বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান

Preparation BD
By -
0

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
পদের নাম : অফিস সহায়ক
তারিখ : ৪ মার্চ ২০২২
পূর্ণমান : ৪০
সময় : ১ ঘণ্টা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান

১। নিচের বাগধারাগুলাের অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) তালপাতার সেপাই
উত্তরঃ (অতিশয় দুর্বল) – তালপাতার সেপাইরা জীবনে কখনাে সফল হতে পারে না।
(খ) বসন্তের কোকিল
উত্তরঃ (সুসময়ের বন্ধু) – সে তাে আমার বন্ধু নয়, বসন্তের কোকিল ।

২। এক কথায় প্রকাশ করুন:
(ক) অনেকের মধ্যে একজন
উত্তরঃ অন্যতম
(খ) যা অতি দীর্ঘ নয়
উত্তরঃ নাতিদীর্ঘ

৩। সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) যথেচ্ছা
উত্তরঃ যথা + ইচ্ছা
(খ) সংবাদ
উত্তরঃ সম্ + বাদ

৪। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
(ক) কুসুমকোমল
উত্তরঃ কুসুমের ন্যায় কমল = উপমান কর্মধারয়
(খ) ত্রিফলা
উত্তরঃ তিন ফলের সমাহার = দ্বিগু সমাস

৫। বিপরীত শব্দ লিখুন:
(ক) অগ্রজ
উত্তরঃ অনুজ
(খ) প্রত্যক্ষ
উত্তরঃ পরােক্ষ

এই বিভাগ থেকে আরো পড়ুন

English (10)

৬। Fill in the blank with appropriate preposition:
(a) He is weak___ English.
উত্তরঃ in
ব্যাখ্যাঃ ইংরেজিতে দুর্বল অর্থে weak এর পরে Preposition হিসাবে in বসবে।।

(b) She prefers milk___Tea.
উত্তরঃ to
ব্যাখ্যাঃ একটির চেয়ে অন্যটি অধিকতর বেশি পছন্দ করা অর্থে Prefer এর পরে Preposition to বসে। বাক্যটির বাংলা অর্থ সে চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করে।

৭। Make complete sentences with following phrases with meaning:
(a) Bag and baggage
উত্তরঃ Meaning: with all belongings (তল্পিতল্পাসহ): Marzia left home bag and baggage. অর্থঃ মার্জিয়া তল্পিতল্পা সহ বাড়ি ত্যাগ করলাে।

(b) All on a sudden
উত্তরঃ Meaning: suddenly (হঠাৎ) : His father died all on a sudden. অর্থ: তার বাবা হঠাৎ মারা গেল।

৮। Translate into English:
(a) আমার একটি কলম আছে।
উত্তরঃ I have a pen.
ব্যাখ্যাঃ আছে অর্থে have বসে এবং বাক্যটি Present Indefinite Tense হয়।

(b) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
উত্তরঃ Honesty is the best policy.
ব্যাখ্যাঃ চিরন্তন সত্য বুঝাতে Present Indefinite Tense এ Translate করতে হয়।

৯। Correct the following sentences with appropriate verbs:
(a) The earth (move) round the sun.
উত্তরঃ The earth moves round the sun.
ব্যাখ্যাঃ চিরন্তন সত্য বুঝালে সেই বাক্য Present Indefinite Tense Subject 3rd Person Singular Number হলে Verb এর সাথে s/es যুক্ত হয়।

(b) Laila is (dance) now.
উত্তরঃ Laila is dancing now.
ব্যাখ্যাঃ কোন বাক্যে now, at this moment, at present ইত্যাদি থাকলে বাক্যটি Present Continuous Tense (subject+Verb ing) হয়।

১০। What are the plural form of the following words:
(a) Life
উত্তরঃ lives
ব্যাখ্যাঃ কোন Singular Word এর শেষে f/fe থাকলে সেই | Singular Number কে Plural করতে হলে f/fe এর স্থলে ves যুক্ত হয়।

(b) Baby
উত্তরঃ babies
ব্যাখ্যাঃ কোন Word এর শেষে y এবং y এর আগে | Consonant থাকলে সেই Singular Word কে Plural করতে হলে y এর পরিবর্তে ies বসে।

সাধারণ জ্ঞান-১০

১১। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তরঃ ২৬ মার্চ

১২। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল

১৩। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তরঃ ভুটান।

১৪। বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৭ মার্চ | ১৯২০। |

১৫। কারাগারের রােজনামচা’ বইটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৬। BPATC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Public Administration Training Center.

১৭। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. মঈনুল হােসেন।

১৮। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
উ. প্যারিসে।

১৯। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে?
উ. ৮ ই মার্চ

২০। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশী?
উ.। মৌলভীবাজার

গণিত (১০)

২১। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪০ মিটার। এর ভিতরে চতুর্দিকে ২মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? উ. ৩৮৪ বর্গ মি.।

ব্যাখ্যাঃ আয়তকার বাগানের ক্ষেত্রফল = (দৈঘ্যx প্রস্থ)
=(৬০x৪০) বর্গমিটার
= ২৪০০ বর্গমিটার
রাস্তাবাদে বাগানের দৈঘ্য = (৬০-২x২) মিটার
= (৬০ – ৪) মিটার
= ৫৬ মিটার।
রাস্তাবাদে বাগানের প্রস্থ = (৪০-২x২) মিটার
= (৪০ – ৪)।
= ৩৬ মিটার ;
রাস্তাবাদে বাগানের ক্ষেতফল= (৫৬x৩৬) বর্গমিটার
= ৩৮৪ বর্গমিটার

২২। মান নির্ণয় করুনঃ a+b+c=9, a2+b2+c2=29 হলে ab + bc + ca এর মান কত?
উ. 26

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !