বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ নিয়ে কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষার্থী আছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কয়েকটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ‘ স্মৃতিকথা ‘ , ‘ নয়া চীন ভ্রমণ ‘ এবং ‘ আগড়তলা ষড়যন্ত্র মামলা ‘ ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীধৰ্মী গ্রন্থসমূহ ‘ কি কি?
উত্তর : অসমাপ্ত আত্মজীবনী ‘ , ‘ কারাগারের রোজনামচা ‘ এবং ‘ নয়া চীন ভ্রমণ ‘।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের প্রচ্ছদ শিল্পী ( প্রচ্ছদ এঁকেছেন যে শিল্পী ) কে?
উত্তর : সমর মজুমদার ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ – এর ভূমিকা কে লিখেছেন ?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : ফকরুল আলম ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থটি জাপানি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : কাজুহিরো ওয়াতানাবো ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ – তে বঙ্গবন্ধু তাঁর জীবনী লিপিবদ্ধ করেছেন কত সাল পর্যন্ত?
উত্তর : ১৯৫৫ সাল পর্যন্ত ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের বর্ণনা অনুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কিসের কাজ করতেন?
উত্তর : মালির কাজ করতেন ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ এখন পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর : ১২ টি ভাষায় । [ বিগত ২৬ / ১০ / ২০১৯ ইং তারিখ পর্যন্ত ]
প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীধর্মী গ্রন্থ কোনটি?
উত্তর : ‘ কারাগারের রোজনামচা ‘ ( প্রকাশ বিগত ১৭ / ০৩ / ২০১৭ ইং তারিখ ) ।
প্রশ্ন : ‘ কারাগারের রোজনামচা ‘ গ্রন্থের প্রকাশক কে?
উত্তর : বাংলা একাডেমি ( ১৯৬৬ থেকে ১৯৬৮ সালের স্মৃতিকেন্দ্রিক )।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘ কারাগারের রোজনামচা ’এখন পর্যন্ত অনূদিত হয়েছে কতটি ভাষায়?
উত্তর : ০২ টি ভাষায় । সর্বশেষ নেপালি ভাষায় অনূদিত হয় ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘ কারাগারের রোজনামচা ‘সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?
উত্তর : নেপালি ( বিগত ১৬ / ০৫ / ২০২০ ইং তারিখে ) ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থ কোনটি?
উত্তর : ‘ আমার দেখা নয়া চীন ‘ ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘ আমার দেখা নয়াচীন ‘ যে ধরনের গ্রন্থ –
উত্তর :স্মৃতিকথামূলক ও ভ্রমণকাহিনী ।
প্রশ্ন : ‘ আমার দেখা নয়াচীন ’ গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লোগো ‘ শান্তির কপোত ’- এর চিত্রকর কে?
উত্তর : পাবলো পিকাসো ।
প্রশ্ন -‘ আমার দেখা নয়াচীন ‘ গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন?
উত্তর – শেখ হাসিনা ( ০৭ ডিসেম্বর , ২০১৯ )।
 প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘ আমার দেখা নয়াচীন ’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
 উত্তর : অধ্যাপক ড . ফকরুল আলম ।
প্রশ্ন : প্রকাশিতব্য ‘ বঙ্গবন্ধুর স্মৃতিকথা ‘ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !