শিক্ষা
ভয়েজারের সঙ্গে যোগাযোগ

২০২৩ সালের জুলাই মাসে Voyager 2’র সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA’র সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে নভোযানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। ১ আগস্ট ২০২৩ Voyager 2 নভোযান থেকে পাঠানো সংকেত পায় বিজ্ঞানীরা ।
এর আগে জুলাই মাসে নভোযানটিকে একটি ভুল নির্দেশনা পাঠানো হয়। এরপর সেটি অবস্থান বদল করে । বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ।
এখন Voyager 2’র অ্যানটেনা পৃথিবীর দিকে ফিরে আসছে। আর এর মাধ্যমে মার্কিন মহাকাশ সংস্থাটি নিশ্চিত হয় যে মহাকাশযানটি এখনো নিরাপদ রয়েছে ও পৃথিবীতে বার্তা পাঠানোর মতো অবস্থায় আছে। উল্লেখ্য, ২০ আগস্ট ১৯৭৭ Voyager 2 উৎক্ষেপণ করা হয় ।