Primary teacher exam general knowledge Bangladesh affairs
Primary teacher exam general knowledge Bangladesh affairs
প্রশ্ন : বাঙালি জাতি গড়ে উঠেছে
উত্তর : অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
প্রশ্ন : বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল
উত্তর : বঙ্গ।
প্রশ্ন : বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশােধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়
উত্তর : দ্বাদশ।
প্রশ্ন : পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর : ২ ডিসেম্বর ১৯৯৭।
প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন
উত্তর : মুহিতুল ইসলাম।
প্রশ্ন : বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে
উত্তর : ১৫৩টি।
প্রশ্ন : বাংলাদেশের যে শিল্পী ‘পটুয়া’ নামে পরিচিত
উত্তর : কামরুল হাসান।
প্রশ্ন : সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন
উত্তর : পদার্থবিদ।
প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে
উত্তর : ১৯৫৪ সাল পর্যন্ত।
প্রশ্ন : বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল
উত্তর : বর্ধমান হাউজ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ অবস্থিত
উত্তর : রংপুর সেনানিবাসে।
প্রশ্ন : বাংলাদেশের যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে
উত্তর : রাঙামাটি।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল
উত্তর : ৮ ফাল্গুন ১৩৫৮।
প্রশ্ন : পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট গঠিত হয়
উত্তর : ১৯৫৩ সালে।
প্রশ্ন : বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম
উত্তর : বানৌজা পদ্মা।
প্রশ্ন : বাংলাদেশ ওশানােগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত
উত্তর : রামু, কক্সবাজার।
প্রশ্ন : প্রাচীন প্রন্ড্রবর্ধন অবস্থিত
উত্তর : মহাস্থানগড়।
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন : জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা
উত্তর : ৭টি।
প্রশ্ন : গােলআলু বাংলাদেশে আনা হয়
উত্তর : ইউরােপের হল্যান্ড থেকে।
প্রশ্ন : সূর্য কন্যা বলা হয়
উত্তর : তুলা গাছকে।
প্রশ্ন : বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি
উত্তর : সুন্দরবন।
প্রশ্ন : ‘গারাে’ জাতিসত্তার পরিবার কাঠামাে
উত্তর : মাতৃতান্ত্রিক।
প্রশ্ন : শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : Stop Genocide প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন
উত্তর : জহির রায়হান।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইকোপার্কটি অবস্থিত
উত্তর : সীতাকুণ্ড, চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশ বিমানের প্রতীক
উত্তর : বলাকা।
প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়
উত্তর : হুন শক্তির দ্বারা।
প্রশ্ন : সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন
উত্তর : ইলিয়াস শাহ।
প্রশ্ন : সতীদাহ প্রথা বিলোপ করেন
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিং।
প্রশ্ন : মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়
উত্তর : ওমান।
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয়
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।
প্রশ্ন : মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ
উত্তর : শাল।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা
উত্তর : যমুনা সার কারখানা, জামালপুর।
প্রশ্ন : বাংলাদেশের পাহাড়শ্রেণি যে ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ
উত্তর : টারশিয়ারী যুগের।
প্রশ্ন : United Nations Public Service Award 2020 লাভ করে বাংলাদেশের যে মন্ত্রণালয়
উত্তর : ভূমি মন্ত্রণালয়।
প্রশ্ন : DNA ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধানু কার্যালয় অবস্থিত
উত্তর : ঢাকা।
প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে
উত্তর : ৫৪টি।
প্রশ্ন : তিস্তা বাধ বাংলাদেশের যে জেলায় অবস্থিত
উত্তর : লালমনিরহাট।
প্রশ্ন : ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়
উত্তর : ১৮৫৭ সালে।
প্রশ্ন : জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার অবস্থিত
উত্তর : কালিয়াকৈর, গাজীপুর।