বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ইনশাল্লাহ!

প্রয়ােগ-অপপ্রয়ােগ

  • ‘অধীনস্থ’ শব্দের শুদ্ধ প্রয়োগ— অধীন।
  • ‘সৌজন্যতা’ শব্দটিতে যে ধরনের অপপ্রয়ােগ ঘটেছে—প্রত্যয়জনিত।
  • ‘উপরােক্ত’ শব্দটি যে কারণে অশুদ্ধ সন্ধিজনিত।
  • ‘শুধুমাত্র’ শব্দের দ্ধ প্রয়ােগ হলাে—শুধুমাত্র ।
  • ‘অতলস্পর্শী শব্দটি যে কারণে অশুদ্ধ- শব্দের গঠনজনিত।

আরো পড়ুন : প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের সাক্ষাৎকারের প্রস্তুতি

বানান ও বাক্য শুদ্ধি

অপাঙক্তেয়ক্ষুন্নিবৃত্তি
অত্যুজ্জ্বলআধ্যাত্মিক
খ্রিষ্টাব্দকনীনিকা
ব্যত্যয়বাল্মীকি
খােশামােদগণ্ডুষ

অশুদ্ধ : চোরে চোরে চাচাতাে ভাই।
শুদ্ধ : চোরে চোরে মাসতুতাে ভাই।

অশুদ্ধ : তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
শুদ্ধ : তার সৌজন্যে মুগ্ধ হলাম ।

অশুদ্ধ : তিনি আরােগ্য হয়েছেন।
শুদ্ধ : তিনি আরােগ্য লাভ করেছেন।

পারিভাষিক শব্দ

Absconderফেরারি
Allegationঅভিযােগ
Biodiversityজীববৈচিত্র্য
By-electionউপ-নির্বাচন
Embargoনিষেধাজ্ঞা
Fair wageন্যায্য মজুরি
Heirউত্তরাধিকারী

বিপরীতার্থক শব্দ

অম্লমধুর 
আহূত অনাহূত 
ঈশাননৈর্ঋত 
উদ্বৃত্তঘাটতি
কুৎসাপ্রশংসা 
চোখা ভোতা

সমার্থক শব্দ

কন্যামেয়ে, তনয়া, দুহিতা, নন্দিনী
পর্বতঅচল, অদ্রি, গিরি, পাহাড়, শৈল
গরুগাে, ধেনু, গাভি, পয়স্বিনী
ফুলপুষ্প, প্রসূন, কুসুম, রঙ্গন

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ

ধ্বনি ও বর্ণ

  • বাংলা ভাষায় অর্ধ-স্বরধ্বনি— ৪টি।
  • স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়—কার।
  • স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ— ঋ।
  • বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণ— ৩টি।

শব্দ ও পদ

  • ম্যালেরিয়া’ শব্দটি যে ভাষার— ইতালিয়ান।
  • গঠনগত দিক থেকে শব্দ— ২ প্রকার।
  • গুণবাচক বিশেষ্য— তারুণ্য।

বাক্য

  • ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে’ যে ধরনের বাক্য— নির্দেশাত্মক।
  • যদি সত্য বলাে, তাহলে মুক্তি পাবে। যে ধরনের বাক্য— জটিল বাক্য।

সন্ধি

দুরবস্থা দুঃ + অবস্থা
প্রত্যুষ প্রতি + ঊষ
উদ্বন্ধন উৎ + বন্ধন
নদ্যম্বু নদী + অম্বু

প্রত্যয়

যুদ্ধযুধ + ক্ত
সর্বজনীনসর্বজন +নীন
দীপ্যমানদীপ+ শানচ
কলুকল + উ
শীতলশীত + ল

সমাস

স্মৃতিসৌধমধ্যপদলােপী কর্মধারয়
 স্কুল পালানােপঞ্চমী তৎপুরুষ
অষ্টধাতু দ্বিগু 
আরক্তিম অব্যয়ীভাব
প্রভাত প্রাদি সমাস

লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !