সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এখানে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিয়ষাবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, পুরস্কার-সম্মাননা, রিপোর্ট -সমীক্ষা,খেলাধুলা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলো পড়ে নেওয়া যাক।
বাংলাদেশ বিয়ষাবলী
প্রশ্ন : গ্লোব বায়ােটেক লিমিটেডের করােনার টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমােদন পায় কবে?
উত্তর : ২৩ নভেম্বর ২০১১।
প্রশ্ন : বাংলাদেশ ও ট্যুর গাইড বিল ২০২১ পাশ হয় কবে?
উত্তর : ১৮ নভেম্বর ২০২১।
প্রশ্ন : ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উদবােধন করা হয় কবে?
উত্তর : ২৫ অক্টোবর ২০২১
প্রশ্ন : পদ্মা সেতুর যানবাহন চলাচলের পথে চুড়ান্ত পিচঢালাই শুরু হয় কবে?
উত্তর : ১০ নভেম্বর ২০২১ (জাজিরা প্রান্তে)।
আরো পড়ুন : Current Affairs December 2021 PDF | কারেন্ট অ্যফেয়ার্স ডিসেম্বর ২০২১
প্রশ্ন : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপােরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান পদে নিয়ােগ পান কে?
উত্তর : এ এফ এম হায়াতুল্লাহ।
প্রশ্ন : স্কয়ার-এর বাজারজাত করা মুখে খাওয়ার করােনার ওষুধটির নাম কী?
উত্তর : মােলভির (১৩ নভেম্বর ২০২১)।
প্রশ্ন : ইনভেস্টমেন্ট করপােরেশন অব বাংলাদেশ’র (ICB) মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন কে?
উত্তর : মাহামুদা আক্তার।
প্রশ্ন : মান্দিদের আদিধর্ম সাংসারেক ধর্মের শতবর্ষী পুরােহিত জনিক নকরেক মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ১২ নভেম্বর ২০১১।
প্রশ্ন : ৪ নভেম্বর ২০২১ নতুন অনুমােদন পাওয়া বেসরকারি এয়ারলাইন্সের নাম কী?
উত্তর : এয়ার অ্যাস্ট্রা।
প্রশ্ন : সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ঘােষিত নতুন রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : বাংলাদেশ গণঅধিকার পরিষদ।
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশি-আমেরিকানের নাম কী?
উত্তর : শাহানা হানিফ।
আন্তর্জাতিক বিয়ষাবলী
প্রশ্ন : প্রথমবারের মতাে যাত্রীসহ এয়ার ট্যাক্সি ভলােকপ্টার উড়ে
উত্তর : দক্ষিণ কোরিয়ার আকাশে।
প্রশ্ন : ২৫ অক্টোরব ২০২১ ব্যক্তিগত মহাকাশ স্টেশন উৎক্ষেপণের ঘােষণা দেয় কোন সংস্থা?
উত্তর : বু অরিজিন (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ১৪ নভেম্বর ২০২১ বিশ্বের প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠার ঘােষণা দেন কে?
উত্তর : সৌদি যুবরাজ মােহাম্মদ বিন সালমান।
প্রশ্ন : ১৮ নভেম্বর তাইওয়ান কোথায় নিজেদের নামে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দপ্তর খােলে?
উত্তর : লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে।।
প্রশ্ন : ভারত ‘অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কত তারিখে?
উত্তর : ২৭ অক্টোবর ২০১১।
প্ৰ: ১৭ নভেম্বর চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষা চালায় কোন দেশ?
উত্তর : জাপান।
প্রশ্ন : ১১ নভেম্বর ২০২১ কোন দেশের প্রেসিডেন্টের ক্ষমতা সুদৃঢ় করতে ঐতিহাসিক আইন পাশ করা হয়?
উত্তর : চীনের।
প্রশ্ন : বিশ্বে প্রথম উন্মোচন করা বৈদ্যুতিক জাহাজের নাম কী?
উত্তর : ইয়ারা বাকল্যান্ড (১৯ নভেম্বর ২০২১)।
সম্মেলন
প্রশ্ন : COP-এর পরবর্তী সম্মেলন S (COP-27) অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : শারম-আল শেখ, মিশর (২০২২)।
প্রশ্ন : ASEAN-এর পরবর্তী সম্মেলন (২০২২) অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : কম্বােডিয়া।
প্রশ্ন : ‘আন্তর্জাতিক বিনিয়ােগ সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ২৮-২৯ নভেম্বর ২০২১ (বাংলাদেশ)।
পুরস্কার-সম্মাননা
প্রশ্ন : ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কারে ভূষিত হন কে?
উত্তর : এমওটিআইভি ক্রিয়েটিভ লিমিটেড।
প্রশ্ন : তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য অ্যাসােসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেন কে?
উত্তর : সজীব ওয়াজেদ জয়।
প্রশ্ন : ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন কে?
উত্তর : রজনীকান্ত।
প্রশ্ন : এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী নির্বাচিত হন কে?
উত্তর : আজমেরী হক বাঁধন।
রিপাের্ট-জরিপ
প্রশ্ন : বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ম্যানগ্রোভ সম্পদ বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : তৃতীয় (সম্পদ বৃদ্ধির হার ৪০২%)।
প্রশ্ন : McKinsey Global Institute প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে শীর্ষে আছে কোন দেশ?
উত্তর : চীন'(সম্পদ ১২০ ট্রিলিয়ন ডলার)।
খেলাধুলা
প্রশ্ন : ICC টি-২০ বিশ্বকাপের ৭ম আসরে টুর্নামেন্ট সেরা খেলােয়াড় হন কে?
উত্তর : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন : ICC টি-২০ বিশ্বকাপের ৭ম আসরে একমাত্র সেঞ্চুরি করেন কে?
উত্তর : জস বাটলার (ইংল্যান্ড)।
প্রশ্ন : ২০২২ সালে ODI বিশ্বকাপ (নারী) অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : নিউজিল্যান্ডে (১২তম আসর)।
প্রশ্ন : ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জেতে কোন দেশ?
উত্তর : দক্ষিণ কোরিয়া।