বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

বিসিএস পরীক্ষায় আসার মত বাংলা সাহিত্য অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

অর্ঘ্য শব্দের অর্থ কি?
উত্তর – পুজার উপকরণ ।

বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান করেন কে?
উত্তর- ড.মু. শহীদুল্লাহ।

নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর – সাম্যবাদী কাব্যগ্রন্থের।

জাহকুল আবদ অর্থ কি?
উত্তর – গোলামের হাসি ।

প্রতীক ধর্মী মানে কি?
উত্তর- নির্দেশন জ্ঞাপক।

রাজলক্ষ্মী , অভয়া , কুশারী , অন্নন্দা দিদ কারা?
উত্তর – শ্রীকান্ত উপন্যাসের চরিত্র ।

রুপজালাল গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর -নবাব ফয়জুন্নেসা চৌধুরী।

He is a polyglot অর্থ কি?
উত্তর – তিনি একজন বহুভাষী ।

কবিতার কথা জীবনানন্দ দাশের কোন জাতীয় লেখা?
উত্তর – একটি প্রবন্ধ ।

সূর্য তুমি সাথী , ওঙ্কার , গাভী বৃত্তান্ত , অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বিহঙ্গ পুরান এগুলো কে লিখেছেন?
উত্তর – আহমদ ছফার উপন্যাস ।

সমাসবদ্ধ পদকে কি বলে?
উত্তর -সমস্ত পদ ।

সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি?
উত্তর -ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।

মেঘনাধবদ কাব্যে রাবনপুত্র ইন্দ্রজিতকে কি বলা হয়েছে?
উত্তর – অরিন্দম।

অরিন্দম শব্দের অর্থ কি?
উত্তর – শত্রু দমন করে যে বা শত্রু দমনকারী ।

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত করেন কে?
উত্তর – মুহাম্মদ আব্দুল হাই / সৈয়দ আলী আহসান ।

জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর কি বসে?
উত্তর – কমা বসে ।

একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে কোন চিহ্ন বসে?
উত্তর – সেমিকোলন।

কুঁড়ি শব্দটি এসেছে কোন শব্দ হতে?
উত্তর -কোরক থেকে ।

কান পাতলা বাগধারাটির অর্থ কি?
উত্তর -বিশ্বাসপ্রবণ ।

বাংলা ভাষায় ওষ্ঠ ব্যান্জন ধ্বনির সংখ্যা কতটি?
উত্তর -৫ টি ।প , ফ , ব , ভ , ম ।

আদিরূপকে কি বলে?
উত্তর -Archetype।

পানি , চানাচুর , ফুফা , মিঠাই কাহিনী এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর- হিন্দি।

অভয়া , ষোড়শী , সাবেত্রী কে?
উত্তর – শরৎচন্দ্রের সৃষ্টি চরিত্র ।

ক্ষুধিত পাষাণ কোন সমাস?
উত্তর- কর্মধারায় সমাস ।

অর্ধচন্দ্র কোন সমাস?
উত্তর – তৎপুরুষ সমাস।

কোকিলকে কোনটি বলা হয়?
উত্তর -অন্যপুষ্ট।

বাঁধন হারা , মৃত্যুক্ষুধা ও কুহেলিকা কার লেখা?
উত্তর – কাজী নজরুলের লেখা উপন্যাস ।

ইন্দিরা গ্রন্থটি কার লেখা?
উত্তর – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ।

হুমায়ন কবির সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর– চতুরঙ্গ।

বাংলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর – রমেশ্চন্দ্র মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button