ক্রিকেট

সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ: হংকংয়ের বিপক্ষে হতাশ বাহরিন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ করেছে বাহরিন। হংকংয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটি সুপার ওভারে গড়ালেও শেষ পর্যন্ত জয় পায় হংকং।

নির্ধারিত ওভারে সমতা টস জিতে প্রথমে ব্যাট করতে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহিদ ওয়াসিফ সর্বোচ্চ ৩১ রান করেন। বাহরিনের বোলার রিজওয়ান বাট ২টি উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে বাহরিনও লড়াই করে। ফিয়াজ আহমেদ ও প্রশান্ত কুরুপ ভালো সূচনা করলেও, ১৫ ওভারের মধ্যে তাদের ৫ উইকেট পড়ে যায় ৬৭ রানে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম চার বলে ওঠে ৬ রান, পঞ্চম বলে নাসির ছক্কা হাঁকান। শেষ বলে মাত্র ১ রান দরকার ছিল, কিন্তু নাসির কট বিহাইন্ড হয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে হতাশ বাহরিন সুপার ওভারে ব্যাট করতে নামে বাহরিন। কিন্তু দ্বিতীয় বলেই আহমের বিন নাসির আউট হন, কোনও রান না করেই। দলের স্কোর তখনও শূন্য। পরের বলেই সোহেল আহমেদও আউট হয়ে যান। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভারে দু’টি উইকেট পড়লে ইনিংস শেষ হয়ে যায়। ফলে বাহরিনের ইনিংস মাত্র শূন্য রানেই থেমে যায়।

হংকংয়ের বাবর হায়াত সুপার ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জয় এনে দেন। এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে শক্ত অবস্থানে পৌঁছে যায় হংকং।

Back to top button