বিসিএস প্রস্তুতিতে গণিতে দুর্বল পরীক্ষার্থীরা যেভাবে ভালো করবেন জানুন।

Preparation BD
By -
0

বিসিএস প্রস্তুতি

যেভাবে গণিত চর্চা করবেন সে সম্পর্কিত কিছু কৌশল আজকের লেখাটিতে জানানো হবে।যারা গণিতে দুর্বল তারা এই টিপসগুলো অনুসরণ করলে গণিতে ভালো করতে পারবেন বলে আশা করছি।

গণিতে দুর্বল পরীক্ষার্থীর জন্য পরমার্শঃ

বিসিএস পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের ব্যাকগ্রাউন্ড গুরুত্বপূর্ণ নয় । চাকরিতে অন্তত ৬০ ভাগ কর্মকর্তারই একাডেমিক ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞান ও গণিত বিষয় ছিল না । তবুও তারা ভালো ক্যাডারে চাকুরি পেয়েছেন । তাই আপনি যে গণিত / বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের নন , এ ব্যাপারটি স্রেফ ভুলে যেতে হবে । আপনার যা যা করতে হবেঃ

• প্রথমেই রিটেন ম্যাথ পরীক্ষার সিলেবাসটি দেখুন ।

• চিহ্নিত করুন , কোন টপিকটিতে আপনি বেশি দুর্বল ।

• এবার ঐ চ্যাপ্টারগুলোর গভীরতা বা সিলেবাসের মাত্রা নির্ধারণ করুন।

• পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় কোন টপিকে ঠিক কত নম্বর বরাদ্দ তা হিসেব করে ঐ টপিকগুলোর গুরুত্ব গ্রেডিং করে চিহ্নিত করুন।

• প্রয়োজনে গণিতে ভালো দক্ষতা আছে এমন কারো কাছে গিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো চর্চা করুন ।

• বিগত পরীক্ষাগুলোর প্রিলিমিনারি ও রিটেন পরীক্ষার সমস্যাগুলো সমাধান করুন ।

• ইভনিং এমবিএ ( EMBA ) পরীক্ষার গণিতের সমস্যাগুলো চর্চা করে ফেলুন ।

• মডেল টেস্টে অংশগ্রহণ করুন । নিজের প্রস্তুতি যাচাই করে নিন ।

• স্পীড ম্যাথের জন্য ‘ শাহীন’স ম্যাথ ‘ বইটি থেকে চর্চা করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !