সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?

সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?

সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল ITLOSএর পূর্ণ অভিব্যক্তি International Tribunal for the Law of the Sea। তৃতীয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সম্মেলনে আলােচনার ভিত্তিতে ১৯৮২ সালের ১০ ডিসেম্বর সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন’-এ স্বাক্ষর করার মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।

জার্মানির হামবুর্গভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের মধ্যে সমুদ্রবিষয়ক বিরােধ মীমাংসা করে থাকে। বিভিন্ন দেশের ২১ জন বিচারক নিয়ে এ ট্রাইব্যুনাল গঠিত।

আরও পড়ুন :  সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৯ অক্টোবর, ২০২৩

বর্তমানে ১৬০টি দেশ ও ইউরােপিয়ান ইউনিয়ন (EU) এ প্রতিষ্ঠানটির অধীন রয়েছে। উল্লেখ্য, ১৪ মার্চ ২০১২ এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরােধ নিষ্পত্তি সংক্রান্ত মামলার রায় প্রদান করে।

৭ জুলাই ২০১৪ ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায় ঘােষণা করে নেদারল্যান্ডসের রাজধানী দি হেগ শহরে অবস্থিত স্থায়ী সালিশি আদালত (PCA) এবং উক্ত রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ৮ জুলাই ২০১৪। বর্তমানে ITLOS এর সদর দপ্তর জার্মানির হামবুর্গে অবস্থিত।

আরও পড়ুন :  বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?

Leave a Reply