এর মান কত?
উত্তর : 3abc।
৩১. বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তর : ১২ মে ২০১৮ (বাংলাদেশ সময়)।
৩২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে?
উত্তর : ৩৪ বছর।
৩৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি প্রদান করেন?
উত্তর : ৩০ অক্টোবর।
৩৪. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ৬৪টি।
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান
৩৫. মুক্তিযুদ্ধের সময় কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়?
উত্তর : ৩টি।
৩৬. বাংলাদেশের সর্বপ্রথম Covid-19 রােগী শনাক্ত হয়—
উত্তর : ৮ মার্চ, ২০২০।
৩৭. মুজিববর্ষ সমাপ্ত হবে কত তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ২০২১।
৩৮. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
৩৯. বাংলাদেশের মােট সমুদ্রসীমা কত?
উত্তর : ১১৮৮১৩ বর্গ কিমি।
৪০. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বাের্ডের কার্যালয় অবস্থিত
উত্তর : রাঙামাটি পার্বত্য জেলা।
৪১. বাংলাদেশের দীর্ঘতম রেলপথ কোনটি?
উত্তর : ঢাকা-পঞ্চগড়।
৪২. বুড়িমাড়ী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর : পাটগ্রাম।
৪৩. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৪.৮ কিমি.।
৪৪. গ্রান্ড সুলতান হােটেল কোথায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার ।
৪৫. বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কী?
উত্তর : জনাব নসরুল হামিদ।
৪৬. নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোের?
উত্তর : আর্মেনিয়া-আজারবাইজান।
৪৭. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার কত তারিখে লাভ করেন?
(ক) ২১ শে অক্টোবর
(খ) ২২ শে অক্টোবর
(গ) ২৩ শে অক্টোবর
(ঘ) ২৪ শে অক্টোবর
[Note : সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর ২০২১]
৪৮, বর্তমান জাতিসংঘের মহাসচিব এর নাম কি?
উত্তর : অ্যান্তনিও গুতেরেস।
আরো পড়ুন :অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান
৪৯. ওডারনীস নদী
উত্তর : পূর্ব জার্মানী ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক।
৫০. বিশ্বব্যাংক কবে কার্যক্রম শুরু করে?
উত্তর : ২৫ শে জুন, ১৯৪৬।
৫১, সত্যি কথা বললে অনেকেরই লাগে
উত্তর : আঁতে ঘা।।
৫২. I could not sleep-very tried?
উত্তর : Although I was
৫৩. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে—বাক্যটি একটি বাক্য।
উত্তর : অস্তিবাচক।
৫৪. শূন্যস্থানে কোন সংখ্যটি বসবে? ১৩|২০|২৭]? [৪১]উত্তর : ৩৪।
৫৫. ইসলাম স্বীকার করেনা
উত্তর : বৈরাগ্যকে।
৫৬. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহার করা হয়?
উত্তর : ব্যাংকের চেক বই এ।
৫৭. কম্পিউটার ভাইরাস একটি
উত্তর : একটি প্রােগ্রাম।
৫৮. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রটোকল কোনটি?
উত্তর : POP-3।
৫৯. CPU কোন Address generate করে?
উত্তর : Logical
৬০. ROM ভিত্তিক প্রােগ্রামের নাম কি?—
উত্তর : কোনটিই নয়।