২৮ অক্টোবর ২০২১ মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তালিকা ২০২২ অনুমােদিত হয়। এরপর ৩১ অক্টোবর ২০২১ তা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। তালিকা অনুযায়ী ১৪ কার্যদিবস সাধারণ ছুটি পালিত হবে। এছাড়া নির্বাহী আদেশে ছুটি রাখা হয় ৮ দিন।
সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ১৪ দিন
তারিখ | বার | উপলক্ষ/পর্বের নাম |
২১ ফেব্রুয়ারি | সােমবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
১৭ মার্চ | বৃহস্পতিবার | জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস |
২৬ মার্চ | শনিবার | স্বাধীনতা ও জাতীয় দিবস |
২৯ এপ্রিল | শুক্রবার | জুমাতুল বিদা |
০১ মে | রবিবার | মে দিবস |
০৩ মে | মঙ্গলবার | ঈদ-উল-ফিতর* |
১৫ মে | রবিবার | বুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)* |
১০ জুলাই | রবিবার | ঈদ-উল-আযহা* |
১৫ আগস্ট | সােমবার | জাতীয় শােক দিবস |
১৮ আগস্ট | বৃহস্পতিবার | জন্মাষ্টমী |
০৫ অক্টোবর | বুধবার | দুর্গাপূজা (বিজয়া দশমী) |
০৯ অক্টোবর | রবিবার | ঈদ-ই মিলাদুন্নবী (সা.)* |
১৬ ডিসেম্বর | শুক্রবার | বিজয় দিবস |
২৫ ডিসেম্বর | রবিবার | যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) |
নির্বাহী আদেশে ছুটি ৮ দিন
১৯ মার্চ | শনিবার | শব-ই-বরাত* |
১৪ এপ্রিল | বৃহস্পতিবার | নববর্ষ |
২৯ এপ্রিল | শুক্রবার | শব-ই-কদর* |
০২ ও ০৪ মে সােমবার | সােমবার ও বুধবার | ঈদ-উল-ফিতরের পূর্বের ও পরের দিন* |
০৯ ও ১১ জুলাই | শনিবার ও সােমবার | ঈদ-উল-আযহার পুবের ও পরের দিন* |
০৯ আগস্ট | মঙ্গলবার | মহররম (আশুরা)* |
বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকের দুটি ২৪ দিন
২০২২ সালে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকে ছুটি ২৪ দিন। প্রতি বছরের মতাে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর একদিন করে ব্যাংক ছুটি। এছাড়া ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার জন্য তিনদিন করে ৬ দিন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, শবই-কদর ও জুমাতুল বিদা, জন্মাষ্টমী, জাতীয় শােক দিবস, দুর্গাপূজা, আরা, ঈদ-ই-মিলাদুন্নবী (স), বিজয় দিবস এবং বড়দিনে একদিন করে ছুটি রয়েছে।
এই বিভাগ থেকে আরো পড়ুন
ছুটির এ তালিকা সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযােজ্য হবে। তবে যে সকল সংস্থা নিজস্ব আইনে চলে এবং সরকার অত্যাবশ্যকীয় চাকরি হিসেবে ঘােষণা করেছে, সে সংস্থাগুলাের ক্ষেত্রে এ তালিকা প্রযােজ্য হবে না।
* চাঁদ দেখা বা চন্দ্ৰতিথির ওপর নির্ভরশীল।
ঐচ্ছিক ছুটি
যে-কোনাে সম্প্রদায়ের একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে মােট ৩ (তিন) দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং এ ব্যাপারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভােগ করার ইচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পূর্বা অনুমােদন করে নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
মুসলিম পর্ব
তারিখ | বার | উপলক্ষ/পর্বের নাম |
০১ মার্চ | মঙ্গলবার | শব-ই-মিরাজ * |
০৩ মে | মঙ্গলবার | ঈদ-উল-ফিতর* |
১০ জুলাই | রবিবার | ঈদ-উল-আযহা* |
২১ সেপ্টেম্বর | বুধবার | আখেরি চাহার সােম্বা* |
০৭ নভেম্বর | সােমবার | ফাতেহা-ই-ইয়াজদাহম* |
হিন্দু পর্ব
০৫ ফেব্রুয়ারি | শনিবার | শ্রী শ্রী সরস্বতী পূজা |
০১ মার্চ | মঙ্গলবার | শ্রী শ্রী শিবরাত্রি ব্রত |
১৮ মার্চ | শুক্রবার | দোলযাত্রা * |
৩০ মার্চ | বুধবার | শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব |
২৫ সেপ্টেম্বর | রবিবার | মহালয়া |
০৪ অক্টোবর | মঙ্গলবার | শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী) |
০৯ অক্টোবর | রবিবার | শ্রী শ্রী লক্ষ্মী পূজা |
২৪ অক্টোবর | সােমবার | শ্রী শ্রী শ্যামা পূজা |
খ্রিষ্টান পর্ব
০১ জানুয়ারি | শনিবার | ইংরেজি নববর্ষ |
০২ মার্চ | বুধবার | ভস্ম বুধবার |
১৪ এপ্রিল | বৃহস্পতিবার | পুণ্য বৃহস্পতিবার |
১৫ এপ্রিল | শুক্রবার | পুণ্য শুক্রবার |
১৬ এপ্রিল | শনিবার | পুণ্য শনিবার |
১৭ এপ্রিল | রবিবার | ইস্টার সানডে |
২৪ ও ২৬ ডিসেম্বর | শনিবার ও সােমবার | বড়দিনের পূর্বের ও পরের দিন |
বৌদ্ধ পর্ব
১৬ ফেব্রুয়ারি | বুধবার | মাঘী পূর্ণিমা* |
১৩ এপ্রিল | বুধবার | চৈত্র সংক্রান্তি |
১২ জুলাই | মঙ্গলবার | আষাঢ়ী পূর্ণিমা* |
০৯ সেপ্টেম্বর | শুক্রবার | মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)* |
০৯ অক্টোবর | রবিবার | প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)* |
ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর পর্ব
১২ এপ্রিল | মঙ্গলবার | বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর অনুরূপ সামাজিক উত্সব। |
১৫ এপ্রিল | শুক্রবার |