মৎস্য উৎপাদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ২২টি প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

মৎস্য উৎপাদন ( স্বাদু পানির মৎস্য , ইলিশ ও চিংড়ি ) সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর দেওয়া হল।আশা করছি তথ্যগুলো আপনাদের সহায়ক হবে।

১।স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর– ২ য় ।

২।চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর– ৬ ষ্ঠ ।

৩।বাংলাদেশে প্রাণীজ আমিষের উৎস হিসেবে মাছ থেকে কত শতাংশ পুষ্টি আসে?

উত্তর– ৫৮% ( তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক ) ।

৪।মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত উপাত্ত অনুযায়ী দেশে বর্তমানে উৎপাদিত মাছের পরিমাণ কত?

উত্তর– ৪২.৭৭ লাখ মেট্রিক টন ।

৫।মাৎস্য উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর– ময়মনসিংহ ।

৬।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?

উত্তর– চাঁদপুর ।

৭।রেণু পোনা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর – যশোর ।

৮।বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ কত?

উত্তর – ১২ % ।

৯।বাংলাদেশ বিশ্বের মোট ইলিশ উৎপাদনের কত শতাংশ আহরণ করে?

উত্তর – ৮০ % ।

১০।বাংলাদেশের GDP- তে ইলিশ মাছের অবদান কত শতাংশ?

উত্তর– ১ % ।

১১।ইলিশ বিশ্বের সর্বমোট কতটি দেশে উৎপাদিত হয়?

উত্তর – ১১ টি দেশে ।

১২।ইলিশের সহজলভ্যতার কারণ কি?

উত্তর – চোরাচালান নিরোধ ও ডিমওয়ালা ইলিশ মাছ নিধন প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করা ।

১৩।কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে?

উত্তর– Geographical Indication ( GI ) |

১৪। জাটকা কি?

উত্তর – ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ মাছের পোনা ( পূর্বের আকার ছিল ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার ) ।

১৫।বাংলাদেশের White Gold বা ‘ সাদা সোনা ‘ বলা হয় কাকে?

উত্তর – চিংড়ি ।

১৬।’ ব্ল্যাক টাইগার ‘ এবং ‘ ভেন্নামি ‘ কি?

উত্তর -চিংড়ি মাছের জাতের নাম ।

১৭।ভেনামি চিংড়ির বৈজ্ঞানিক নাম কি?

উত্তর – Whiteleg Shrimp ।

১৮।দেশের কোন রপ্তানি পণ্যকে ‘ কালো সোনা ‘ বলা হয়?

উত্তর– কাঁকড়া ।

১৯।মুজিববর্ষ উপলক্ষে মৎস্য অধিদপ্তর ‘ মৎস্য গ্রাম ‘ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন স্থানকে?

উত্তর – নেত্রকোণার দক্ষিণ বিশিউড়া এবং শরীয়তপুরের হাইলশার গ্রামকে ।

২০।মুজিববর্ষ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের নেওয়া নতুন উদ্যোগের পদক্ষেপ ‘ বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ‘ ঘোষণা করা হয় কোন বিলকে?

উত্তর– চলন বিলকে ।

২১।বাংলাদেশ মৎস্য ইন্সিটিউট সম্প্রতি কোন বিলুপ্তপ্রায় মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে চাষ করার ব্যবস্থা করেছে ?

উত্তর– ‘ বৈরালি ‘ মাছ ।

২২। International Union for Conservation of Nature ( IUCN ) বাংলাদেশের বৈরালি ‘ মাছকে বিলুপ্তপ্রায় প্রাণী ঘোষণা দেয় কত সালে?

উত্তর – ২০১৫ সালে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !