২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারি হবে। তো চলুন সাধারণ জ্ঞানগুলো পড়ি। আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন।
২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান
প্রশ্ন : মেট্রোরেল এর অর্থায়নের উৎস
উত্তর : বাংলাদেশ ও জাপান।
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান। আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল।
প্রশ্ন : কোন পদটি সাংবিধানিক পদ নয়?
উত্তর : চেয়ারম্যান, মানবাধিকার কমিশন।
প্রশ্ন : একটি বাড়ি একটি খামার’ প্রকল্প কবে থেকে চালু হয়?
উত্তর : ১৯৯৬ সাল।
প্রশ্ন : ‘Montreal Protocol’ হলাে—
উত্তর : ওজোন স্তর রক্ষা করার জন্য – একটি আন্তর্জাতিক চুক্তি।
প্রশ্ন : মেট্রোরেল এর প্রতি ঘণ্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে
উত্তর : ৬০,০০০ যাত্রী।
প্রশ্ন : বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিওভেরেনজি ছিলেন—
উত্তর : ইতালির নাগরিক।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
প্রশ্ন : স্বাধীনতা সগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি?–
উত্তর : ১০ নম্বর সেক্টর।
প্রশ্ন : ‘টাইগার হিল’ কোথায় অবস্থিত?
উত্তর : দার্জিলিং।
প্রশ্ন : বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়ােগদান করেন
উত্তর : রাষ্ট্রপতি।
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব?—
উত্তর : অ্যান্টেনিও গুতেরেস।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়
উত্তর : বীর প্রতীক।
সাধারণ জ্ঞান নিয়ে আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ কি?
উত্তর : গেরিলা সংস্থা।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্ন : সমতট জনপদ কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা অঞ্চলে।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে-
উত্তর : ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০১১।
প্রশ্ন : জেল হত্যা দিবস কবে?
উত্তর : ৩ নভেম্বর।
প্রশ্ন : LUFTHANSA কি?
উত্তর : জার্মানির বিমান সংস্থা।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জীবনে মােট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
উত্তর : প্রায় ১৩ বছর।
প্রশ্ন : কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
উত্তর : চীন ও নেপাল।
প্রশ্ন : শেখ রাসেল দিবস পালিত হয়—
উত্তর : ১৮ অক্টোবর।
প্রশ্ন : পদ্মা সেতুতে মােট পিলার এর সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?
উত্তর : ডিসেম্বর, ২০১৪।
প্রশ্ন : কোন নেতাকে ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়?
উত্তর : নেলসন ম্যান্ডেলা।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনীর উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার।
সাধারণ জ্ঞান নিয়ে আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : UNESCO-এর প্রতিষ্ঠাকাল?
উত্তর : ৪ নভেম্বর, ১৯৪৬।
প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর : ৫ জুন।
প্রশ্ন : আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
উত্তর : বেদ।
প্রশ্ন : বাংলার প্রাচীন জনপদ কোনটি?
উত্তর : পুন্ড্র
প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন : ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তর : ৩টি। |
প্রশ্ন : প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
উত্তর : কুমিল্লা ও নােয়াখালী।
প্রশ্ন : Untranquil Recollections The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
উত্তর : রেহমান সােবহান।
প্রশ্ন : ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর : ৮ নম্বর।
প্রশ্ন : নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
উত্তর : ২০১৫।
প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তর : ২৮(২)।
প্রশ্ন : ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
উত্তর : বৌদ্ধধর্ম।
প্রশ্ন : প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?
উত্তর : বিরােধী দল।
প্রশ্ন : ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
উত্তর : মােহাম্মদ হানিফ।
প্রশ্ন : বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তর : ১৯৯৮।
প্রশ্ন : একনেক (ECNEC)-এর প্রধান কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
প্রশ্ন : ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
উত্তর : গম।
সাধারণ জ্ঞান থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
উত্তর : ২০০৯।
প্রশ্ন : ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—
উত্তর : আবদুল্লাহ মােহাম্মদ সাদ।
প্রশ্ন : নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
উত্তর : জনসংখ্যা গবেষণা।
প্রশ্ন : ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : রাজশাহী-দিনাজপুর।
প্রশ্ন : ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
উত্তর : তামাক।
প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর : ৮৭।
প্রশ্ন : কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ইনসেপটা।
প্রশ্ন : বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৪।
প্রশ্ন : বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তর : ১৮।
প্রশ্ন : বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন
উত্তর : অ্যাটর্নি জেনারেল।
প্রশ্ন : কোনটি সাংবিধানিক পদ নয়?
উত্তর : চেয়ারম্যান, মানবাধিকার কমিশন।
প্রশ্ন : বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
উত্তর : এ. কে. এম. আব্দুর রউফ।
প্রশ্ন : বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
উত্তর : ২ টাকা।
প্রশ্ন : সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
উত্তর : স্টক মার্কেট।
প্রশ্ন : বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
উত্তর : মূল্য সংযােজন কর ।
প্রশ্ন : মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম
উত্তর : ন্যাশনাল ইউনিটি সরকার।
প্রশ্ন : কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
উত্তর : কম্বােডিয়া ।
প্রশ্ন : নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
উত্তর : ভারত-চীন।
প্রশ্ন : বাংলাদেশ কোনটির সদস্য নয়?
উত্তর : OAS।
প্রশ্ন : চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
উত্তর : মিং-ক্লাস।
প্রশ্ন : জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে।
প্রশ্ন : নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
উত্তর : আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)।
প্রশ্ন : United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়
উত্তর : গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
পড়ুন সাধারণ জ্ঞান নিয়ে আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
উত্তর : World Bank.
প্রশ্ন : চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম–
উত্তর : উইঘুর ।
প্রশ্ন : জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
উত্তর : ১৭।
প্রশ্ন : Trafalgar Square-এর অবস্থান।
উত্তর : ইংল্যান্ডে।
প্রশ্ন : মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়—
উত্তর : মধ্য আমেরিকায়।
প্রশ্ন : বিশ্ব মানবাধিকার দিবস
উত্তর : ১০ ডিসেম্বর।
প্রশ্ন : আকাবা একটি—
উত্তর : সমুদ্র বন্দর।
প্রশ্ন : ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
উত্তর : UNIIMOG.
প্রশ্ন : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর : ১৫ সেপ্টেম্বর।
প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : The lady with the Lamp নামে পরিচিত
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
প্রশ্ন : নিম্নের কোন দুর্যোগ hydro-meteoro logical দুর্যোগ হিসেবে পরিচিত?
উত্তর : বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস
প্রশ্ন : বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
উত্তর : কুমিল্লা।
প্রশ্ন : নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
উত্তর : উত্তর-পূর্বাঞ্চল।
প্রশ্ন : ‘সােয়াচ অব নাে গ্রাউন্ড’ কী?
উত্তর : সাবমেরিন ক্যানিয়ন।