সরকারি ছুটির তালিকা ২০২২

সরকারি ছুটির তালিকা ২০২২

২৮ অক্টোবর ২০২১ মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তালিকা ২০২২ অনুমােদিত হয়। এরপর ৩১ অক্টোবর ২০২১ তা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। তালিকা অনুযায়ী ১৪ কার্যদিবস সাধারণ ছুটি পালিত হবে। এছাড়া নির্বাহী আদেশে ছুটি রাখা হয় ৮ দিন।

সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ১৪ দিন

তারিখ বারউপলক্ষ/পর্বের নাম
২১ ফেব্রুয়ারিসােমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৭ মার্চবৃহস্পতিবারজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
২৬ মার্চশনিবারস্বাধীনতা ও জাতীয় দিবস
২৯ এপ্রিলশুক্রবারজুমাতুল বিদা
০১ মেরবিবার মে দিবস
০৩ মেমঙ্গলবারঈদ-উল-ফিতর*
১৫ মেরবিবারবুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)*
১০ জুলাইরবিবারঈদ-উল-আযহা*
১৫ আগস্টসােমবারজাতীয় শােক দিবস
১৮ আগস্টবৃহস্পতিবারজন্মাষ্টমী
০৫ অক্টোবরবুধবারদুর্গাপূজা (বিজয়া দশমী)
০৯ অক্টোবররবিবারঈদ-ই মিলাদুন্নবী (সা.)*
১৬ ডিসেম্বরশুক্রবারবিজয় দিবস
২৫ ডিসেম্বররবিবারযিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)
আরও পড়ুন :  ইসলামে মৌলিক মানবাধিকার

নির্বাহী আদেশে ছুটি ৮ দিন

১৯ মার্চশনিবারশব-ই-বরাত*
১৪ এপ্রিলবৃহস্পতিবারনববর্ষ
২৯ এপ্রিলশুক্রবারশব-ই-কদর*
০২ ও ০৪ মে সােমবারসােমবার ও বুধবারঈদ-উল-ফিতরের পূর্বের ও পরের দিন*
০৯ ও ১১ জুলাইশনিবার ও সােমবারঈদ-উল-আযহার পুবের ও পরের দিন*
০৯ আগস্টমঙ্গলবারমহররম (আশুরা)*

বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকের দুটি ২৪ দিন

২০২২ সালে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকে ছুটি ২৪ দিন। প্রতি বছরের মতাে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর একদিন করে ব্যাংক ছুটি। এছাড়া ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার জন্য তিনদিন করে ৬ দিন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, শবই-কদর ও জুমাতুল বিদা, জন্মাষ্টমী, জাতীয় শােক দিবস, দুর্গাপূজা, আরা, ঈদ-ই-মিলাদুন্নবী (স), বিজয় দিবস এবং বড়দিনে একদিন করে ছুটি রয়েছে।


ছুটির এ তালিকা সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযােজ্য হবে। তবে যে সকল সংস্থা নিজস্ব আইনে চলে এবং সরকার অত্যাবশ্যকীয় চাকরি হিসেবে ঘােষণা করেছে, সে সংস্থাগুলাের ক্ষেত্রে এ তালিকা প্রযােজ্য হবে না।

* চাঁদ দেখা বা চন্দ্ৰতিথির ওপর নির্ভরশীল।

ঐচ্ছিক ছুটি

যে-কোনাে সম্প্রদায়ের একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে মােট ৩ (তিন) দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং এ ব্যাপারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভােগ করার ইচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পূর্বা অনুমােদন করে নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

আরও পড়ুন :  GI কী? | GI পণ্য এখন ৯টি | বাংলাদেশের GI পণ্য

মুসলিম পর্ব

তারিখবারউপলক্ষ/পর্বের নাম
০১ মার্চমঙ্গলবারশব-ই-মিরাজ *
০৩ মেমঙ্গলবারঈদ-উল-ফিতর*
১০ জুলাইরবিবারঈদ-উল-আযহা*
২১ সেপ্টেম্বরবুধবারআখেরি চাহার সােম্বা*
০৭ নভেম্বরসােমবারফাতেহা-ই-ইয়াজদাহম*

হিন্দু পর্ব

০৫ ফেব্রুয়ারিশনিবারশ্রী শ্রী সরস্বতী পূজা
০১ মার্চমঙ্গলবারশ্রী শ্রী শিবরাত্রি ব্রত
১৮ মার্চশুক্রবারদোলযাত্রা *
৩০ মার্চবুধবারশ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব
২৫ সেপ্টেম্বররবিবারমহালয়া
০৪ অক্টোবরমঙ্গলবারশ্রী শ্রী দুর্গাপূজা (নবমী)
০৯ অক্টোবররবিবারশ্রী শ্রী লক্ষ্মী পূজা
২৪ অক্টোবরসােমবারশ্রী শ্রী শ্যামা পূজা
আরও পড়ুন :  এ. কে. ফজলুল হকের প্রথম ও দ্বিতীয় মন্ত্রিসভা

 খ্রিষ্টান পর্ব

০১ জানুয়ারিশনিবারইংরেজি নববর্ষ
০২ মার্চবুধবারভস্ম বুধবার
১৪ এপ্রিলবৃহস্পতিবারপুণ্য বৃহস্পতিবার
১৫ এপ্রিলশুক্রবারপুণ্য শুক্রবার
১৬ এপ্রিলশনিবারপুণ্য শনিবার
১৭ এপ্রিলরবিবারইস্টার সানডে
২৪ ও ২৬ ডিসেম্বরশনিবার ও সােমবারবড়দিনের পূর্বের ও পরের দিন

বৌদ্ধ পর্ব

১৬ ফেব্রুয়ারিবুধবারমাঘী পূর্ণিমা*
১৩ এপ্রিলবুধবারচৈত্র সংক্রান্তি
১২ জুলাইমঙ্গলবারআষাঢ়ী পূর্ণিমা*
০৯ সেপ্টেম্বরশুক্রবারমধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)*
০৯ অক্টোবররবিবারপ্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)*

 ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর পর্ব

১২ এপ্রিলমঙ্গলবারবৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর অনুরূপ সামাজিক উত্সব।
১৫ এপ্রিলশুক্রবার

 

Leave a Reply