প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় বাংলা অংশ থেকে যে প্রশ্ন গুলো বারবার এসেছে

Preparation BD
By -
0

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা কড়া নাড়ছে দরজায়। স্বল্প সময়ে নিতে হবে সর্বোচ্চ প্রস্তুতি। শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য বিগত প্রশ্নোত্তরে বাংলা অংশ থেকে যে প্রশ্ন গুলো বারবার এসেছে তা নিয়ে আমাদের এবারের বিশেষ আয়ােজন।

বাংলা অংশ থেকে যে প্রশ্ন গুলো বারবার এসেছে

শুদ্ধ বানান কোনটি?
– মুমূর্ষ। (২০১৯, ২০১৬, ২০১০, ২০০৫)

শশব্যস্ত কোন সমাস?
– কর্মধারয়। (২০১৯, ২০১৬)

‘দ্যুলােক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
– দিব + লােক। (২০১৯, ২০১৫, ২০১৩, ২০১২)

কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
– অজানা। (২০১৯, ২০১৫)

‘মৃন্ময়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
– মৃৎ + ময়। (২০১৯, ২০১৫)

অক্ষির সমীপে’র সংক্ষেপ হলাে
– সমক্ষ। (২০১৯, ২০১৫)

শব্দ ও ধাতুর মূলকে বলে
– প্রকৃতি। (২০১৮, ২০১৫)

কষ্টে লাভ হয় যা
– দুর্লভ। (২০১৯, ২০১৩, ২০১২)

‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে
– সরণি। (২০১৯, ২০১৩)

‘উগ্র’ শব্দের বিপরীতার্থক কোনটি?
– সৌম্য। (২০১৯, ২০১৩, ২০১০)

‘নীল লােহিত’ কার ছদ্মনাম?
– সুনীল গঙ্গোপাধ্যায়। (২০১৮, ২০১৩)

‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
– গৈ + অক। (২০১৯, ২০১৩)

তাসের ঘর’ অর্থ কী?
– ক্ষণস্থায়ী। (২০১৯, ২০১৩)

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
– ১০টি। (২০১৯, ২০১৬)

‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
– প্রত্যয়। (২০১৮, ২০১৪)

‘ষােড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
– ষট + দশ। (২০১৯, ২০১৩, ২০১০)

‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
– গাে + এষণা। (২০১৯, ‘১৫, ‘১৩, ‘১২)

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
– পর + পর = পরস্পর। (২০১৪, ২০১৩)

‘কান্নায় শােক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
– অধিকরণ কারক। (২০১৪, ২০১৩)

কোনটি শুদ্ধ বানান
– দধীচি। (২০১৩, ২০১২)

‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
– মামুনুর রশীদ। (২০১২, ২০১০, ২০০৯)

‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
– মুনীর চৌধুরী। (২০১২, ২০০৯, ২০০৮)

সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
– বিশেষ্য। (২০১৯, ২০১৩)

কোন বানানটি শুদ্ধ?
– গৃহিণী। (২০১৯, ২০১২, ২০১০)

কোন বানানটি শুদ্ধ?
– মরীচিকা। (২০১৯, ২০১২, ২০১০)

কোনটি সঠিক বানান?
– অভ্যন্তরীণ। (২০১৯, ২০১৪, ২০০৮)

‘বিদিত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
– অজ্ঞাত। (২০১৫, ২০১৩)

‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
– সম্ + বিধান। (২০১৯, ২০১৮)

‘বুলবুলিতে ধান খেয়েছে’-এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দে কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?
– কর্তৃকারকে ৭মী। (২০১৪, ২০১৩, ২০১০)

‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ
– নিঃ + রস। (২০১৩, ২০১২)

আলােয় আঁধার কাটে-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
– করণে ৭মী। (২০১৩, ২০১২)

‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?
– আব্দুল্লাহ আল মামুন। (২০১০, ২০০৮)

‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
– রবীন্দ্রনাথ ঠাকুর। ২০১০, ২০০৭

‘তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
– অধিকরণ কারকে সপ্তমী (২০১৪, ২০০৬)

‘মনীষা’-এর সন্ধি-বিচ্ছেদ
– মনস + ঈষা। (২০১৮, ২০১০)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !