বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

প্রশ্ন : কোন দেশে সমুদ্র বন্দর নাই?
উত্তর : নেপাল

প্রশ্ন : বাংলাদেশ সদস্য নয়?
উত্তর : NATO

প্রশ্ন : ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০

প্রশ্ন : কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
উত্তর : ম্যানিলা

প্রশ্ন : কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
উত্তর : জার্মানির ফ্রাঙ্কফুর্টে

প্রশ্ন : কোথায় ঐতিহাসিক ট্রয়নগরী অবস্থিত?
উত্তর : তুরস্ক

প্রশ্ন : ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর : অস্ট্রেলিয়া

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : ডোনাল্ড ট্রাম্প

প্রশ্ন : TIFA এর পূর্ণরূপ কী?
উত্তর : Trade and Investment Framework Agreement

প্রশ্ন : ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে?
উত্তর : ১৯৭৫

প্রশ্ন : পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ

প্রশ্ন : ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ২০১৩ সালে

প্রশ্ন : চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯৬২

প্রশ্ন : বান্দা আচেহ কোথায় অবস্থিত ?
উত্তর : ইন্দোনেশিয়া

প্রশ্ন : কোনটি প্রাচীন সভ্যতা ?
উত্তর : মেসোপটেমিয়া

প্রশ্ন : ফেসবুকের সদর দফতর কোথায়?
উত্তর : ক্যালিফোর্নিয়া

প্রশ্ন : ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

প্রশ্ন : তিব্বত একটি
উত্তর : উপত্যকা

প্রশ্ন : Elephant Pass কোথায় অবস্থিত?
উত্তর : শ্রীলঙ্কা

প্রশ্ন : জাতিসংঘের সংস্থা নয়
উত্তর : আসিয়ান আঞ্চলিক ফোরাম

প্রশ্ন : UNFCCC মূল আলোচ্য বিষয়
উত্তর : গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন

প্রশ্ন : ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তর : মালয়েশিয়া

প্রশ্ন : ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত কে?
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল

আরও পড়ুন :  অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ তথ্য

প্রশ্ন : ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের-
উত্তর : UNIIMOG

প্রশ্ন : গণতন্ত্র দিবস কবে?
উত্তর : ১৫ সেপ্টম্বর

প্রশ্ন : টি আই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জার্মানি

প্রশ্ন : চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
উত্তর : মিং ক্লাস

প্রশ্ন : জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে

প্রশ্ন : ট্রাফাগাল স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর : ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে

প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
উত্তর : মধ্য আমেরিকায়

প্রশ্ন : বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর : ১০ ডিসেম্বর

প্রশ্ন : টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
উত্তর : ১৭টি

প্রশ্ন : আকাবা একটি –
উত্তর : সমুদ্র বন্দর

প্রশ্ন : মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
উত্তর : এনএলডি

প্রশ্ন : কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় –
উত্তর : কম্বোডিয়া

প্রশ্ন : নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ?
উত্তর : ভারত-চীন

প্রশ্ন : বাংলাদেশ কোনটির সদস্য নয়
উত্তর : OAS

প্রশ্ন : চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
উত্তর : উইঘুর

প্রশ্ন : IUCN এর কাজ হল বিশ্বব্যাপী-
উত্তর : প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ

প্রশ্ন : ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের অবসান ঘটে
উত্তর : পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা (1648)

প্রশ্ন : মার্কিন তালেবান চুক্তি হয় কবে ?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ২০২০

প্রশ্ন : WIPO এর পূর্ণরূপ কি?
উত্তর : World Intellectual Property Organization

প্রশ্ন : ‘কার্টাগেনা প্রটোকল’ কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ২০০০

প্রশ্ন : ‘ ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
উত্তর : আইএমএফ

প্রশ্ন : কিয়োটো প্রটোকল কত সালে গৃহীত হয়?
উত্তর : ১৯৯৭

প্রশ্ন : ভারতের সিভিল সার্ভিস দিবস কবে ?
উত্তর : ২১ এপ্রিল

আরও পড়ুন :  একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা | একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ | ক্ষমতা বণ্টনেরনীতির ভিত্তিতে রাষ্ট্র

প্রশ্ন : “A Passage to India” গ্রন্থটির লেখক?
উত্তর : E M Forster

প্রশ্ন : কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
উত্তর : চারটি

প্রশ্ন : ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
উত্তর : দক্ষিণ আমেরিকা

প্রশ্ন : নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
উত্তর : ভিয়েতনাম

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
উত্তর : ১৯৪৪ সালে

প্রশ্ন : ফিনল্যান্ডের কলোনী ছিল
উত্তর : সুইডেন

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর : বাবেল মান্দেব প্রণালী

প্রশ্ন : ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
উত্তর : ১৯১২ সালে

প্রশ্ন : জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?
উত্তর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
উত্তর : ১৯৯১

প্রশ্ন : সামরিক ভাষায় “WMD” অর্থ কী?
উত্তর : Weapon of Mass Destruction

প্রশ্ন : জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
উত্তর : UNCTAD

প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
উত্তর : গাম্বিয়া

প্রশ্ন : বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
উত্তর : সিয়েরা লিওন

প্রশ্ন : জাতিসংঘ নামকরণ করেন
উত্তর : রুজভেল্টে

প্রশ্ন : কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
উত্তর : তুরস্ক

৪০-৪৫তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা সাধারণ জ্ঞান
প্রশ্ন : ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৯

প্রশ্ন : জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
উত্তর : অ্যাঞ্জেলা মারকেল

প্রশ্ন : জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উত্তর : ১৯৪৮ সালে।

আরও পড়ুন :  কারক ও কারক এর প্রকারভেদ

প্রশ্ন : OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর : ২য় শীর্ষ সম্মেলনে

প্রশ্ন : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উত্তর : বালাকোট।

প্রশ্ন : ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : অমর্ত্য সেন

প্রশ্ন : শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
উত্তর : হাম্বানটোটা।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা।

See also কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান
প্রশ্ন : ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : জলবায়ু পরিবর্তন।

প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : কাটোউইস, পোল্যান্ড।

প্রশ্ন : Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তর : উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া

প্রশ্ন : BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –
উত্তর : New Development Bank (NDB)।

প্রশ্ন : চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উত্তর : জিবুতি

প্রশ্ন : নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উত্তর : BIMSTEC

প্রশ্ন : নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উত্তর : NAM

প্রশ্ন : জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উত্তর : নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য।

প্রশ্ন : মিনস্ক কোন দেশের রাজধানী?
উত্তর : বেলারুশ

প্রশ্ন : সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উত্তর : ফেব্রুয়ারি, ২০১৯ সালে

প্রশ্ন : কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
উত্তর : অস্ট্রিয়া

Leave a Reply