যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশােদ্ভূত ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশােদ্ভূত ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশােদ্ভূত ঋষি সুনাক। প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক।

২০ অক্টোবর ২০২২ লিজ ট্রাস প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও হাউস অব কমন্সের স্পিকার পেনি মরডান্ট এই নির্বাচনে ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

আরও পড়ুন :  ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় ও ভাষা আন্দোলনের তাৎপর্য

তাঁরা দুজনই প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে ২৪ অক্টোবর ২০২২ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা হিসেবে ঋষি সুনাকের নাম ঘােষণা করা হয়। যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতাই রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

রাজনৈতিক জীবনে ২০১৫ সালে ইয়র্কশায়ারের রিচমন্ড কেন্দ্র থেকে প্রথমবারের মতাে সাংসদ হন ঋষি সুনাক। ২০১৯ সালে বরিস প্রধানমন্ত্রী হওয়ার পর ২০২০ সালে দেশের অর্থমন্ত্রী হন তিনি। প্রসঙ্গত, সুনাকের বাবা যশবীর ও মা উষা দুজনেরই জন্ম ভারতের পাঞ্জাবে।

আরও পড়ুন :  'কপালকুণ্ডলা' সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস

Leave a Reply