অন্যান্য

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের লেখাটি খুবই উপকারি হবে। তো চলুন সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ি।

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়
উত্তর : সালফিউরিক অ্যাসিড।

প্রশ্ন : সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলাে
উত্তর : তামা ও টিন।

প্রশ্ন : আমলকিতে যে অ্যাসিড থাকে
উত্তর : অ্যাসকরবিক অ্যাসিড।

প্রশ্ন : ১ মাইল সমান
উত্তর : ১.৬১ কিলােমিটার।

প্রশ্ন : অতিরিক্ত মাল বােঝাই এড়ানাের জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে
উত্তর : প্রিমসল লাইন।

আরো পড়ুন : ২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান

প্রশ্ন : মরিচার একটি গ্রহণযােগ্য সূত্র হলাে
উত্তর : Fe2O3.nH2O।

প্রশ্ন : পানিকে বরফে পরিণত করলে আয়তনে
উত্তর : বাড়ে।

প্রশ্ন : সিএনজি গাড়ি চলে
উত্তর : অটোচক্রে।

প্রশ্ন : কোনাে বস্তু যখন সমস্ত আলাে শােষণ করে তখন তাকে
উত্তর : কালাে দেখায়।

প্রশ্ন : মানব চোখের লেন্সটি
উত্তর : উভ উত্তল/দ্বি উত্তল।

প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহকের রােধের একক
উত্তর : ওহম।

প্রশ্ন : ১৮৯৮ সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন
উত্তর : রেডিয়াম।

প্রশ্ন : কয়লার মূল উপাদান হলাে
উত্তর : কার্বন।

প্রশ্ন : আধুনিক মনােবিজ্ঞানের প্রতিষ্ঠাতা
উত্তর : সিগমন্ড ফ্রয়েড।

প্রশ্ন : মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিত থাকে
উত্তর : ব্যাকটেরিয়ায়।

প্রশ্ন : মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমােসােমের সংখ্যা
উত্তর : ১ জোড়া।

প্রশ্ন : বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি
উত্তর : লুইসব্রাউন (ইংল্যান্ড)।

প্রশ্ন : ‘মেসতা’ একজাতীয়
উত্তর : পাট।

আরো পড়ুন : ৭ বীরশ্রেষ্ঠের পরিচয় ও মুক্তিযুদ্ধে তাদের অবদান

প্রশ্ন : পাতার ক্লোরােফিল সহায়তা করে
উত্তর : খাদ্য তৈরিতে।

প্রশ্ন : শ্বসনে নির্গত হয়
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

প্রশ্ন : পাতা পীত বর্ণ ধারণ করে
উত্তর : নাইট্রোজেনের অভাবে।

প্রশ্ন : করােটিতে অস্থি থাকে
উত্তর : ২৮টি।

প্রশ্ন : রক্তের যে কণিকা বৃদ্ধি পেলে ক্যান্সার হয়
উত্তর : শ্বেতকণিকা।

প্রশ্ন : ত্বকের সাহায্যে শাসকার্য চালায়
উত্তর : কেঁচো।

প্রশ্ন : মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে
উত্তর : হরমােন।

প্রশ্ন : উত্তর গােলার্ধে সবচেয়ে ছােট দিন ও সবচেয়ে বড় রাত
উত্তর : ২২ ডিসেম্বর।

প্রশ্ন : প্রাণী দেহের দীর্ঘতম কোষটির নাম
উত্তর : নিউরন।

প্রশ্ন : রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
উত্তর : ভিটামিন কে।

প্রশ্ন : সবুজ গ্রহ’ বলা হয়
উত্তর : ইউরেনাসকে।

প্রশ্ন : ‘নাসা’ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৫৮ সালে।

প্রশ্ন : বায়ুর প্রধান দুটি উপাদান হলাে
উত্তর : অক্সিজেন ও নাইট্রোজেন।

প্রশ্ন : বিষধর সাপের বিষদাঁত থাকে
উত্তর : দুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button