সফল টিমওয়ার্ক এর ১৩টি গুরুত্বপূর্ণ কৌশল

Preparation BD
By -
0

সফল টিমওয়ার্ক : একসাথে দলগত হয়ে কাজ করলে অনেক সমস্যার সমাধান দ্রুত বের করা যায়। এছাড়াও তৈরি হয় নানা ধরনের নতুন ভাবনা। যে কাজগুলাে করলে তৈরি হবে কার্যকর ও কর্মদক্ষ একটি টিম বা দল। সে বিষয়ে কিছু কার্যকর কৌশল নিচে উল্লেখ করা হলাে।

টিম ওয়ার্ক নিয়ে উক্তি

প্রাচীন চীনের সামরিক বিশেষজ্ঞ ও সেনাপতি সান জু তার বিখ্যাত গ্রন্থ। The Art of War-এ (খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ)। যুদ্ধ বা যেকোনাে প্রতিযােগিতামূলক ক্ষেত্রে জয়ী হওয়ার কিছু অপ্রতিরােধ্য কৌশল তুলে ধরেছেন। এ গ্রন্থে উল্লিখিত টিম লিডারের ৫টি ভুল নিচে তুলে ধরা হলাে :

  • না ভেবে কাজ করা
  • সাহস না থাকা
  • মাথা ঠান্ডা না রেখে অল্পতেই রেগে যাওয়া
  • সবার কাছ থেকে সম্মান পাবার আশা করা
  • দলের সদস্যদের নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা

টিম ওয়ার্ক নিয়ে ১৩টি গুরুত্বপূর্ণ কৌশল

01. লক্ষ্য ঠিক করে কাজ বন্টন করা

সুনির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করে টিম। মেম্বারদের কাজ বন্টন করুন। এর। মাধ্যমেই দ্রুত ও নির্ভুলভাবে কাজ সম্পন্ন করে সফলতার দিকে এগিয়ে যাওয়া সহজ হবে।

আরো পড়ুন : রাগ নিয়ন্ত্রণের কার্যকর উপায়

02. সময়ের মূল্য দেওয়া

নিজেরসহ অন্যদের সময়ের দিকে খেয়াল রেখে কাজ করুন। এতে পুরাে টিমের আউটপুট বেশি হবে। সবসময় চেষ্টা করুন কম সময়ে বেশি আউটপুট দিতে।

03. সুসম্পর্ক বজায় রাখা

টিম মেম্বাররা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হলে সকলের মাঝে সুসম্পর্ক গড়ে উঠবে। যা সুচারুভাবে কার্য সম্পাদনে বিশেষ ভূমিকা রাখবে।

04. আত্মবিশ্বাস বৃদ্ধি করা

দলের একজনের আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে সবার মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মেম্বারদের। আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলে কাজে গতি আসবে।

05. একাত্মবােধ গড়ে তােলা

যেকোনাে কাজে যখন সবার সমন্বিত প্রচেষ্টা থাকে, তখন কাজটা সহজ। হয়ে যায় এবং ভালাে ফলাফলও পাওয়া যায়। তাই দলকে শক্তিশালী করে গড়ে তুলতে একাত্মবােধ গড়ে তােলার কোনাে বিকল্প নেই।

06. সবার সাথে সমান আচরণ করা

একজন যােগ্য ও ভালাে টিম মেম্বার। ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রশ্রয় না। দিয়ে কাজের দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করেন। তাই কাজের স্বার্থে। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

07. কাজে উদ্যম, সৃজনশীলতা ও নতুনত্ব আনার চেষ্টা করা

বিভিন্ন ধরনের আইডিয়া যখন একসাথে হয়ে নতুন কিছু তৈরি হয়। তখনই কাজে উদ্যমতা আসে। | কাজের প্রতি স্পৃহা বাড়ে। এভাবে একসাথে কাজ করলে সৃজনশীলতার পরিবেশ তৈরি হয়।

আরো পড়ুন : নেতৃত্বে দক্ষতা লাভের উপায়

08. নিজের কাজ নিজে করার চেষ্টা করা

যােগ্য টিম মেম্বার হিসেবে নিজের কাজ নিজে করার চেষ্টা করতে হবে। নিজের সামথ্য ও মেধার পুরােটা দিয়ে কাজ করার পর প্রয়ােজনে অন্যের সাহায্য নেওয়া যেতে পারে।

09. অন্যের কাজে সাহায্য করা

নিজের কাজের পাশাপাশি প্রয়ােজনে অন্যকে সাহায্য করার মানসিকতাও থাকতে হবে। যাতে কাজ আরও দ্রুত ও ভালাে হয়। এখানে নিজেকে ব্যক্তি না ভেবে একটি ইউনিটের অংশ ভাবা।

10. ভুল স্বীকারের মানসিকতা থাকা

যােগ্য টিম মেম্বার হতে হলে অবশ্যই ভুলকে স্বীকার করার মানসিকতা থাকতে হবে। ভুল স্বীকার করে তা শােধরানাের চেষ্টা করতে হবে।

11. সম্ভাব্য ঝুঁকি নেওয়ার মানসিকতা

কোনাে কাজ করতে হলে সেখানে নানা সমস্যা আসতে পারে। সেগুলাে। মেনে নিয়েই কাজ করতে হবে। প্রয়ােজনে ঝুঁকি নেবার মানসিকতা থাকতে হবে।

12. টিমের সমস্যা ও দ্বন্দ্বের সমাধান করা

সদস্যদের মাঝে দ্বন্দ্ব বা মতের অমিল। অস্বাভাবিক নয়, তবে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। দলীয়ভাবে। সকল সমস্যা নিয়ে আলােচনা করতে হবে নিজেদেরকেই।

13. সবার পরামর্শকে গুরুত্ব

দেওয়া টিমের অন্য মেম্বারদের কাজ সম্পর্কে আইডিয়া ও পরামর্শ নিতে হবে এবং তা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। টিমে বিভিন্ন মনের মানুষ। থাকায় তাদের ফিডব্যাক কাজকে আরও সমৃদ্ধ করবে।

যেকোনাে কাজে সাফল্যের জন্য ভালাে। টিমওয়ার্কে কোনাে বিকল্প নেই। এভাবে টিমওয়ার্ক সম্পর্কে ভালাে ধারণা রাখার পাশাপাশি, ভালাে একজন টিম মেম্বার হতে পারলেই সাফল্য হাতের মুঠোয় চলে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !