সাধারণ বিজ্ঞান থেকে ২০০ টি প্রশ্ন ও উত্তর একসাথে পড়ুন [PDF]

Preparation BD
By -
0

সাধারণ বিজ্ঞান থেকে ২০০ টি প্রশ্ন ও উত্তর একসাথে পড়ুন [PDF] এক সাথে দেওয়া হলো। চাইলে আপনি পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। নিচের পিডিএফ লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

পিডিএফ লিঙ্ক

প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।

প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
উত্তর : ট্যাকোমিটার।

প্রশ্ন : এনজিও প্লাষ্টি হচ্ছে
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

প্রশ্ন : কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য
উত্তর : লৌহ।

প্রশ্ন : কম্পিউটার আবিষ্কার করেন
উত্তর : হাওয়ার্ড এইকিন।

প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা
উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।

প্রশ্ন : কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে
উত্তর : পেট্রোল ইঞ্জিনে।

প্রশ্ন : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসাবে।

প্রশ্ন : ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম
উত্তর : ডলি।

প্রশ্ন : ‘গ্যালিলিও’ হলো
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

প্রশ্ন : গ্লিসারিন দ্রবীভূত হয় না
উত্তর : পানিতে।

প্রশ্ন : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ
উত্তর : চাঁদে বায়ুমণ্ডল নেই।

প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক
উত্তর : বায়ু কুঠুরী থাকে।

প্রশ্ন : জোয়ার ভাটার তেজকটাল হয়
উত্তর : অমাবস্যায়।

প্রশ্ন : টুথপেষ্টের প্রধান উপাদান
উত্তর : সাবান ও পাউডার।

প্রশ্ন : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
উত্তর : সিলিকন চিপ।

প্রশ্ন : তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
উত্তর : দস্তা (জিঙ্ক)।

প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায়।

প্রশ্ন : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ
উত্তর : আলোর প্রতিসরণ।

প্রশ্ন : ‌‌‘পিসি কালচার’ বলতে বুঝায়
উত্তর : মৎস্য চাষ।

প্রশ্ন : বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের
উত্তর : প্রতিধ্বনি শুনে।

প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর
উত্তর : ৫ জুন।

প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি
উত্তর : টাংষ্টেন।

প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তর : সিসমোগ্রাফ।

প্রশ্ন : মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান
উত্তর : ভাইকিং।

প্রশ্ন : মাছ অক্সিজেন নেয়
উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

প্রশ্ন : মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর
উত্তর : মেলানিন।

প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।

প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়
উত্তর : সূর্য গ্রহণ।

প্রশ্ন : যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে
উত্তর : ভিটামিন ‘K’।

প্রশ্ন : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
উত্তর : দর্পণ।

প্রশ্ন : যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়
উত্তর : ইনসুলিন।

প্রশ্ন : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়
উত্তর : গামা রশ্মি।

প্রশ্ন : রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ
উত্তর : ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।

প্রশ্ন : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
উত্তর : অডিও মিটার।

প্রশ্ন : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
উত্তর : ১০ নিউটন।

প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা
উত্তর : ফ্যাদোমিটার।

প্রশ্ন : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়
উত্তর : সবুজ আলোতে।

প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়
উত্তর : অবতল।

প্রশ্ন : CNG -এর অর্থ কমপ্রেস করা
উত্তর : প্রাকৃতিক গ্যাস।

প্রশ্ন : অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উত্তর : ১৯৮১ সালে

প্রশ্ন : অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : লাল করে

প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন ?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর : মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

প্রশ্ন : আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড

প্রশ্ন : আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : চার্লস ব্যাবেজ

প্রশ্ন : আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : সালিক অ্যাসিড

প্রশ্ন : আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : অক্সালিক অ্যাসিড

প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তর : পেপসিন

প্রশ্ন : আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর : সিলভারের

প্রশ্ন : আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : কঠিন অবস্থায়

প্রশ্ন : আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তর : কয়লা

প্রশ্ন : আলোর গতির আবিস্কারক কে ?
উত্তর : এ মাইকেলসন

প্রশ্ন : ইউরোসিল কোথায় থাকে?
উত্তর : RNA তে।

প্রশ্ন : ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তর : অগ্নাশয়ে

প্রশ্ন : ইন্টারফেরন কি?
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

প্রশ্ন : ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তর : জন থম্পসন

প্রশ্ন : ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর : কার্বন

প্রশ্ন : ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর : ০.১৫ – ১.৫ %

প্রশ্ন : উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : মাংশ

প্রশ্ন : উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর : গ্রাফাইট

প্রশ্ন : ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তর : মিথাইল এলকোহল

প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর : ট্যাকমিটার

প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
উত্তর : থিও ফ্রাসটাস

প্রশ্ন : উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তর : Cycas .

প্রশ্ন : উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তর : ফুল

প্রশ্ন : একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর : ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

প্রশ্ন : এটম বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : অটোহ্যান

প্রশ্ন : এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
উত্তর : আমাশয়

প্রশ্ন : এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
উত্তর : ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি

প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
উত্তর : ক্যালসিয়াম অক্্রলিক

প্রশ্ন : কচু শাকে কি বেশি থাকে ?
উত্তর : লৌহ

প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিবহন পদ্ধতিতে

প্রশ্ন : কফিতে কোন উপাদান থাকে ?
উত্তর : ক্যাফেইন

প্রশ্ন : কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তর : এসকরবিক অ্যাসিড

প্রশ্ন : কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : বাড়ে

প্রশ্ন : কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : হাওয়ার্ড এইকিন

প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর : ৩ টি

প্রশ্ন : কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর : করপিক্রিন

প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তর : বালি

প্রশ্ন : কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর : ইন্টারফেরণ প্রয়োগ

প্রশ্ন : কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উত্তর : সিনকোনা

প্রশ্ন : কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার

প্রশ্ন : কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর : বেটসন ( ১৯০৮ সালে।

প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর : ত্বকের

প্রশ্ন : কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তর : গ্রাফাইট

প্রশ্ন : কোন উদ্ভিদ আমিষ
উত্তর : ডাল

প্রশ্ন : কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর : লাইগেজ।

প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর : এবি গ্রুপ কে

প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর : ও গ্রুপ

প্রশ্ন : কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তর : গরুর

প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর : শুশুক .

প্রশ্ন : কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর : তামা

প্রশ্ন : কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর : পুরুষ

প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর : কঠিন মাধ্যমে

প্রশ্ন : কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : ব্রোমিন

প্রশ্ন : কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : পারদ

প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর : কালো

প্রশ্ন : কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর : প্লাটিপাস

প্রশ্ন : কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর : পরমানুর প্রোটন সংখ্যা

প্রশ্ন : কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর : নিউক্লিয়াস

প্রশ্ন : ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উত্তর : নিউটন

প্রশ্ন : ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উত্তর : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ

প্রশ্ন : ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ?
উত্তর : ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন

প্রশ্ন : ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তর : ডলি .

প্রশ্ন : ক্লোনিং কত প্রকার?
উত্তর : ৩ প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।

প্রশ্ন : ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : গ্যাসীয় অবস্থায়

প্রশ্ন : ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-কে

প্রশ্ন : ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : নীল করে

প্রশ্ন : খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
উত্তর : শুটকি মাছে

প্রশ্ন : খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড

প্রশ্ন : গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর : আয়োডিনের অভাবে

প্রশ্ন : গ্যাভানাইজিং কী ?
উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ

প্রশ্ন : গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর : সাদা

প্রশ্ন : চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তর : বাতাস নেই বলে

প্রশ্ন : চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উত্তর : অ্যাপোলো -১১

প্রশ্ন : চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উত্তর : নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন

প্রশ্ন : চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উত্তর : ২১ জুলাই , ১৯৬৯ সালে

প্রশ্ন : চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তর : থিন

প্রশ্ন : চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তর : মেরু বিন্দুতে

প্রশ্ন : জীনের রাসায়নিক গঠন কী ?
উত্তর : ডি এন এ

প্রশ্ন : জীব RNA কোষে কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার। rRNA, mRNA, tRNA.

প্রশ্ন : জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?
উত্তর : জীন

প্রশ্ন : জীব দেহের শক্তির উত্স কী ?
উত্তর : খাদ্য

প্রশ্ন : জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
উত্তর : ট্রান্সজেনিক প্রানী

প্রশ্ন : জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
উত্তর : অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল

প্রশ্ন : জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তর : এরিস্টটল .

প্রশ্ন : জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?
উত্তর : ফরমালিন

প্রশ্ন : জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তর : ভন লিউয়েন হুক .

প্রশ্ন : জীবের বংশ গতির একক কোনটি ?
উত্তর : জিন

প্রশ্ন : টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উত্তর : সাবান ও পাউডার

প্রশ্ন : টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তর : জন এল বেয়ার্ড

প্রশ্ন : টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট

প্রশ্ন : ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : মলিকুলার ফার্মিং

প্রশ্ন : ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তর : ভিটামিন বি১২

প্রশ্ন : ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
উত্তর : ইনসুলিন

প্রশ্ন : ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
উত্তর : ৯৯.৯%

প্রশ্ন : ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তর : কঠিন কার্বন ডাই অক্সাইড কে

প্রশ্ন : তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
উত্তর : কেঁচো .

প্রশ্ন : তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : কমে

প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিচলন পদ্ধতিতে

প্রশ্ন : তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
উত্তর : নিকোটিন

প্রশ্ন : তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উত্তর : ব্রোঞ্জ

প্রশ্ন : তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উত্তর : পিতল

প্রশ্ন : তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড

প্রশ্ন : থাইমিন কোথায় থাকে?
উত্তর : ডিএনএ।

প্রশ্ন : দই কি ?
উত্তর : দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া

প্রশ্ন : দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
উত্তর : টেসটেস্টোরেন হরমোন

প্রশ্ন : দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
উত্তর : কনস

প্রশ্ন : দুধে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : ল্যাকটিক অ্যাসিড

প্রশ্ন : দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উত্তর : ল্যাকটোমিটার

প্রশ্ন : দুধের প্রোটিনের নাম কী ?
উত্তর : কেজিন

প্রশ্ন : দুধের শর্করাকে কী বলে ?
উত্তর : ল্যাকটোজ

প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : বেগুনী

প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : লাল

প্রশ্ন : নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
উত্তর : ফুয়েল সেল

প্রশ্ন : নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
উত্তর : ধমনীর মাধ্যমে

প্রশ্ন : নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর : নারীর

প্রশ্ন : নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৮ সালে

প্রশ্ন : নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : যুক্তরাষ্টের ফ্লোরিডায়

প্রশ্ন : নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তর : চ্যোডইউক

প্রশ্ন : নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উত্তর : ফুসফুসে

প্রশ্ন : নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : ডাল

প্রশ্ন : পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর : নিউট্রন

প্রশ্ন : পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তর : প্রোটন ও নিউট্রন

প্রশ্ন : পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : ইলেকট্রন

প্রশ্ন : পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : প্রোটন

প্রশ্ন : পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উত্তর : ইলেকট্রন

প্রশ্ন : পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : ওপেন হেমার

প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

প্রশ্ন : পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
উত্তর : Y ক্রোমোজম

প্রশ্ন : পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
উত্তর : নিউরন

প্রশ্ন : পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর : ১১৮টি

প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উত্তর : শূন্য

প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
উত্তর : বামন চিকা .

প্রশ্ন : পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
উত্তর : সুইফট বার্ড

প্রশ্ন : পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উত্তর : উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)

প্রশ্ন : পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন : পেসমেকার কে আবিস্কার করেন ?
উত্তর : জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে

প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উত্তর : ৭০ টি

প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তর : ৯২ টি

প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উত্তর : ৫০ টি

প্রশ্ন : প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উত্তর : হীরা

প্রশ্ন : প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তর : ৭২ বার

প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উত্তর : লেডী এ্যাডো অগাস্টা

প্রশ্ন : প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তর : মিথেন

প্রশ্ন : প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তর : কেঁচো .

প্রশ্ন : প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তর : মাইটোকন্ড্রিয়া

প্রশ্ন : প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-ই

প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

প্রশ্ন : প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উত্তর : রাদারফোর্ড

প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

প্রশ্ন : ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তর : ৯৮.৪ ডিগ্রী

প্রশ্ন : ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তর : মাছ .

প্রশ্ন : বংশ গতিবিদ্যার জনক কে ?
উত্তর : মেন্ডেল

প্রশ্ন : বংশগতির ভৌত ভিত্তি কে?
উত্তর : ক্রোমোজোম

প্রশ্ন : বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
উত্তর : ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।

প্রশ্ন : বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
উত্তর : ৩ টি

প্রশ্ন : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
উত্তর : রাজ কাঁকড়া

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !