শিক্ষা

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলাে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়ােটেকনােলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (IBGE), প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মাে. তােফাজ্জল ইসলাম মর্যাদাপূর্ণ।

The World Academy of Sciences (TWAS) এর ফেলাে নির্বাচিত হন। আন্তর্জাতিকভাবে মনােনীত বিশ্ব জ্ঞানভাণ্ডারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর TWAS’র ফেলােদের ভােটে নতুন ফেলাে নির্বাচন করা হয়।

এই বিভাগ থেকে আরো পড়ুন

অধ্যাপক ড. মো. তােফাজ্জল ইসলাম ১ জানুয়ারি ২০২২ থেকে আজীবন TWAS’র ফেলাে হিসেবে। উন্নয়নশীল দেশগুলাের বিজ্ঞান উন্নয়নে কাজ করবেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৬৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রামে জন্মগ্রহণ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button