বাংলা সাহিত্য থেকে কিছু কমন প্রশ্ন

বাংলা সাহিত্য থেকে কিছু কমন প্রশ্ন

যেকোনো পরীক্ষায় ভালো করতে অবশ্যই বাংলার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয় থেকে সব পরীক্ষায় একটা বড় অংশ থাকে। তাই আপনাদের জন্য বাংলা সাহিত্য বিষয় থেকে কিছু প্রশ্ন নিয়ে এলাম যা যেকোনো চাকুরী বা ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক –

১. দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়?

উত্তর-ঈশ্বরী পাটনি 

২/”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?

উত্তর- ঈশ্বরী পাটনি 

৩|”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা? 

উত্তর-ভারত চন্দ্র রায়গুণাকর 

৪।ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর-বর্ধমানের (বর্তমানের হাওড়া) পেঁড়ােবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, (আনুমানিক ১৭১২) 

৫। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভারকবি ছিলেন? 

আরও পড়ুন :  সাধারণ বিজ্ঞান থেকে ২০০ টি প্রশ্ন ও উত্তর একসাথে পড়ুন [PDF]

উত্তর-নবদ্বীপ 

৬।ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে?

উত্তর – নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র 

৭। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশাে বছর ধরে আলােড়ন জাগিয়ে যাচ্ছে?

উত্তর-বিদ্যাসউন্দর 

৮| ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?

উত্তর -৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ- মান্সিং কাহিনী 

৯।”মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত? 

উত্তর- ভারতচন্দ্র রায়গুণাকর 

১০াশ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন।

উত্তর-১৪৮৬-১৫৩৩ 

১১। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?

উত্তর-বৈষ্ণব ধর্ম 

১২।বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।

উত্তর-বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গােবিন্দ দাস 

১৩। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? 

উত্তর-ধর্ম

১৪।রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? 

উত্তর-মানবাত্মা, পরমাত্মা 

১৫।বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি? 

আরও পড়ুন :  গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক

উত্তর-পাঁচ,শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর 

১৬ারবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন?

উত্তর-বৈষ্ণব কবি

১৭ |মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?

উত্তর-ব্রজবুলি

১৮। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? 

উত্তর-ভানুসিংহের পদাবলী 

১৯।বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন?

উত্তর- রাজা শিবসিংহের রাজধানীমিথিলা 

২০। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? 

উত্তর-কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল,অভিনব জয়দেব, নব কবি শেখর 

২১।বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?

উত্তর-চন্ডীদাস 

২২।বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?

উত্তর-বিদ্যাপতি 

২৩।এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?

উত্তর-শ্রী চৈতন্যদেব 

২৪।চৈতন্যদেবের জীবনকাল লিখুন।

উত্তর-১৪৮৬-১৫৩৩(repeated)

২৫।ধনপতি লহনা কিসের কাহিনী? 

উত্তর- চন্ডীমঙ্গল 

আরও পড়ুন :  পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ

২৬। কালকেতু-ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?

উত্তর -নীলাম্বর, ছায়া 

২৭। স্বর্ণগােধিকা কি?

উত্তর -গুইসাপ। 

২৮। স্বর্ণগােধিকার বেশে কে মর্ত্যে আসে?

উত্তর -দেবীচন্ডী 

২৯। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? 

উত্তর-চাঁদসওদাগর 

৩০| সনকা কার স্ত্রী?

উত্তর-চাঁদসওদাগর। 

৩১। সনকা কার পূজা করত?

উত্তর- দেবীচন্ডী 

৩২।চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?

উত্তর-১২ বছর

৩৩। লখিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন? 

উত্তর-চাঁদসওদাগর – সনকা, বেহুলা 

৩৪।বেহুলার বাড়ি কই ছিল? 

উত্তর-উজানিনগর 

৩৫।স্বর্গের ধােপানীর নাম কি?

উত্তর-নেতা

৩৬।কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? 

উত্তর- মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গােপীনাথ তালকের দামুন্যা গ্রামে 

৩৭।মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবিকে ছিলেন? 

উত্তর- মুকুন্দরাম চক্রবর্তী 

৩৮।মুরারি শীল, ভাড়দত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? 

উত্তর- চন্ডীমন্ডল।

 

Leave a Reply