গুপ্ত সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস

Preparation BD
By -
0

মৌর্যযুগের পর নানা কারণে গুপ্তযুগ প্রাচীন ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীতে ভারতবর্ষ বহুখণ্ডে বিভক্ত ও বিশৃঙ্খল হয়ে পড়ে। এই বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে গুপ্ত বংশ ভারতবর্ষে আবারও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। ভৌগােলিক আয়তনের দিক থেকে মৌর্য সাম্রাজ্যের তুলনায় গুপ্ত সাম্রাজ্য ছােট হলেও অনুপাতে দীর্ঘস্থায়ী ছিল। গুপ্ত যুগে শিল্পসাহিত্য ও বিজ্ঞানের এক অভূতপূর্ব উন্নতি ঘটে।

সীমানা

  • উত্তরে : হিমালয়
  • দক্ষিণে : নর্মদা
  • পূর্বে : ব্ৰহ্মপুত্র নদ
  • পশ্চিমে : যমুনা ও চম্বল নদী/পাঞ্জাব
  • এর বাইরে ছিল স্বায়ত্তশাসিত ও মিত্র রাজ্য।

গুপ্ত সাম্রাজ্যে প্রতিষ্ঠার ইতিহাস

মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনীতিতে শুরু হয় বিচ্ছিন্নতা, আঞ্চলিকতার প্রকাশ ও বৈদেশিক শক্তির অনুপ্রবেশ। গুপ্ত সাম্রাজ্যের উত্থান ছিল তার বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ। কুষাণােত্তর যুগে ভারতের রাজনৈতিক ইতিহাসে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব দেখা যায়। গাঙ্গেয় উপত্যকায় শক্তি শূন্যতা এবং গঙ্গা-যমুনা উপত্যকার উর্বরভূমির ওপর ভিত্তি করেই গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব ঘটে।

শিলালিপির সাক্ষ্য অনুসারে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত বরেন্দ্র অথবা তার পার্শ্ববর্তী প্রদেশে রাজত্ব করতেন। মগধে তার রাজধানী ছিল। তিনি শুধু ‘মহারাজ’ উপাধি ব্যবহার করতেন। রাজা শ্রীগুপ্তের মৃত্যুর পর, তার পুত্র ঘটোৎকচ এ ক্ষুদ্র রাজ্যের রাজা হন। পিতা পুত্রের কেউ-ই বড় মাপের রাজা ছিলেন না; কিন্তু ঘটোকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত (৩২০-৩৪০ খ্রি.) সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর প্রতাপশালী রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন।

প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই গুপ্ত সাম্রাজ্যের প্রসার ঘটে এবং সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে গুপ্তদের বিকাশ লক্ষ করা যায়। প্রথম চন্দ্রগুপ্ত ‘লিচ্ছবি’ রাজকন্যাকে বিয়ে করেন। এই বৈবাহিক সম্পর্ক গুপ্তদের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে। মৃত্যুর পূর্বে প্রথম চন্দ্রগুপ্ত তার পুত্র সমুদ্রগুপ্তকে উত্তরাধিকারী মনােনীত করে যান।

রাজাদের ক্রম

মহারাজ শ্রীগুপ্ত
মহারাজ ঘটোৎকচ গুপ্ত
মহারাজাধিরাজ প্রথম চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
রামগুপ্ত
চন্দ্রগুপ্ত (দ্বিতীয়)
কুমারগুপ্ত
স্কন্দগুপ্ত
পুরুগুপ্ত
বুধগুপ্ত
নরসিংহ গুপ্ত
তৃতীয় কুমার গুপ্ত
বিষ্ণুগুপ্ত

ভারতের নেপােলিয়ন সমুদ্রগুপ্ত

মৌর্য সাম্রাজ্যের পতনের পর সমুদ্রগুপ্তই সমগ্র ভারতে এক সার্বভৌম রাজশক্তি স্থাপন করেন। তার সামরিক অভিযানের ব্যাপকতা এবং রাষ্ট্রীয় আধিপত্যের বিস্তৃতি লক্ষ করে স্মিথ তাকে ‘ভারতের নেপােলিয়ন’ বলে অভিহিত করেন। প্রথম চন্দ্রগুপ্তের পাটরানি কুমারদেবীর গর্ভে সমুদ্রগুপ্তের জন্ম হয়।

৩২০ খ্রিষ্টাব্দের বেশ কিছু পরে তিনি নিজেকে পিতার উত্তরসূরি ঘােষণা করে সিংহাসনে আরােহণ করেন। তিনি ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিলেন। উত্তরে হিমালয়, দক্ষিণে নর্মদা, পশ্চিমে যমুনা ও চম্বল নদী এবং পূর্বেব্ৰহ্মপুত্র নদ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। সমুদ্রগুপ্ত শুধু একজন যােদ্ধা বা রাজ্যবিস্তারকারী সম্রাটই ছিলেন না, তিনি একাধারে বিদ্যোৎসাহী, সুকবি, সুদক্ষ শাসক ও সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনিই সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয় মুদ্রার প্রচলন করেন। তার শিল্পমণ্ডিত স্বর্ণমুদ্রা গুপ্ত যুগের গৌরব। সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে আরােহণ করেন তার প্রথম পুত্র রামগুপ্ত।

দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য

রামগুপ্ত ছিলেন একজন অযােগ্য শাসক। তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য ৩৮০ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরােহন করে ৪১৩ খ্রিষ্টাব্দে পরলােক গমন করেন। বিক্রমাদিত্য ছিলেন বীরযােদ্ধা ও সুদক্ষ শাসক। তিনি পাঞ্জাব, মথুরা অধিকার করে পরবর্তীতে মালব ও গুর্জরদের শকরাজ্যও অধিকার করেন। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন তার শাসন ব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তার শাসনব্যবস্থা ছিল উদার জনকল্যাণমূলক। মৃত্যুর পর তার পুত্র কুমারগুপ্ত সিংহাসনে আরােহন করেন।

গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ

  • সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের অক্লান্ত পরিশ্রম ও সামরিক প্রতিভার বলে মগধকে কেন্দ্র করে যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর শেষভাগ থেকে তার পতন শুরু হতে থাকে এবং ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে এর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
  • স্কন্দগুপ্তকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের শেষ প্রধান সম্রাট। ৪৬৭ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারীদের শাসনকার্যে দুর্বলতা ও অযােগ্যতাই ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ।
  • সমুদ্রগুপ্ত পরাজিত রাজাদের নিয়মিত করদান ও আনুগত্যের বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দিতেন। পরবর্তীকালে গুপ্তরাজাদের দুর্বলতার কারণে এই প্রাদেশিক শাসকগণ স্বাধীন হয়ে বিদ্রোহ করলে তাদের দমন করা সম্ভব হয়নি।
  • গুপ্তদের সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল বাটকরা। তাদের সাথে সম্পর্কে ফাটলের কারণে পুষ্যমিত্র বা হুন আক্রমণকারীদের তারা সাহায্য করে। এই হুনদের হাতেই গুপ্ত সাম্রাজ্যের পতন হয়।

কেমন ছিল গুপ্ত শাসন ব্যবস্থা

  • গুপ্ত শাসনতন্ত্র ছিল সুনিয়ন্ত্রিত, সুবিন্যস্ত ও সুসংগঠিত। এ যুগের বিচারব্যবস্থা ছিল উদার ও মানবধর্মী। গুপ্ত শাসনব্যবস্থায় রাজতন্ত্র, গণতন্ত্র ও মৈত্রী সংঘের এক অপূর্ব আভাস পাওয়া যায়। দীর্ঘকাল গুপ্ত সম্রাটরা ভারতকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করেন। শাসনব্যবস্থা উদারপন্থী হওয়ায় জনগণ স্বাধীন ও স্বচ্ছন্দে জীবন কাটাতেন।এ যুগে বিজ্ঞান, সাহিত্য, শিল্পের অসাধারণ গতি হয়। প্রাচীন ভারতের কবি কালিদাস, ভারবি, শত্রক, বিশাখদত্ত প্রভৃতি সাহিত্যিক ছিলেন গুপ্ত যুগের সাংস্কৃতিক প্রতিনিধি।
  • অমর সিংহের কাব্যের আকারে সংস্কৃত অভিধান, বাগভট্টের চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত গ্রন্থ, বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্ত, আর্যভট্টের আহ্নিক ও বার্ষিক গতির তত্ত্ব গুপ্ত মনীষার পরিচয় দেয়।
  • শিল্প অর্থাৎ স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় গুপ্তযুগ ছিল অসাধারণ সৃজনশীল । এযুগে মথুরা, বারাণসী ও পাটলিপুত্র শিল্পকলার প্রধান কেন্দ্র ছিল।

গুপ্ত শাসনামলে বাংলা

মৌর্য সাম্রাজ্যের পতনের পর দীর্ঘদিন বাংলায় ঐক্যবদ্ধ কোনাে রাষ্ট্রব্যবস্থা ছিল না। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত পুষ্করণ রাজ্যের অধিপতি চন্দ্রবর্মাকে রাজিত করে পশ্চিম ও দক্ষিণ বাংলা অধিকার করেন। পরবর্তীতে বাংলার বেশিরভাগ অঞ্চল গুপ্তসাম্রাজ্যের অধীনে চলে আসে। খ্রিষ্টীয় ৪ থেকে ৭ শতক পর্যন্ত গুপ্ত সম্রাটরা বাংলার বিভিন্ন অঞ্চল শাসন করেন। বাংলার বিভিন্ন প্রত্নস্থল থেকে প্রচুর গুপ্ত স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে। গুপ্ত সম্রাটগণ বাংলাকে শাসন করার সুবিধার্থে কতগুলাে ভাগে বিভক্ত। করেন। ভূক্তি, বিষয়, মূল, বীথি ও গ্রামে এসব প্রশাসনিক ভাগ ছিল। বাংলার ইতিহাসে প্রশাসনিক এবং ভূমি ব্যবস্থা চালুর ক্ষেত্রে গুপ্তদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযােগ্য। গুপ্ত যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা ভালাে ছিল। কিন্তু ৬ষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্য আন্তঃবিদ্রোহ ও ইনজাতির বার বার আক্রমণে দুর্বল হয়ে পড়লে বাংলায় গৌড ও বঙ্গ নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটে।

নালন্দা বিহার

নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের মগধ রাজ্যে (বর্তমান বিহারে) অবস্থিত একটি খ্যাতনামা বৌদ্ধ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। খ্রিষ্টীয় ৪২৭ অব্দে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করা হয়। ধারণা করা হয়, গুপ্ত সম্রাটগণই নালন্দা মহাবিহারের নির্মাতা এবং স্যাট প্রথম কুমারগুপ্তই এক্ষেত্রে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। সাত শতকের দিকে নালন্দা একটি শিক্ষাক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করে। সে সময়ে নালন্দায় ১০,০০০ শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক ছিলেন। তাদের অনেকেই কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, ইরান এবং তুরস্ক থেকে আগত। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন সাঙ পড়াশােনা করার জন্য এখানে কয়েক বছর অতিবাহিত করেন।

গুপ্ত যুগের মনীষীগণ

কালিদাস
  • গুপ্ত যুগের বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার, বাল্মীকি, ব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পন্ন সংস্কৃত কবি।
  • তার রচিত শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভব, ঋতু-সংহার,মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি নাটক বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ।
  • অসাধারণ কবি প্রতিভার জন্য তিনি হােমার, শেক্সপিয়ার, মিল্টন, দান্তে প্রমুখ বিশ্বের শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকের সমপর্যায়ভুক্ত।
  • তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম ছিলেন।
ফা-হিয়েন
  • প্রকৃত নাম কুঙ্গ, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবার পর তার নামকরণ হয় ফা-হিয়েন, যার অর্থ বিনয়ের প্রতিমূর্তি।
  • ৪০১ খ্রিষ্টাব্দে ভারতে আসেন। তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন।
  • তার আগমনের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ সংগ্রহ করা।
  • ফা-হিয়েনের ভ্রমণ বৃত্তান্ত ‘ফো-কোয়াে-কি’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।
  • ৮৬ বছর বয়সে ফা-হিয়েন দক্ষিণ চীনে মৃত্যুবরণ করেন।
আর্যভট্ট
  • আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও গণিতবিদ।
  • তার রচিত ‘সূর্য-সিদ্ধান্ত নামক গ্রন্থে সূর্য ও চন্দ্র গ্রহণের কারণের মনােরম বিবরণ পাওয়া যায়।
  • পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এবং জ্যোতির্বিদ্যার ওপর তার অন্য বিখ্যাত গ্রন্থ হলাে ‘আর্যভট্টীয়।
  • তিনি পাই-এর মান নির্ণয় করেছিলেন 3.1416, যেটা তার সময় পর্যন্ত যেকোনাে গণিতবিদের বের করা মানগুলাের মধ্যে সবচেয়ে সঠিক।
  • ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তার নামে ‘আর্যভট্ট রাখা হয়।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন গুপ্ত যুগ (দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন)।
  • দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম ছিল— বিক্রমাদিত্য। রাবি (এ-৩): ১১-১২ ।
  • ভারতের নেপােলিয়ন বলা হয়—সমুদ্রগুপ্তকে। রাবি (এ-৩) ১০-১১)।
  • চীনা পরিবাজক ফা-হিয়েন ভারতবর্ষে অবস্থান করেন ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। থানা সহকারী শিক্ষা অফিসার ও ৯৯)
  • মেঘদূত কাব্য লিখেছেন— মহাকবি কালিদাস। সিরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬)।
  • চীনা পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আগমন করেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ঢাবি ‘খ’ ইউনিট ২০১৫-১৬ ।
  • দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল—বিক্রমাদিত্য, নরেন্দ্র চন্দ্র, সিংহচন্দ্র, দেবরাজ, দেবশ্রী, শকারি ইত্যাদি।
  • ‘তাম্রশাসন’ হলাে—তামারপাতে লিখিত লিপি/রাজা বা অন্য কোনাে ব্যক্তি কর্তৃক মূলত ধর্মীয় উদ্দেশ্যে ভূমি দানের রেজিস্ট্রিকৃত পাকা দলিল।
  • ‘অমরকোষ’ যে জাতীয় গ্রন্থ- অভিধান। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক : ০৬/ ঢাবি ‘খ’ : ০৪-০৫).

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !