বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের লেখাটি খুবই উপকারি হবে। তো চলুন বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ি।
বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : চর্যাপদ’র মােট রচয়িতা
উত্তর : ২৩ জন (মতান্তরে ২৪ জন)।
প্রশ্ন : যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন
উত্তর : ভুসুকুপা।
প্রশ্ন : কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন
উত্তর : রাজা কৃষ্ণচন্দ্র।
প্রশ্ন : ‘তরজা’ হলাে
উত্তর : কবিগান জাতীয় লােকসংগীত।
প্রশ্ন : লৌকিক কাহিনির প্রথম রচয়িতা
উত্তর : দৌলত কাজী।
প্রশ্ন : বাংলা সাহিত্যে আধুনিক যুগের শুরু হয়
উত্তর : ১৯ শতকে।
প্রশ্ন : ‘অন্নদাদিদি’ শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসের চরিত্র
উত্তর : শ্রীকান্ত।
প্রশ্ন : আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান
উত্তর : ১৯৬২ সালে।
প্রশ্ন : ‘বঙ্গদর্শন’ পত্রিকা সম্পাদনা করেন
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ‘আসাদের শার্ট’ কবিতার রচয়িতা
উত্তর : শামসুর রাহমান।
প্রশ্ন : ‘কৃষ্ণকুমারী’ যে ধরনের গ্রন্থ
উত্তর : নাটক।
প্রশ্ন : ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র ভাষা
উত্তর : ব্রজবুলি।
প্রশ্ন : শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে
উত্তর : সম্মানসূচক পি.এইচ.ডি।
প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল
উত্তর : ১৮৮৫ – ১৯৬৯।
প্রশ্ন : ‘সঞ্চিতা’ কাব্যের রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : জসীমউদ্দীন রচিত শিশুতােষ কাব্য
উত্তর : এক পয়সার বাঁশী।
প্রশ্ন : কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য
উত্তর : বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবােধ।
প্রশ্ন : ‘সুড়ঙ্গ’ নাটকটির রচয়িতা
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ্।
প্রশ্ন : ‘পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয়
উত্তর : মুক্তিযুদ্ধ।
প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার
উত্তর : জহির রায়হান ।
প্রশ্ন : কবি আল-মাহমুদের ‘লােক-লােকান্তর’ প্রকাশিত হয়।
উত্তর : ১৯৬৩ সালে।
প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি সাহিত্য সংকলন সম্পাদন করেন
উত্তর : হাসান হাফিজুর রহমান।
প্রশ্ন : বাংলা সাহিত্যে ‘কিশাের কবি’ নামে পরিচিত
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি
উত্তর : সুফিয়া কামাল।
প্রশ্ন : ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই পঙক্তির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : পুরােনাে বাংলা গদ্য গ্রন্থের রচয়িতা
উত্তর : আনিসুজ্জামান।