মুজিববর্ষ সম্পর্কে সাধারন জ্ঞান

Preparation BD
By -
0

মুজিববর্ষ সম্পর্কে সাধারন জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ্গ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন মুজিব শতবর্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছূ সাধারণ জ্ঞান পড়ে নেওয়া যাক।

মুজিববর্ষ সম্পর্কে সাধারন জ্ঞান

প্রশ্ন : মুজিববর্ষ কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘােষিত বর্ষ। অর্থাৎ জাতির পিতার জন্মের ১০০তম বছর পূর্তি উপলক্ষে এক বছরই মুজিববর্ষ।

প্রশ্ন : কে কবে মুজিববর্ষ ঘােষণা করেন?
উত্তর : শেখ হাসিনা; ১২ জানুয়ারি ২০১৯।

প্রশ্ন : মুজিববর্ষের সময়কাল কত?
উত্তর : ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি কে?
উত্তর : অধ্যাপক রফিকুল ইসলাম।

প্রশ্ন : মুজিববর্ষের লােগাে ডিজাইনার কে?
উত্তর : শিল্পী সব্যসাচী হাজরা।

প্রশ্ন : মুজিববর্ষের থিম সং কী ও এর গীতিকার কে?
উত্তর : তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। গীতিকার— ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রশ্ন : মুজিববর্ষের থিম সং-এর কণ্ঠশিল্পী ছিলেন কে?
উত্তর : বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ ২০ জন।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?
উত্তর : ১০ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার নাম কী?
উত্তর : বাবা; রচয়িতা—শেখ রেহানা।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মক্ষণের সাথে মিল রেখে ১৭ মার্চ ২০২০ রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে (BTV) অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম কী?
উত্তর : মুক্তির মহানায়ক।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইনস্টিটিউটের সূচনা হয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি; সূচনা হয়। ১৪ জুলাই ২০২০।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর প্রথম পরিচালক কে?
উত্তর : অধ্যাপক ড. ফকরুল আলম।

প্রশ্ন : মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ১৭-২৬ মার্চ ২০২১ অনুষ্ঠানমালায় কতটি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান বাংলাদেশে আগমন করেন?
উত্তর : ৫টি— মালদ্বীপ, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলংকা।

প্রশ্ন : বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক’ কোথায় অবস্থিত?
উত্তর : সাহে-প্রতাপ মােড়; নরসিংদী।

মুজিব শতবর্ষ সম্পর্কিত আরো কিছু সাধারন জ্ঞান

প্রশ্ন : বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মুরাল উন্মােচন করা হয় কবে?
উত্তর : ২৮ সেপ্টেম্বর ২০২০।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত ধরনের স্মারক নােট ও মুদ্রা বাজারে ছাড়ে?
উত্তর : চার ধরনের—২০০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের স্মারক নােট , ১০০ টাকা অভিহিত মূল্যের স্মারক স্বর্ণমুদ্রা এবং ১০০ টাকা অভিহিত
মূল্যের স্মারক রৌপ্য মুদ্রা।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে ২০০ টাকার বিশেষ নােট বাজারে আসে কবে?
উত্তর : ১৮ মার্চ ২০২০।

প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযােজনায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়ােপিক চলচ্চিত্রটির নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু; পরিচালক শ্যাম বেনেগাল (ভারত)।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও জীবন সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে যে অ্যাপ তৈরি করা হয়, তার নাম কী?
উত্তর : মুজিব ১০০।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয় কতটি পরিবারকে?
উত্তর : ৮ লাখ ৮২ হাজার পরিবারকে।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নতুন নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ।

প্রশ্ন : ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অর্জন করে কত তারিখ?
উত্তর : ১৬ মার্চ ২০২১; শেরপুর, বগুড়া।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়?
উত্তর : হালদা নদীকে; ২২ ডিসেম্বর ২০২০।

বিশ্বাঙ্গনে মুজিববর্ষ

প্রশ্ন : জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে?
উত্তর : UNESCO।

প্রশ্ন : UNESCO কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কারের নাম কী?
উত্তর : UNESCO- Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the Field of Creative Economy.

প্রশ্ন : ২০২১ সালে প্রথম এ পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : Motiv Creations Limited; উগান্ডা।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপিত হয়?
উত্তর : মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে (ম্যুরাল উন্মোচন ১৬ আগস্ট ২০২০)।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাকবিভাগ বঙ্গবন্ধুর ছবি সংবলিত ডাকটিকেট প্রকাশ করে কবে?
উত্তর : ১৭ মার্চ ২০২০।

প্রশ্ন : মুজিববর্ষ স্মরণে বৈশ্বিক কোন সংস্থার এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় কত?
উত্তর : Climate Vulnerable Forum (CVF); অনুষ্ঠিত ৮ জুলাই ২০১১।

প্রশ্ন : মুজিববর্ষ উপলক্ষে কোন দেশ বঙ্গবন্ধুর ছবি সংবলিত হাতঘড়ি উন্মােচন করে?
উত্তর : ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !