বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন

বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন

১৫ আগস্ট ২০২২ বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য করােনাভাইরাস প্রতিরােধে দ্বৈত ভ্যাকসিনের অনুমােদন দেয়। এটি করােনার মূল ধরনসহ নতুন ধরন ওমিক্রন রােধেও কাজ করবে।

সেপ্টেম্বর ২০২২ থেকে এ টিকাবুস্টার হিসেবে দেওয়া শুরু হবে। এটি মডার্নার সর্বশেষ ভ্যাকসিন যাকে বলা হয় স্পাইকভ্যাক্স। এটি মূল ধরন এবং প্রথম ওমিক্রন (বিএ.১) উভয়কেই গুরুত্ব দিয়ে তৈরি করা হয়।

আরও পড়ুন :  সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা এমসিকিউ

এটি একটি বাইভ্যালেন্ট ভ্যাকসিন হিসেবেও পরিচিত। যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রােডাক্টস রেগুলেটরি এজেন্সি তথ্য প্রমাণ বিবেচনা করে প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য ভ্যাকসিনের এ অনুমােদন দেয়।

মহামারিতে ব্যবহৃত প্রথম টিকাগুলাে ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে উদ্ভূত ভাইরাসের প্রথম ধরন মােকাবিলা করার মতাে করে প্রস্তুত করা হয়েছিল। এরপর থেকে অসংখ্যবার করােনাভাইরাস তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে অনেক নতুন রূপ নিয়েছে।

আরও পড়ুন :  অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে ৫টি সৃজনশীল প্রশ্ন

Leave a Reply