অন্যান্য

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

রাজনীতি

  • ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপােরেশনের মেয়রদের ৭ আগস্ট ২০২২ থেকে নতুন পদমর্যাদা— মন্ত্রী।
  • স্মার্ট বাংলাদেশের টাস্কফোর্সের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের নতুন অধিশাখা— অভিবাসী কূটনীতি।
  • জাতীয় সংসদে ২৯ আগষ্ট ২০২২ পাস হয়— জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিল বিল।
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে অবস্থিত মিয়ানমার।
  • ২৮ আগস্ট ২০২২ শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য— শামসুল হক।

অর্থনীতি

  • বাংলাদেশের নিজস্ব সংযােজিত বৈদ্যুতিক গাড়ি— পালকি।
  • সম্প্রতি বাংলাদেশ ১৬টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা দেয়— ভুটানকে।
  • বাংলাদেশে বাণিজ্যিক চা উৎপাদিত হয়— ১৬৭টি চা-বাগানে।
  • চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২৭ আগস্ট ২০২২ থেকে নির্ধারিত হয়েছে— ১৭০ টাকা।
  • ভােলার বােরহানউদ্দিনে টঙ্গী-১ গ্যাসকূপ খনন শুরু করেছে— গাজপ্রম (রাশিয়া)।
  • সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরাের (ইপিবি) প্রতিবেদনে ২০২২ সালের আগস্ট মাসে বিদেশে রপ্তানি হয়েছে— প্রায় ৪৬০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য।
  • সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরাের (ইপিবি) প্রতিবেদনে ২০২২ সালের আগস্টে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি— ৩৬ দশমিক ১৮ শতাংশ।
  • ভ্যাট আদায় গতিশীল করতে ৩১ আগস্ট ২০২২ মন্ত্রিপরিষদ অনুমতি দেয়— ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি) যন্ত্র স্থাপনের।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

শিক্ষা

  • ফোর্বসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের স্টার্টআপ শিখাে কাজ করে— অনলাইন শিক্ষা নিয়ে।
  • দেশের ১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২৪ আগস্ট ২০২২ অনুমােদন পায়— চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনােলজি।
  • বাংলাদেশ ফিশারিজ এডুকেশনের জনক— জাতীয় অধ্যাপক ড. এ কে এম আমিনুল হক।
  • জাতীয় সংসদের স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মনােনয়ন দিয়ে থাকেন— পাঁচজন সদস্যের।

স্বাস্থ্য

  • দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল অবস্থিত— শাহবাগ, ঢাকা।

বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ

  • দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র (মানমন্দির) অবস্থিত শ্রীপুর, গাজীপুর।
  • ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তর সফটওয়্যার ৩১ আগষ্ট ২০২২ উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্রেইল থেকে বাংলা টেক্সটে রূপান্তর করার সফটওয়্যারের উদ্ভাবক— অধ্যাপক ড. মুহাম্মদ শােয়াইব।
  • ফোর্বসের ৪ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ নতুন স্টার্টআপে স্থান পেয়েছে বাংলাদেশের— শিখাে।

পরিবেশ ও কৃষি

  • দেশের প্রথম ধান জাদুঘর (রাইস মিউজিয়াম) অবস্থিত-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

যােগাযােগ/অবকাঠামাে

  • পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ শুরু হয়— ২০ আগস্ট ২০২২।
  • দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট কালনা সেতু নির্মিত— মধুমতী নদীর ওপর।
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি অবস্থিত— কচা নদী, পিরােজপুর।
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুর— দৈর্ঘ্য : ৯৯৮ মিটার, প্রস্থ : ১৩.৪০ মিটার, পিয়ার : ১০টি ও স্প্যান : ৯টি।

খেলাধুলা

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৪ সেপ্টেম্বর ২০২২ অবসরের ঘােষণা দিয়েছেন মুশফিকুর রহিম।
  • সম্প্রতি মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন বাংলাদেশের নারী ক্রিকেটার–ফাতেমা জোহরা।
  • আইসিসি হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৪ সেপ্টেম্বর ২০২২ পুনরায় প্রথম হলেন— সাকিব আল হাসান।

রিপাের্ট/সমীক্ষা

  • জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত মানব উন্নয়ন সূচকে (২০২১-২২) বাংলাদেশ— ১২৯তম।
  • DAP (Detailed Area Plan) আয়তন— ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ৩১ আগস্ট ২০২২ প্রকাশিত ওয়ার্ল্ড সােশ্যাল প্রটেকশন রিপাের্টে (২০২১-২২) দ. এশিয়ায় বাংলাদেশ— দ্বিতীয়।
  • Lloyd’s List–এর তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের— ৬৪তম ব্যস্ততম বন্দর।
  • বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ২০২২ সালের আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছে— ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।
  • জাতিসংঘের জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত-ষষ্ঠ।

বৈঠক/সম্মেলন

  • দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকটি— ৩৮তম।

আন্তর্জাতিক সংস্থা

  • বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর— প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • মােহাম্মদ আবদুল মুহিত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের— ১৬তম স্থায়ী প্রতিনিধি।
  • ইন্টারন্যাশনাল অ্যাসােসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ১৩ সেপ্টেম্বর ২০২২ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে— বাংলাদেশ।

পুরস্কার/সম্মাননা

  • ফোর্বসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের স্টার্টআপ শিখাে ২০১৯ সালে চালু করেন— শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর ২০২২ মুক্তিযুদ্ধে হতাহত ১০ ভারতীয় সেনার বংশধরদের প্রদান করেন— মুজিব বৃত্তি।
  • বাংলাদেশ ২৬ আগস্ট ২০২২ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য সদস্যপদ পেয়েছে— কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটিতে।
  • ২০২২ সালে পুলিঞ্জার পুরস্কার লাভ করেন বাংলাদেশি বংশােদ্ভূত চিত্রশিল্পী— ফাহমিদা আজিম।
  • মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩ সেপ্টেম্বর ২০২২ সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র— আদিম (নির্মাতা : যুবরাজ শামীম)।

শীর্ষ/সর্বনিম্ন

  • ফোর্বসের ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান— ৪২তম।
  • সিঙ্গাপুরের ৪২তম শীর্ষ ধনী বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের প্রতিষ্ঠান— সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কলেজ র‌্যাংঙ্কিং ২০১৮ অনুযায়ী দেশের শীর্ষ বেসরকারি কলেজ— ঢাকা কমার্স কলেজ।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কলেজ র‌্যাংঙ্কিং ২০১৮ অনুযায়ী দেশের শীর্ষ মহিলা কলেজ— লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button