অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

খাদ্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ০৫ নভেম্বর ২০২১। আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। তো চলুন প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেওয়া যাক।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কোন পদটি সাংবিধানিক পদ নয়?
উত্তর : চেয়ারম্যান, মানবাধিকার কমিশন।

প্রশ্ন : OMS stands for
উত্তর : Open Market Sale.

প্রশ্ন : একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
উত্তর : ১২ টাকা।

প্রশ্ন : একটি বাড়ি একটি খামার’ প্রকল্প কবে থেকে চালু হয়?
উত্তর : ১৯৯৬ সাল।

প্রশ্ন : The word ‘idolize’ is-
উত্তর : a verb।

প্রশ্ন : The passive structure of ‘They pleased us’ is
উত্তর : We are pleased with them

প্রশ্ন : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর : প্রাতিপদিক।

প্রশ্ন : She said, “We are going – implement the Mujib Climate Prosperity Plan”.
উত্তর : to!

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সে.মি. প্রস্থ এবং ১ মিটার উচ্চতা। বাক্সটির আয়তন কত?
উত্তর : ৩ ঘনমিটার।।

প্রশ্ন : প ফ ব ভ ম- এগুলাে কী ধরনের বর্ণ?
উত্তর : ওষ্ঠ্য বর্ণ।

প্রশ্ন : ‘সপ্তাহ’ কি ধরনের সংখ্যা?
উত্তর : পরিমাদাচক সংখ্যা।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২।

প্রশ্ন : What is the antonym of ‘pale’?
উত্তর : Joyful.

প্রশ্ন : সমতট জনপদ কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা অঞ্চলে।

প্রশ্ন : Cos এর সর্বনিম্ন মান কত?
উত্তর : -1।

প্রশ্ন : কোনটি শুদ্ধ শব্দ?
উত্তর : ন্যূনতম।

প্রশ্ন : কোন বাক্যে অসমান কর্তা আছে?
উত্তর : সে এলে আমি যাব।

প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে-
উত্তর : ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : জেল হত্যা দিবস কবে?
উত্তর : ৩ নভেম্বর।

প্রশ্ন : ‘হাত’ কী ধরনের শব্দ?
উত্তর : তদ্ভব।

অফিস সহকারী কাম কম্পিউটার  পদের আরো কিছু প্রশ্ন

প্রশ্ন : নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
উত্তর : ৭৫ -৫৭।

প্রশ্ন : Which has correct spelling?
উত্তর : Hippopotamus

প্রশ্ন : Which one is correct?
উত্তর : Do I actually get a pay check? |

প্রশ্ন : ‘বিনয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : ঔদ্ধত্য।

প্রশ্ন : ‘Improvement means
(ক) advancement
(খ) betterment
(গ) preference
(ঘ) promotion
[Note : প্রশ্নে উল্লিখিত অপশনগুলির মধ্যে ক, খ ও ঘ তিনটি সঠিক উত্তর]

প্রশ্ন : “আমরা তখন রােজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম”—বাক্যটি কোন কাল?
উত্তর : নিত্যবৃত্ত অতীত।

প্রশ্ন : ‘রক্ষকই ভক্ষক’ কোন জাতীয় বাক্য?
উত্তর : সরল বাক্য।

প্রশ্ন : The antonym of coercive is
উত্তর : Gentle

প্রশ্ন : তবু যেন তা মধুতে মাখা—কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : করণে সপ্তমী।

প্রশ্ন : দেশি উপসর্গ কোনটি?
উত্তর : অকাজ।

প্রশ্ন : তেইশ নম্বর তৈল চিত্র’ কোন ধরনের রচনা?
উত্তর : উপন্যাস।

প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস কবে?—
উত্তর : ৫ জুন।

প্রশ্ন : ‘সবিতা’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর : সূর্য।

প্রশ্ন : The verb form of the word ‘friend’
উত্তর : befriend.

প্রশ্ন : Karim always runs quite fast. Here always is
উত্তর : Adverb.

প্রশ্ন : সার্কের সদস্য দেশ কয়টি?
উত্তর : ৮।

প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি?
উত্তর : ১০।

প্রশ্ন : বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম | কি?
উত্তর : অ্যান্টনিও গুতারেস।

প্রশ্ন : বৃহস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : বৃহৎ+পতি।

অফিস সহকারী কাম কম্পিউটার  পদের আরো কিছু প্রশ্ন

প্রশ্ন : ‘N’ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যােগফল কত?
উত্তর : N2।

প্রশ্ন : Synonym of Altruistic is-
উত্তর : Benevolent

প্রশ্ন : Identify the right passive voice of ‘It is impossible to do this’.
উত্তর : This is ‘impossible to be done !

প্রশ্ন : সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
উত্তর : যদি বিন্দুগুলাে সমরেখ না হয়।

প্রশ্ন : — he nor his brothers have done the work. Which is correct in the blank?
উত্তর : Neither।

প্রশ্ন : অর্থ অনর্থ ঘটায়’-এর কারক ও বিভক্তি কী?
উত্তর : কর্তায় শূন্য।

প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।

প্রশ্ন : আবু গারিব বলতে কি বুঝায়?
উত্তর : একটি জেলখানা।

প্রশ্ন : COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
উত্তর : গ্লাসগাে।

প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : The British rule came to an end–1947.
উত্তর : in.

প্রশ্ন : ‘ভােরের পাখি’ কার ছদ্মনাম?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন : ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
উত্তর : বায়ান্নর ভাষা আন্দোলন।

প্রশ্ন : Who is the famous satirist in English literature?
উত্তর : Jonathan Swift

প্রশ্ন : Maiden speech’ means
উত্তর : The first speech

প্রশ্ন : What is the meaning of the idiom “a round dozen”?
উত্তর : A full dozen.

প্রশ্ন : The synonym of ‘inception’ is-
উত্তর : Outset.

প্রশ্ন : ‘কেঁচে গণ্ডুষ’ শব্দটির অর্থ কী?
উত্তর : পুনরায় আরম্ভ।

প্রশ্ন : I saw-one-eyed man when I was walking on the road.
উত্তর : a.

প্রশ্ন : The word majority stands for-
উত্তর : Greater number

অফিস সহকারী কাম কম্পিউটার  পদের আরো কিছু প্রশ্ন

প্রশ্ন : He had written the book before he-
উত্তর : retired.

প্রশ্ন : (x + 2)(x – 3) = 0 হলে x এর | মান কত?
উত্তর : -2 অথবা 3।

প্রশ্ন : একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?
উত্তর : প্রবৃদ্ধ কোণ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক ১ম উপন্যাস কোনটি?
উত্তর : রাইফেল রােটি আওরাত।

প্রশ্ন : দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
উত্তর : সমান।

প্রশ্ন : প্রথম ১০০টি স্বাভাবিক সংখ্যার যােগফল কত?
উত্তর : ৫০৫০।

প্রশ্ন : শহীদ শেখ রাসেল এর জন্ম তারিখ কোনটি?
উত্তর : ১৮ অক্টোবর, ১৯৬৪।

প্রশ্ন : ‘মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ এর বাক্য সংকোচন কি?
উত্তর : মেঘমেদুর ।

প্রশ্ন : p + q = 5 এবং p – q = 3 হলে pq এর মান কত?
উত্তর : 4.

প্রশ্ন : ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
উত্তর : ৮.

প্রশ্ন : “বিরানব্বই’ কোন সমাস?
উত্তর : নিত্য সমাস।

প্রশ্ন : Which is the superlative degree of “dirty”?
উত্তর : Dirtiest

প্রশ্ন : ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের রচনা?
উত্তর : প্রহসন।

প্রশ্ন : Make a comparison- the four girls.
উত্তর : among.

প্রশ্ন : কোনটি সরল কোণ?
উত্তর : 180°

প্রশ্ন : কোনটি সাধিত ধাতু?
উত্তর : পড়।

প্রশ্ন : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাসমূহকে কী বলা হয়?
উত্তর : পূর্ণ সংখ্যা।

প্রশ্ন : I have not heard from him –
উত্তর : for a long time!

প্রশ্ন : শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা ৩ বছরে সুদে আসলে কত হবে?
উত্তর : ১৩৮ টাকা।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উত্তর : শেখ হাসিনা।

অফিস সহকারী কাম কম্পিউটার  পদের আরো কিছু প্রশ্ন

প্রশ্ন : ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
উত্তর : ৮৪ টাকা।

প্রশ্ন : বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
উত্তর : শেষে।

প্রশ্ন : ভাষার মূল উপকরণ কী?
উত্তর : বাক্য।

প্রশ্ন : বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কোনটি?
উত্তর : ২৫টি।

প্রশ্ন : ১৬:২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়ােগ করলে অনুপাতের মান ২ হবে?
উত্তর : ৭।

প্রশ্ন : বর্ণচোরা’ কোন ধরনের সমাস?
উত্তর : উপপদ তৎপুরুষ।

প্রশ্ন : কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়?
উত্তর : যখন-তখন।

প্রশ্ন : লাহাের প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তর : ১৯৪০।

প্রশ্ন : He — reached the station by 10 p.m.
উত্তর : will have

প্রশ্ন : What is the meaning of silver tongue”?
উত্তর : A person who speaks sweetly

প্রশ্ন : I am looking forward to – you.
উত্তর : seeing !

প্রশ্ন : 3x + 3x + 3x = কত?
উত্তর : 3x+1

প্রশ্ন : মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
উত্তর : শেখ হাসিনা।

প্রশ্ন : The plural form of phenomenon is-
উত্তর : phenomena

প্রশ্ন : রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
উত্তর : ৬ দিন।

প্রশ্ন : Find out the noun?
উত্তর : Wonder.

প্রশ্ন : ‘Proclaim’ means
ক) pronounce
খ) circulate
গ) declare
ঘ) announce
[Note: প্রশ্নে উল্লিখিত অপশনগুলির মধ্যে খ ও গ উভয়ই সঠিক উত্তর)

প্রশ্ন : পরস্পরছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন। করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?
উত্তর : 360°।

প্রশ্ন : ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
উত্তর : শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়।

প্রশ্ন : তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ কার উক্তি?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর : ১১টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !