বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ইনশাল্লাহ!
প্রয়ােগ-অপপ্রয়ােগ
- ‘অধীনস্থ’ শব্দের শুদ্ধ প্রয়োগ— অধীন।
- ‘সৌজন্যতা’ শব্দটিতে যে ধরনের অপপ্রয়ােগ ঘটেছে—প্রত্যয়জনিত।
- ‘উপরােক্ত’ শব্দটি যে কারণে অশুদ্ধ সন্ধিজনিত।
- ‘শুধুমাত্র’ শব্দের দ্ধ প্রয়ােগ হলাে—শুধুমাত্র ।
- ‘অতলস্পর্শী শব্দটি যে কারণে অশুদ্ধ- শব্দের গঠনজনিত।
আরো পড়ুন : প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের সাক্ষাৎকারের প্রস্তুতি
বানান ও বাক্য শুদ্ধি
অপাঙক্তেয় | ক্ষুন্নিবৃত্তি |
অত্যুজ্জ্বল | আধ্যাত্মিক |
খ্রিষ্টাব্দ | কনীনিকা |
ব্যত্যয় | বাল্মীকি |
খােশামােদ | গণ্ডুষ |
অশুদ্ধ : চোরে চোরে চাচাতাে ভাই।
শুদ্ধ : চোরে চোরে মাসতুতাে ভাই।
অশুদ্ধ : তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
শুদ্ধ : তার সৌজন্যে মুগ্ধ হলাম ।
অশুদ্ধ : তিনি আরােগ্য হয়েছেন।
শুদ্ধ : তিনি আরােগ্য লাভ করেছেন।
পারিভাষিক শব্দ
Absconder | ফেরারি |
Allegation | অভিযােগ |
Biodiversity | জীববৈচিত্র্য |
By-election | উপ-নির্বাচন |
Embargo | নিষেধাজ্ঞা |
Fair wage | ন্যায্য মজুরি |
Heir | উত্তরাধিকারী |
বিপরীতার্থক শব্দ
অম্ল | মধুর |
আহূত | অনাহূত |
ঈশান | নৈর্ঋত |
উদ্বৃত্ত | ঘাটতি |
কুৎসা | প্রশংসা |
চোখা | ভোতা |
সমার্থক শব্দ
কন্যা | মেয়ে, তনয়া, দুহিতা, নন্দিনী |
পর্বত | অচল, অদ্রি, গিরি, পাহাড়, শৈল |
গরু | গাে, ধেনু, গাভি, পয়স্বিনী |
ফুল | পুষ্প, প্রসূন, কুসুম, রঙ্গন |
আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ
ধ্বনি ও বর্ণ
- বাংলা ভাষায় অর্ধ-স্বরধ্বনি— ৪টি।
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়—কার।
- স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ— ঋ।
- বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণ— ৩টি।
শব্দ ও পদ
- ম্যালেরিয়া’ শব্দটি যে ভাষার— ইতালিয়ান।
- গঠনগত দিক থেকে শব্দ— ২ প্রকার।
- গুণবাচক বিশেষ্য— তারুণ্য।
বাক্য
- ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে’ যে ধরনের বাক্য— নির্দেশাত্মক।
- যদি সত্য বলাে, তাহলে মুক্তি পাবে। যে ধরনের বাক্য— জটিল বাক্য।
সন্ধি
দুরবস্থা | দুঃ + অবস্থা |
প্রত্যুষ | প্রতি + ঊষ |
উদ্বন্ধন | উৎ + বন্ধন |
নদ্যম্বু | নদী + অম্বু |
প্রত্যয়
যুদ্ধ | যুধ + ক্ত |
সর্বজনীন | সর্বজন +নীন |
দীপ্যমান | দীপ+ শানচ |
কলু | কল + উ |
শীতল | শীত + ল |
সমাস
স্মৃতিসৌধ | মধ্যপদলােপী কর্মধারয় |
স্কুল পালানাে | পঞ্চমী তৎপুরুষ |
অষ্টধাতু | দ্বিগু |
আরক্তিম | অব্যয়ীভাব |
প্রভাত | প্রাদি সমাস |
লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো।