ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয়

Preparation BD
By -
0

ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ডিসেম্বর মাসের সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

০১ ডিসেম্বরবিশ্ব এইডস দিবস। প্রতিপাদ্য- সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ।
০১ ডিসেম্বরমুক্তিযােদ্ধা দিবস
০২ ডিসেম্বরআন্তর্জাতিক দাসতৃবিলােপ দিবস। প্রতিপাদ্য- দাসত্ব বর্ণবাদের উত্তরাধিকার বিলােপ বৈশ্বিক
ন্যায়বিচারের জন্য বাধ্যতামূলক
০৩ ডিসেম্বর৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিপাদ্য— কোভিড়ােত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ।
০৪ ডিসেম্বরজাতীয় বস্ত্র দিবস। প্রতিপাদ্য- বস্ত্রখাতের বিশ্বায়ন: বাংলাদেশের উন্নয়ন।
০৪ ডিসেম্বরআন্তর্জাতিক ব্যাংক দিবস
০৫ ডিসেম্বরবিশ্ব মৃত্তিকা দিবস। প্রতিপাদ্য- লবণাক্ততা রােধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি।
০৫ ডিসেম্বরআন্তর্জাতিক নিনজা দিবস।
০৫ ডিসেম্বরআন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। প্রতিপাদ্য- Volunteer now for our common future
০৭ ডিসেম্বরআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। প্রতিপাদ্য- Advancing Innovation for
Global Aviation Development

আরো পড়ুন : নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

০৯ ডিসেম্বরবেগম রােকেয়া দিবস।
০৯ ডিসেম্বরআন্তর্জাতিক দুর্নীতিবিরােধী দিবস। প্রতিপাদ্য– আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন।
০৯ ডিসেম্বরআন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরােধ দিবস।
১০ ডিসেম্বরজাতীয় ভ্যাট দিবস। প্রতিপাদ্য- অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন।
১০ ডিসেম্বরবিশ্ব মানবাধিকার দিবস। প্রতিপাদ্য— বৈষম্য ঘােচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও।
১১ ডিসেম্বরআন্তর্জাতিক পর্বত দিবস। প্রতিপাদ্য— টেকসই পর্বত পর্যটন।
১২ ডিসেম্বর৫ম ডিজিটাল বাংলাদেশ দিস। প্রতিপাদ্য- ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ।
১২ ডিসেম্বরআন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। প্রতিপাদ্য—কাউকে বাদ রেখে সবার স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়ােগ করা।
১২ ডিসেম্বরআন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস।
১৪ ডিসেম্বরশহীদ বুদ্ধিজীবী দিবস।

আরো পড়ুন : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (AD) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

১৬ ডিসেম্বরমহান বিজয় দিবস।
১৮ ডিসেম্বরবাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস।
১৮ ডিসেম্বরআন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিপাদ্য— শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবাে মর্যাদা ও নৈতিকতা।
১৮ ডিসেম্বরআরবি ভাষা দিবস।
১৯ ডিসেম্বরবাংলা ব্লগ দিবস।
২০ ডিসেম্বরবর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।
২০ ডিসেম্বরআন্তর্জাতিক মানবিক সংহতি দিবস। প্রতিপাদ্য—Cultural equality, Social justice (প্রতিপাদ্য প্রতি বছর একই থাকে)।
২৭ ডিসেম্বরআন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস (২০২০ সালে প্রথমবারের মতাে পালিত হয়)।

সপ্তাহ

  • ১০-১৫ ডিসেম্বর : ভ্যাট সপ্তাহ ২০২১।
  • ১১-১৪ ডিসেম্বর : ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানাে হয়।
  • ১৯-২০ ডিসেম্বর : বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) দিবস।

সম্মেলন-বৈঠক

ইন্টারপােল সম্মেলন

  • আয়ােজন : ৮৯তম।
  • সময়কাল : ২৩-২৫ নভেম্বর ২০২১
  • স্থান : তুরস্ক।

ফোবানা সম্মেলন

  • আয়ােজন : ৩৫তম।
  • আয়ােজক : ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসােসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (FOBANA)
  • সময়কাল : ২৬-২৮ নভেম্বর ২০১১।
  • স্থান : গ্যালর্ড ন্যাশনাল রিসাের্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ড; যুক্তরাষ্ট্র।
  • ৩৬তম ROBANA সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগােতে। আর ২০২৩ সালে ৩৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাস রাজ্যের ডালাসে।

বিশ্ব শান্তি সম্মেলন

  • সময়কাল : ৪-৫ ডিসেম্বর ২০২১
  • স্থান : ঢাকা, বাংলাদেশ।
  • অংশগ্রহণকারী দেশ : ৫০টি
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিশেষ আয়ােজন।

ASEM শীর্ষ সম্মেলন

  • ASEM-Asia-Europe Meeting
  • আয়ােজন : ১৩তম
  • সময়কাল : ২৫-২৬ নভেম্বর ২০২১
  • স্থান : নমপেন, কম্বােডিয়া

মেলা-উৎসব

ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপাে

  • সময়কাল’: ২৭-৩১ অক্টোবর ২০২১
  • স্থান : পাের্তো, পর্তুগাল।
  • অংশগ্রহণকারী দেশ : ১০২টি।
  • বিশ্বের অন্যতম বৃহৎ এ সংগীত সম্মেলনে বাংলাদেশ থেকে প্রথমবারের মতাে অংশ নেয় চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।

সাহিত্য-সংস্কৃতি

উপাখ্যান : বাংলাদেশের ইতিহাস। এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবােধ ও রাজনীতির সমন্বয়ে রচিত গ্রন্থ। লেখক রাশেক রহমান। মােড়ক উন্মোচন ২ ডিসেম্বর ২০২১।

বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) প্রকাশিত স্মারক গ্রন্থ। মােড়ক উন্মোচন ১৩ ডিসেম্বর ২০২১। গ্রন্থে প্রধানমন্ত্রীসহ দেশের খ্যাতিমান ৫৯. বিজ্ঞানী, গবেষক, শিল্পী, কবি ও শিক্ষাবিদের প্রবন্ধ সন্নিবেশ করা হয়।

নেতা মােদের শেখ মুজিব : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ। মােড়ক উন্মোচন ৭ ডিসেম্বর ২০১১। ৫১৬ পৃষ্ঠার এ গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জন ও সংশােধন করেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !