শুক্র গ্রহে নজর ইসরোর

শুক্র গ্রহে নজর ইসরোর

২৩ আগস্ট ২০২৩ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে চন্দ্রযান-৩ অবতরণ করে। এরই মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এখন শুক্র গ্রহের দিকে নজর দিয়েছে।

অনানুষ্ঠানিকভাবে নতুন অভিযানের নাম দেওয়া হয় শুক্রযান-১। সৌরজগতে সূর্য থেকে নিকটে দ্বিতীয় গ্রহ শুক্র (প্রথমে বুধ) এবং তার পরেই পৃথিবীর অবস্থান ।

এ কারণে এটি ‘পৃথিবীর যমজ’ হিসেবে পরিচিত। ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইন্ডিয়া ন্যাশনাল সায়েন্স একাডেমিতে (INSA) দেওয়া ভাষণে ইসরো চেয়ারম্যান জানান, ISRO শুক্র গ্রহকে পর্যবেক্ষণের একটি অভিযান পরিকল্পনা করছে।

আরও পড়ুন :  প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস | প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ওশাসন-ব্যবস্থা

Leave a Reply