বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি যেভাবে নিবেন তার কিছু সহজ কৌশল আপনাদের মাঝে উপস্থাপন করছি।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে। তো চলুন দেখে নেওয়া যাক –
বইপুস্তক সংগ্রহ :
- ডেইলি স্টার ও প্রথম আলো।
- অ্যান্ড্রয়েড অ্যাপ। যেমন –
- International Relations by Daniel Rust
- Young Diplomats App
- Daily Star Bangladesh Mobile App
- World Map App
যেভাবে পড়বেন :
আন্তর্জাতিক বিষয়াবলির উপর একটি প্রিলিমিনারি গাইড বই যেভাবে পড়বেন: আন্তর্জাতিক বিষয়াবলির কিছু স্থায়ী বিষয় ও কিছু পরিবর্তনশীল বিষয় থাকে । তাই হাল নাগাদ তথ্য মনে রাখা জরুরি । একটা ভালো জব সল্যুশন্স থেকে প্রথমেই স্থায়ী তথ্যগুলো মার্ক করে পড়ে ফেলুন । ১ টি স্থায়ী তথ্যের উদাহরণঃ প্রথম বিশ্বযুদ্ধ কত তারিখ শেষ হয়েছিল ? পরিবর্তনশীল বিষয়ের উপর হাল নাগাদ তথ্য সংস্থাগুলোর ওয়েব সাইট থেকে যাচাই করে লেটেস্ট পরিবর্তনের ( ডেইটসহ) তথ্যগুলো জব সল্যুশনের উক্ত তথ্যের পাশে লিখে রাখুন ।
বাজারের বইগুলোতে লেটেস্ট তথ্যসমূহে অনেক সময় ভুল থাকে । যেহেতু প্রিলিমিনারির প্রস্তুতির সাথে সাথে রিটেনের প্রস্তুতি নিতে হবে তাই প্রতিদিন ‘ ডেইলি স্টার ‘ ও ‘ প্রথম আলো ‘ পত্রিকার আন্তর্জাতিক পৃষ্ঠা ও এডিটোরিয়ালগুলো হাইলাইটার দিয়ে মার্ক করে পড়তে হবে ।
পত্রিকা কেনার টাকা না থাকলে বা ব্যস্ততা থাকলে প্লেস্টোর ( Play Store ) থেকে ডেইলি স্টার বাংলাদেশ ( Daily Star Bangladesh ) এই App টি নামিয়ে নিন । সর্বত্র ও সর্ববস্থায়ই পড়তে পারবেন । পত্রিকা থেকে প্রয়োজনীয় নোটস নিতে হবে ও দরকারি আর্টিক্যালগুলো সেভ করে রাখতে হবে । হাতের কাছে বিশ্ব মানচিত্র রাখুন ।
আন্তর্জাতিক বিষয়াবলিতে আরো ব্রড ধারণা রাখতে চাইলে Play Store থেকে International Relations (Daniel Rust ) এবং Young Diplomats Apps দুটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । তবে অনলাইন বা অফলাইনের নামকরা পত্রিকা হতে পারে আপনার তুলনামূলক শুদ্ধ তথ্যের উৎস ।
মনে রাখবেন , পত্রিকার ক্যাজুয়াল রিডিং নয় , বরং সিরিয়াস রিডিং কাজে দিবে । তাই অবশ্যই হাতের কাছে পেন্সিল , হাইলাইটার এবং ডায়েরি রাখুন । সবশেষে জব সল্যুশন্স থেকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে । ভুল উত্তরগুলো ডায়েরিতে লিখে রেখে রিভিশন দিলে ভুলের পুনরাবৃত্তি হবে না। প্রস্তুতিটাও হবে রকেট স্পীডে।