২০২০ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারসময়সূচী সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি

২০২০ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারসময়সূচী সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি

এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি শারীরিক শিক্ষা কলেজ,ঢাকা-এর অধ্যক্ষ, ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচী পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বি: দ্র :

স্বাস্থ্য বিধির কঠোর অনুশাসন মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

আরও পড়ুন :  নানান রূপে প্রাকৃতিক দুর্যোগ

কেন্দ্র কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে ।

পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd) রোল:/রেজি: বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে।

আরও পড়ুন :  উপমহাদেশের প্রথম নারী স্পিকার কে?

প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে । প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ।

পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হল ।

আরও পড়ুন :  ছবি আঁকা

Leave a Reply