বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষার যুগে কারেন্ট অ্যাফেয়ার্স তথা সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ে আপডেট থাকা অত্যন্ত জরুরি। ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তা থেকে বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) এখানে সংকলিত হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি বিশেষভাবে উপযোগী BCS, NTRCA, HSC, SSC, রেলওয়ে, ব্যাংকিং এবং অন্যান্য চাকরির পরীক্ষার্থীদের জন্য।
এই সংকলনে প্রতিটি প্রশ্নের উত্তর নিচে পিডিএফ ফাইলে দেওয়া যাতে আপনি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারেন। আপনি যদি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজছেন এবং সেটিকে কুইজ আকারে অনুশীলন করতে চান, তাহলে এই লেখাটি আপনার জন্য একেবারে উপযুক্ত।
বাংলাদেশ বিষয়াবলী
১. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন?
ক) ২২
খ) ২৩
গ) ২৪
ঘ) ২৫
২. অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে?
ক) ড. খলিলুর রহমান
খ) ওয়াহিদউদ্দিন মাহমুদ
গ) চৌধুরী রফিকুল আবরার
ঘ) এম আমিনুল ইসলাম
৩. দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে LNG আমদানি করে?
ক) চীন ও মিসর
খ) রাশিয়া ও যুক্তরাষ্ট্র
গ) ওমান ও কাতার
ঘ) ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া
৪. দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কী?
ক) ফজলুল হক সেতু
খ) বঙ্গবন্ধু সেতু
গ) যমুনা সেতু
ঘ) কর্ণফুলী সেতু
৫. দেশের প্রথম টানেলের বর্তমান নাম কী?
ক) আবু সাঈদ সেতু
খ) কর্ণফুলী টানেল
গ) বঙ্গবন্ধু টানেল
ঘ) চট্টগ্রাম টানেল
৬. দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কী?
ক) মওলানা ভাসানী স্যাটেলাইট-১
খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
গ) বাংলাদেশ স্যাটেলাইট-১
ঘ) স্যাটেলাইট বিজয়-২৪
৭. জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি?
ক) কুর্ট ওয়াল্ডহেইম
খ) জাভিয়ের পেরেজ দ্য কুয়েলার
গ) কফি আনান
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
৮. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
ক) ১১৩টি
খ) ১১৪টি
গ) ১১৫টি
ঘ) ১১৬টি
৯. ১৭ মার্চ ২০২৫ সরকার ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে?
ক) গ্রামীণ ইউনিভার্সিটি
খ) রবীন্দ্র ইউনিভার্সিটি
গ) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
ঘ) তিস্তা ইউনিভার্সিটি
আন্তর্জাতিক বিষয়াবলী
১০. ১৩ মার্চ ২০২৫ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন?
ক) সিরিয়া
খ) সোমালিয়া
গ) মিয়ানমার
ঘ) ইয়েমেন
১১. এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বিচারের সম্মুখীন হন?
ক) মামুন আবদুল গাইয়ুম (মালদ্বীপ)
খ) আরিফ আলভী (পাকিস্তান)
গ) মাহিন্দা রাজাপাকসে (শ্রীলংকা)
ঘ) রদ্রিগো দুতার্তে (ফিলিপাইন)
১২. কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক) মার্ক কানি
খ) ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
গ) করিনা গোল্ড
ঘ) ফ্র্যাঙ্ক বেলিস
১৩. বিশ্বের বৃহত্তম আইসবার্গের (হিমশৈল) নাম কী?
ক) A23a
খ) B-15
গ) B-15A
ঘ) C-19
১৪. “Crude Oil (Vettriano)” চিত্রকর্মটির চিত্রকর কে?
ক) লিওনার্দো দ্য ভিঞ্চি
খ) জ্যাক ভেট্রিয়ানো
গ) ভিনসেট ভ্যানগগ
ঘ) পথশিল্পী ব্যাংকসি
১৫. আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল?
ক) ২০২৬ সাল
খ) ২০২৭ সাল
গ) ২০২৮ সাল
ঘ) ২০২৯ সাল
১৬. ২০২৫-২০৩৪ সাল কোন দশক?
ক) আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক
খ) Decade of Action for Cryospheric Sciences
গ) বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক
ঘ) উপরের সবগুলো
১৭. জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম কী?
ক) Reimei
খ) M Frontier
গ) El Capitan
ঘ) Fugaku
সংস্থা সদস্য
১৮. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য কত?
ক) ৯টি
খ) ৯৯টি
গ) ১০০টি
ঘ) ১০১টি
১৯. ১৩ ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ IHO’র ১০১তম সদস্যপদ লাভ করে?
ক) গাম্বিয়া
খ) অ্যাঙ্গোলা
গ) কিরিবাতি
ঘ) আলবেনিয়া
২০. ১৮ ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়?
ক) ব্রাজিল
খ) মিসর
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সিরিয়া
২১. ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি
২২. ২২ জানুয়ারি ২০২৬ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ ত্যাগ করবে?
ক) ইসরায়েল
খ) যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া
ঘ) ইরান
সংস্থার প্রধান
২৩. ১ এপ্রিল ২০২৫ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
খ) ফাতমা সামৌরা
গ) অ্যামি পোপ
ঘ) শার্লি আয়োরকর বোচওয়ে
২৪. আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?
ক) ক্রিস্টোফার গ্রিনউড
খ) নাওয়াফ সালাম
গ) পিটার টমকা
ঘ) ইউজি ইওয়াসাওয়া
২৫. ১৩ মার্চ ২০২৫ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) মাহমুদ আলী ইউসুফ
খ) ওমর কোনারে
গ) জিন পিং
ঘ) মুসা ফাকি
২৬. APEC’র বর্তমান নির্বাহী পরিচালক কে?
ক) ঝাং ইয়ান
খ) চোই সিওক ইয়ং
গ) মাইকেল টে
ঘ) জন হাওয়ার্ড
২৭. ১৪ মার্চ ২০২৫ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) মার্ক কার্নি
খ) জর্জিয়া মেলোনি
গ) শিগেরু ইশিবা
ঘ) কিয়ার স্টারমার
সম্মেলন
২৮. ২০তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ২২-২৩ সেপ্টেম্বর ২০২৫
খ) ২২-২৩ অক্টোবর ২০২৫
গ) ২২-২৩ নভেম্বর ২০২৫
ঘ) ২২-২৩ ডিসেম্বর ২০২৫
২৯. ২০তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) দক্ষিণ কোরিয়া
খ) ব্রাজিল
গ) জার্মানি
ঘ) দক্ষিণ আফ্রিকা
৩০. ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ২-৪ এপ্রিল ২০২৫
খ) ৫-৬ এপ্রিল ২০২৫
গ) ৭-৮ এপ্রিল ২০২৫
ঘ) ৯-১০ এপ্রিল ২০২৫
৩১. ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কাঠমান্ডু, নেপাল
খ) ঢাকা, বাংলাদেশ
গ) নয়াদিল্লি, ভারত
ঘ) ব্যাংকক, থাইল্যান্ড
রিপোর্ট-সমীক্ষা
৩২. ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) সুইডেন
গ) নিউজিল্যান্ড
ঘ) আইসল্যান্ড
৩৩. ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ইরান
খ) সুদান
গ) সিরিয়া
ঘ) আফগানিস্তান
৩৪. ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৭৫তম
খ) ৮০তম
গ) ১০০তম
ঘ) ১০৫তম
৩৫. বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
ক) শাদ
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) ভারত
৩৬. বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৩৭. বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি?
ক) বাগদাদ, ইরাক
খ) নয়াদিল্লি, ভারত
গ) ঢাকা, বাংলাদেশ
ঘ) আবুজা, নাইজার
৩৮. বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) পঞ্চম
৩৯. বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) চীন
৪০. বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) সৌদি আরব
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ইউক্রেন
ক্রীড়াঙ্গন
৪১. ২০২৫ সালের নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) ভারত
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) ইংল্যান্ড
৪২. ১৪তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক) ২৩-৩১ জানুয়ারি ২০২৬
খ) ২০-২৮ ফেব্রুয়ারি ২০২৬
গ) ২৩-৩১ মার্চ ২০২৬
ঘ) ২২-৩০ এপ্রিল ২০২৬
৪৩. ১৪তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লাহোর
খ) ফয়সালাবাদ
গ) ইসলামাবাদ
ঘ) উপরের সকল স্থানে
৪৪. ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
ক) ১৪ এপ্রিল-১৩ মে ২০২৫
খ) ১৪ মে-১৩ জুন ২০২৫
গ) ১৪ জুন-১৩ জুলাই ২০২৫
ঘ) ১৪ জুলাই-১৩ আগস্ট ২০২৫
৪৫. ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ব্রাজিল
খ) যুক্তরাষ্ট্র
গ) আর্জেন্টিনা
ঘ) স্পেন
৪৬. ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নিবে?
ক) ১২
খ) ২২
গ) ২৮
ঘ) ৩২
বিবিধ
৪৭. ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন?
ক) ৭
খ) ৯
গ) ১১
ঘ) ১৩
৪৮. ২০২৫ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
ক) Conclave
খ) The Brutalist
গ) A Complete Unknown
ঘ) Anora
৪৯. ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’-এর লেখক কে?
ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
গ) ড. আসিফ নজরুল
ঘ) মো. মাহফুজ আলম
৫০. বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি?
ক) কিওরি পেত্রা উও
খ) ম্রো রূপকথা
গ) ক্লোবং স্লা
ঘ) উপরের সবগুলো
CLICK HERE TO ANSWER |
এই ৫০টি MCQ-ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন শুধু জানার ক্ষেত্রেই নয়, আপনার প্রস্তুতির মানও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। প্রতিটি প্রশ্ন নির্বাচন করা হয়েছে গভীর বিশ্লেষণ এবং সাম্প্রতিক প্রাসঙ্গিকতার ভিত্তিতে, যাতে আপনি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করতে পারেন। নিয়মিতভাবে এই ধরনের MCQ অনুশীলন করলে আপনি নিজের জেনারেল নলেজ স্কিলকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন।
সাম্প্রতিক ঘটনাবলির উপর ভিত্তি করে তৈরি আরও কুইজ ও PDF ফাইল পেতে আমাদের সাইট বা অ্যাপে নিয়মিত ভিজিট করুন।