বিসিএস পরীক্ষায় আসার মতো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন

Preparation BD
By -
0

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা চাকুরী পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে- বৈকাল ।

পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে- কাস্পিয়ান সাগর ।

প্রথম ভারতীয় হিসাবে এভারেস্ট জয় করেন- অবতার সিং ।

প্রথম বাঙালি এভারেস্ট জয়ী -শিপ্রা মজুমদার ।

চীনের জিনজিয়ান প্রদেশ- মুসলিম অধ্যুষিত ।

বস্ফরাস প্রণালী – ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে ।

ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে – পক প্রণালী ।

বঙ্গোপসাগর ও জাফা সাগরকে যুক্ত করেছে – মালাক্কা প্রণালী।

তেলাঙ্গানা ভারতের – নতুন রাজ্য ।

অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয় – ২ জুন ২০১৪ সালে ।

ফালজা শহরটি – ইরাকে অবস্থিত ।

OSLO চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ – যুক্তরাষ্ট্র।

বাম , আবদান , ইস্পাহান শহরসমূহ – ইরানে অবস্থিত ।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ অবস্থান করেন – সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল বাকিংহাম প্যালেসে।

ব্রডওয়ে যুক্তরাষ্ট্রেল – নিউইয়র্কে অবস্থিত ।

যুদ্ধরত জাতি – যুদ্ধপ্রিয়।

ইউরোপের রণক্ষেত্র বলা হয় – বেলজিয়ামকে।

সুইজারল্যান্ডের প্রাচীন নাম – হেলভিসিয়া।

জার্মানের পুরাতন নাম – ডায়েসল্যান্ড ।

নাগানা কারবাস – একটি বিতর্কিত ছিটমহল ( আজারবাইজান ও আর্মেনিয়া ) ।

সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে – মালাক্কা প্রণালী।

কন্টাস এয়ারওয়েজ লি . – অস্ট্রেলিয়ার বিমান সংস্থা ।

ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত – রিচার্ড নিক্সন।

বিশ্বে মোট ০৬ টি দেশের – সমুদ্র উপকূল নাই ।

নেপাল , ভুটান , আফগানিস্তান , লাওস , মঙ্গোলিয়া , মালি ও কান্দাহর – আফগানিস্তানের একটি শহর ।

আন্দিজ পর্বত মালা – দক্ষিণ আমেরিকা মহাদেশ ।

My Pulitzer পুরস্কার দেওয়া হয় – সংবাদিকতার জন্য (যুক্তরাস্ট্র)। আর্ন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস – ৮ সেপ্টম্বর ।

ব্যবিলনের শুণ্য উদ্যান গড়ে তোলেন – নেবুচাদনেজার ।

এডেন সমুদ্র বন্দর – ইয়েমেনে ।

বিশ্বব্যাংকের এটলাস মেথড – এ আয়ের দেশ নির্ধারণ করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !