বাংলাদেশ বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী।

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা- মাগুরা।

বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে- চারটি।

বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণদাতা সংস্থা- আইডিএ।

বাংলাদেশের জিডিপি’র প্রধান খাত- সেবা খাত।

বাংলাদেশে IMF এর কার্যালয় অবস্থিত- আগারগাঁও, ঢাকা।

বাংলাদেশের সংবিধানে মােট তফসিল রয়েছে- ৭টি।

যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না- অর্থবিল।

সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙ্গে দেন- রাষ্ট্রপতি।

বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে- চট্টগ্রামে।

বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে- বিশ্বব্যাংক।

বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড- উত্তরা EPZ (নীলফামারী)।

‘আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে- ২৭ নং।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত- সেগুনবাগিচা, ঢাকা।

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১।

বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯৯০ সালে (রাজশাহী)।

সুন্দরবনে অবস্থিত ‘দুবলার চর’ বিখ্যাত- মাছ ও শুটকির জন্য।

বাংলাদেশের জাতীয় বীমা দিবস- ১ মার্চ।

বাংলাদেশের বৃহত্তম উপজাতি- চাকমা।

বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত- সাভার, ঢাকা।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর অবস্থিত- ঢাকা।

বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য- ১২টি।

সংসদের কার্যপ্রণালি নিয়ন্ত্রণ করেন- স্পিকার।

বাংলাদেশে e-passport চালু হয়- ২২ জানুয়ারি ২০২০।

শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২০’ লাভ করে যে প্রতিষ্ঠান- ভারতেশ্বরী হােমস।

দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে- ঢাকা-মাওয়া মহাসড়ক।

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিলা সিটি অবস্থিত- কবিরপুর, গাজীপুর।

ফেনী নদীর উৎপত্তি- খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়।

বাংলাদেশ ট্র্যারিফ কমিশন-এর নতুন নাম- বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

২০২০ সালে একুশে পদক লাভ করে- ২০ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।

২০১৯ সালের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ (BPL) চ্যাম্পিয়ন- রাজশাহী রয়্যালস।

দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়- ২০১৪ সালে।

মাধবকুণ্ড ইকোপার্ক অবস্থিত- বড়লেখা, মৌলভীবাজার।

‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ অবস্থিত- খুলনা।

বেসরকারি খাতে দেশের প্রথম বিটুমিন কারখানা- বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট; কেরানিগঞ্জ, ঢাকা।

বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা- ৬০টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button