আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের লেখাটি খুবই উপকারি হবে। তো চলুন আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ি।

আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কসােভাের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম
উত্তর : ভিজোসা ওসমানি।

প্রশ্ন : মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম
উত্তর : আনুশেহ আনসারি ।

প্রশ্ন : প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : সবুজ গ্রহ’ বলা হয়
উত্তর : ইউরেনাসকে।

প্রশ্ন : আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়
উত্তর : ১ লা জুন।

প্রশ্ন : সার্ক জ্বালানি কেন্দ্র স্থাপিত
উত্তর : পাকিস্তানে।

প্রশ্ন : জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়
উত্তর : ১৯৪৮।

প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
উত্তর : ক্লোরিন গ্যাস।

প্রশ্ন : ‘পিং পং’ এর অর্থ হচ্ছে
উত্তর : টেবিল টেনিস।

প্রশ্ন : ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ
উত্তর : ইরান।

প্রশ্ন : ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা
উত্তর : থিওডাের হার্জেল।

প্রশ্ন : The Asian Drama’-গ্রন্থের লেখক
উত্তর : গুনার মিরডাল।

প্রশ্ন : ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব হয়
উত্তর : সুইডেনে।

আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন : মহামন্দা মােকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট “নিউ ডিল’ ব্যবস্থা প্রবর্তন করেন
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

প্রশ্ন : জুলু উপজাতি বাস করে
উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন : মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল
উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল
উত্তর : কমেকন।

প্রশ্ন : লােহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে
উত্তর : আফ্রিকা ও এশিয়া মহাদেশকে।

প্রশ্ন : কারবালা শহরটি অবস্থিত
উত্তর : ইরাকের ফোরাত নদীর তীরে।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম
উত্তর : জুলু।

প্রশ্ন : ‘U-Boats’ মিসাইল যে দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল
উত্তর : জার্মানি (প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করে)।

প্রশ্ন : নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন যে নামে পরিচিত
উত্তর : গ্রাউন্ড জিরাে ।

প্রশ্ন : নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে
উত্তর : ২০০৮ সালে।

প্রশ্ন : বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়
উত্তর : ২২ এপ্রিল।

প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়
উত্তর : ম্যানিলা।

প্রশ্ন : ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বাধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল
উত্তর : লর্ডস, ইংল্যান্ড।

প্রশ্ন : ইউরােপের সবচেয়ে কম ঘসতিপূর্ণ দেশ
উত্তর : আইসল্যান্ড।

প্রশ্ন : জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের
উত্তর : ৮ম দেশ।

প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত
উত্তর : জাপানে।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার শিক্ষার হার সর্বোচ্চ
উত্তর : মালদ্বীপে।

প্রশ্ন : মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম
উত্তর : জার্মানি।

প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম নদী
উত্তর : নীলনদ।

প্রশ্ন : বিশ্বের উষ্ণতা রােধের জন্য স্বাক্ষরিত চুক্তি
উত্তর : কিয়ােটো চুক্তি।

প্রশ্ন : IPCC এর পূর্ণরূপ
উত্তর : Intergovernmental Panel on Climate Change.

প্রশ্ন : ‘সীমান্ত গান্ধী” নামে পরিচিত
উত্তর : খান আবদুল গাফফার খান।

প্রশ্ন : একদিনের ক্রিকেট শুরু হয়
উত্তর : ৫ জানুয়ারি ১৯৭১।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !