বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১) নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

বিসিএস প্রস্তুতি (Bcs Preparation) : প্রশ্নোত্তরে একাত্তর (১৯৭১)

১. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা সন ও তারিখ কত?
উত্তর : ১৩৭৮ সালের ২৯ অগ্রহায়ণ, বৃহস্পতিবার।

২. জাতীয় ঐতিহাসিক দিবস কবে?
উত্তর : ৭ মার্চ।

৩. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হতাে কী নামে?
উত্তর : বজ্রকণ্ঠ।

৪. অপারেশন সার্চলাইটের পূর্বনাম কী?
উত্তর : অপারেশন ব্লিজ।

৫. বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্র
উত্তর : অপারেশন ব্লিজ।

৬. জাতীয় গণহত্যা দিবস কবে?
উত্তর : ২৫ মার্চ।

৭. বাংলাদেশ সুপ্রিম কোর্টবঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘােষক হিসেবে রায় প্রদান করেন কবে?
উত্তর : ২০০৯ সালের ২১ জুন।

৮. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযানের কোডনাম কী ছিল?
উত্তর : অপারেশন বিগবার্ড।

৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে প্রচারিত হতাে কোন গান?
উত্তর : জয় বাংলা, বাংলার জয়।

১০. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনােয়ার।

১১. ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটির সুরকার কে?
উত্তর : আনােয়ার পারভেজ।

১২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ‘চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।

১৩. ‘জল্লাদের দরবার’ অনুষ্ঠানে ‘কেল্লা ফতে খান’ বলতে কাকে বােঝানাে হতাে?
উত্তর : ইয়াহিয়া খান।

আরও পড়ুন :  সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?

১৪. কলকাতার কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যালয় স্থাপিত হয়?
উত্তর : বালিগঞ্জ সার্কুলার রােডের ৫৭/৮ নম্বর দোতলা বাড়ি।

১৫. মুজিবনগর (প্রবাসী) সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কোথায়?
উত্তর : কলকাতার ৮ নম্বর থিয়েটার রােড।

১৬. মুজিবনগর সরকারের মােট মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি?
উত্তর : ১৫টি।

১৭. মুজিবনগর সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম বিভাগের দায়িত্বে ছিলেন কে?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

১৮. মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব কারও ওপর ন্যস্ত হয়নি, সেসব বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

১৯. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার মােট সদস্য ছিলেন কতজন?
উত্তর : ৬ জন।

২০. মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কে?
উত্তর : এ এইচ এম কামারুজ্জামান।

২১. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডাে বাহিনীর প্রথম অভিযান অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়?
উত্তর : ১৫ ও ১৬ আগষ্ট ১৯৭১।

২২. পাকিস্তানি বাহিনীর ওপর আকাশপথে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম সফল অভিযানের নাম কী?
উত্তর : অপারেশন কিলাে ফ্লাইট।

২৩. বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক অপারেশন কিলাে ফ্লাইট কবে, কোথায় পরিচালিত হয়?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে।

২৪. আয়তনে সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটি?
উত্তর : ১ নম্বর সেক্টর।

২৫. মুক্তিযুদ্ধে স্বতন্ত্র বাহিনী হিসেবে হেমায়েত বাহিনী গড়ে ওঠে কোন অঞ্চলে?
উত্তর : গােপালগঞ্জ ও বরিশাল।

২৬. মুজিব ব্যাটারি কী?
উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গােলন্দাজ বাহিনী।

আরও পড়ুন :  Your School Essay

২৭. শহীদজননী জাহানারা ইমামের ছেলে শাফী ইমাম রুমী কোন বাহিনীর সদস্য ছিলেন?
উত্তর : ক্র্যাক প্লাটুন।

২৮. ক্র্যাক প্লাটুনের আক্রমণের পদ্ধতি কী ছিল?
উত্তর : হিট অ্যান্ড রান।

২৯. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক ভারতীয় বিমানবাহিনীর ওপর পরিচালিত বিমান হামলার কোডনাম কী? উত্তর : অপারেশন চেঙ্গিস খান।

৩০. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশাের।

৩১. মুক্তিযুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত এলাকা কোনটি?
উত্তর : মিরপুর, ৩১ জানুয়ারি ১৯৭২।

৩২. সর্বনিম্ন কত বছর বয়স হলে মুক্তিযােদ্ধা হিসেবে বিবেচিত হবেন?
উত্তর : ১৯৭১ সালের ৩০ নভেম্বর বা তার আগে কমপক্ষে ১২ বছর ৬ মাস।

৩৩. ব্রিগেডিয়ার জামিল আহমেদকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয় কত সালে?
উত্তর : ২০১০ সালে।

৩৪. ব্রিগেডিয়ার জামিল আহমেদকে বীর উত্তম খেতাব দেওয়া হয় কেন?
উত্তর : ১৯৭৫ সালের অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হন।

৩৫. মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই চার খুনি কারা?
উত্তর : শরিফুল হক ডালিম (বীর উত্তম), নূর চৌধুরী (বীর বিক্রম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মােসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

৩৬. ১৬ জন সেক্টর কমান্ডারের মধ্যে বীরত্বপূর্ণ কোনাে খেতাব পাননি কতজন?তারা কারা?
উত্তর : ৩ জন। লেফট্যানেন্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, মেজর নাজমুল হক ও মেজর জলিল।

৩৭. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ছিনতাই করা পাকিস্তান বিমানবাহিনীর টি-৩৩ প্রশিক্ষণ বিমানটির ছদ্মনাম কী ছিল?
উত্তর : ব্লু বার্ড ১৬৬।

আরও পড়ুন :  দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎকেন্দ্র

৩৮. বীর প্রতীক তারামন বিবি কোন বাহিনীর সদস্য ছিলেন এবং কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর : গণবাহিনীর সদস্য ছিলেন। ১১নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

৩৯ :মুক্তিযুদ্ধকালে মেঘালয়ে বাংলাদেশ মেডিকেলের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কে?
উত্তর : ক্যাপ্টেন ডা. সিতারা বেগম।

৪০. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধা শহীদুল ইসলাম লালু কোন অঞ্চলে যুদ্ধ করেন?
উত্তর : টাঙ্গাইলের গােপালপুরে।

৪১. মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া মােট বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪৩৮।

৪২. মুক্তিবেটি নামে পরিচিত ছিলেন কে?
উত্তর : কাঁকন বিবি।

৪৩. কনসার্ট ফর বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ সংগৃহীত হয়?
উত্তর : ৪৩ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলার।

৪৪. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য গড়ে ওঠে রাজাকার বাহিনী। রাজাকার কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
উত্তর : ফারসি শব্দ। এর অর্থ স্বেচ্ছাসেবী।

৪৫. মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত অন্যতম প্রতিষ্ঠান
উত্তর : বিবিসি, আকাশবাণী, রেডক্রস।

৪৬. ‘একাত্তরের চিঠি’ মুক্তিযােদ্ধাদের পত্রসংকলনটি সংকলিতওপ্রকাশিত হয় কোন কোন প্রতিষ্ঠানের উদ্যোগে?
উত্তর : গ্রামীণফোন ও প্রথম আলাে।

৪৭. বঙ্গবন্ধু কোন কোম্পানিতে চাকরি করতেন?
উত্তর : আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে।

৪৮. ছয় দফা দিবস কবে?
উত্তর : ৭ জুন।

৪৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে জয়লাভ করেন?
উত্তর : ১১১ নম্বর ঢাকা-৮।

৫০. অপারেশন ক্লোজডাের কী?
উত্তর : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।

Leave a Reply