২০২০ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮মসেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০২০ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮মসেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০২০ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ।

(সঠিক নিয়মে মাস্ক পরি। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি)

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের জন্য আগামী ২০/১২/২০২২ তারিখ থেকে ২৭/১২/২০২২ তারিখ পর্যন্ত On-line-এ আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

আরও পড়ুন :  পরিবারের বিবর্তন সম্পর্কে মর্গান এর তত্ত্বটি আলোচনা কর।

পে-স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট 103.113.200.36/PAMS/ ICTUnit/Re-scruting.aspx থেকে online- এ আবেদন Form পূরন করে Payslip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন AMERICAN EXPRESS, VISA, DBBL NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে।

আরও পড়ুন :  ইংরেজি শেখার কার্যকরি ও সেরা ১০টি নিয়ম

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই ।

আরও পড়ুন :  চীনকে মোকাবিলায় ত্রিদেশীয় জোট

উল্লেখ্য, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্ৰ ৮০০/- (আটশত) টাকা ।

Leave a Reply