স্থলভাগে যুক্ত হবে ২৫০ বর্গকিমি

স্থলভাগে যুক্ত হবে ২৫০ বর্গকিমি

বর্তমানে বাংলাদেশের মােট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিমি। এর মধ্যে স্থলায়তন ১,৩৩,৯১০ বর্গকিমি। এই স্থলায়তনের সাথে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে উপকূল অঞ্চলের আরও প্রায় ২৫০ বর্গকিলােমিটার বা ২৫ হাজার হেক্টর জমি।

এ জন্য বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন জমি যুক্ত হয়ে স্থলায়তনের প্ররিমাণ ১,৩৪,১৬০ বর্গকিমি দাঁড়াবে।

আরও পড়ুন :  The expansion of European trade in Bengal

উপকূলজুড়ে সবুজ বেষ্টনী সৃজন এবং দেশের আয়তন বৃদ্ধির লক্ষ্যে ১ জানুয়ারি ২০১৮ বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প শুরু করে বন অধিদপ্তর।

৯টি জেলার (পটুয়াখালী, বরগুনা, পিরােজপুর, ভােলা, নােয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার) ৬৭টি উপজেলায় বন বিভাগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

Leave a Reply