যেকোনো পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দের অর্থ।

Preparation BD
By -
0

যেকোনো চাকুরী পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দার্থ নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

পিরিয়ড – বেঁধে দেওয়া সময় ।

অপেক্ষা = প্রতীক্ষা , সবুর ।

রাংতা = ধাতুর খুব পাতলা পাত ।

সাঁটা – লাগানো , যুক্ত করা ।

কুঁজো = যার পিঠ বাঁকা ও ফোলা ।

নাস্তানাবুদ = নাজেহাল ।

কুপোকাৎ = পতন , পরাজিত ।

থথর = থর থর ।

পত্তর = পাতা ।

ফেরে = ফিরে আসে।

আরবার = আরেকবার ।

স্বস্তি = চিন্তা থেকে মুক্তি ।

পরিখা = শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত ।

ঈশান কোন = উত্তর ও পূর্ব দিকের মাঝামাঝি কোণ ।

নির্বিঘ্নে = নিরাপদে , বাধাহীনভাবে ।

তেড়ে = প্রবল বেগে ।

সমাহিত = কবরে শায়িত ।

পাখপাখালি = ছোট বড় নানা জাতের পাখি ।

প্রতিবেশি = পহশি ।

পালক = পাখির শরীর বা পাখার আবরণ ।

প্রতিবাদ = আপত্তি , বিরোধিতা ।

পোঁচ = মাখানো , লেপা ।

ছোপ = দাগ , রং ।

লড়াকু = যোদ্ধা।

ঝুঁটি = খোঁপা , মাথার ওপরে গোছা করে বাঁধা চুল ।

শখ = পছন্দ , আগ্রহ ।

ঝাঁক = দল , পাল ।

তাঁতি = কাপড় বোনে যে ।

ঝলক = ঢেউ , তরঙ্গ ।

ঝলমল = উজ্জ্বল , চকচকে ।

হেন = এরূপ , এরকম ।

কিরণ = আলো ।

বনভোজন = চড়ুইভাতি ।

হইচই = গোলমাল ।

ব্রতচারী = দেশ সেবায় যারা ব্রত পালন করে ।

পটুয়া = চিত্রকর ।

মুকুল ফৌজ = শিশুকিশোর সংগঠনের নাম ।

নাইওর = বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন ।

গোধূলি = সূর্য ডোবার সময় ।

ভ্রমণ = বেড়ানো ।

কাপ্তান = জাহাজের পরিচালক ।

সরব = শব্দ করে ।

বুনোহাঁস = যে হাঁসে গৃহপালিত নয় , বনে থাকে ।

জেট = দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ ।

তিষ্ঠ = স্থির হও ।

অন্তর্হিত = মিলিয়ে যাওয়া , হারিয়ে যাওয়া ।

যোজনব্যাপী = অনেকটা স্থানব্যাপী ।

যোজন = অনেক , বহু ।

আঁতকে = চমকে , হঠাত ভয় পেয়ে ।

সাহচার্য = একসঙ্গে মিলেমিশে ।

দীক্ষা = তত্বজ্ঞান লাভ , এক ধরেনের শপথ নেয়া ।

নৈরাশ্যবাদী = নিরাশ নয় এমন ব্যক্তি , হতাশ নয় এমন ব্যক্তি , আশাব্যঞ্জক ।

পিদিম = প্রদীপ , বাতি ।

আবেগবিহবল= ক্ষিপ্ত ।

শোভিত = সজ্জিত ।

উন্মত্ত = দারুণ উত্তেজনায়।

উদ্যান = বাগান ।

উদ্যত = প্রবৃত্ত , প্রস্তুত ।

বিমুখ প্রান্তরে = বিরুদ্ধ পরিবেশের মাঠ , পতিকূল পরিবেশ ।

দিগন্ত প্লাবিত = আকাশ – ছোঁয়া , যে মাঠে দিগন্ত এসে মিশেছে এমন বিশাল ।

দূর্বাদলে = সবুজ ঘাসে ।

উলঙ্গ কৃষক = খালিগায়ের দরিদ্র গ্রামীণ কৃষক ।

করুণ কেরানি = স্বল্প বেতনে দারিদ্র্যের মধ্যে করুণভাবে জীবন-যাপনকারী সাধারণ চাকরিজীবী কেরানি ।

ভফঘুরে = যাদের কোনো কাজকর্ম নেই , বেকার।

পাতা – কুড়ানিরা = যারা পাতা – কুড়িয়ে জীবন ধারণ করে দরিদ্র কিশোর – কিশোরীর দল ।

পলকে = মুহুর্তের মধ্যে ।

দারুণ ঝলকে = প্রচণ্ড ঝলক দিয়ে প্রচণ্ড আলোর দোলা লাগিয়ে ।

গণসূর্যের মঞ্চ = জনগণের নেতা , যাঁর তেজীয়ান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল তিনি যেন এক গণসূর্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !