বিসিএস পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেওয়া যাক-
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হলাে
উত্তর : স্ফিগমােম্যানােমিটার।
প্রশ্ন : পানিমিশ্রিত দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম
উত্তর : ল্যাকটোমিটার।
প্রশ্ন : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি
উত্তর : ভূ-পৃষ্ঠে।
প্রশ্ন : যে সর্বোচ্চশ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হলাে
উত্তর : ১০৫ ডেসিবেল।
প্রশ্ন : মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট হলে, সেলসিয়াস স্কেলে
উত্তর : ৩৬.৬৭।
প্রশ্ন : চা দ্রুত ঠান্ডা হয়
উত্তর : কালাে রঙের কাপে।
প্রশ্ন : আলাের কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা
উত্তর : ম্যাক্স প্ল্যাঙ্ক।
প্রশ্ন : সবুজ আলােতে হলুদ রঙের বস্তুকে দেখায়
উত্তর : কালাে।
প্রশ্ন : সমুদ্রকে নীল দেখানাের কারণ হলাে আপতিত সূর্য রশ্মির
উত্তর : বিক্ষেপণ।
প্রশ্ন : একটি বাল্বে `60W -220V’ লেখা আছে। বাল্বটির রােধ
উত্তর : 806.67 ওহম।
প্রশ্ন : টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়
উত্তর : তড়িৎ শক্তি।
প্রশ্ন : টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়
উত্তর : স্থায়ী চুম্বক।
প্রশ্ন : লােহার কুরি তাপমাত্রা প্রায়
উত্তর : 770°C।
প্রশ্ন : টেলিভিশন আবিষ্কার করেন
উত্তর : জন এল বেয়ার্ড।
প্রশ্ন : মহাজাগতিক রশ্মির আবিষ্কারক
উত্তর : হেস।
প্রশ্ন : আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলাে
উত্তর : E = mc2।
প্রশ্ন : হাইপাে-এর রাসায়নিক নাম
উত্তর : সােডিয়াম থায়ােসালফেট।
প্রশ্ন : পরমাণুর নিউক্লিয়াসে থাকে
উত্তর : নিউট্রন ও প্রােটন।
প্রশ্ন : পানির ঘনত্ব সবচেয়ে বেশি
উত্তর : 4°C তাপমাত্রায়।
প্রশ্ন : সালফিউরিক এসিডের একটি অণুতে মােট পরমাণুর সংখ্যা
উত্তর : ৭টি।
প্রশ্ন : পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয়
উত্তর : সােডা ওয়াটার ।
প্রশ্ন : pH হলাে
উত্তর : এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক।
প্রশ্ন : মানুষের রক্ত রসের pH
উত্তর : 7.4।
সাধারণ বিজ্ঞান থেকে আরো কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী
উত্তর : কার্বন ডাই অক্সাইড গ্যাস।
প্রশ্ন : সাবানকে শক্ত করে
উত্তর : সােডিয়াম সিলিকেট।
প্রশ্ন : ক্যাথােডে সম্পন্ন হয়
উত্তর : বিজারণ বিক্রিয়া।
প্রশ্ন : জারণ বিক্রিয়ায় ঘটে
উত্তর : ইলেক্ট্রন বর্জন।
প্রশ্ন : সবচেয়ে হালকা ধাতু
উত্তর : লিথিয়াম।
প্রশ্ন : ব্রোঞ্জ উৎপন্ন হয়
উত্তর : তামা ও টিনের সংমিশ্রনে।
প্রশ্ন : পচা ডিমের গন্ধের জন্য দায়ী
উত্তর : হাইড্রোজেন সালফাইড।
প্রশ্ন : বায়ােগ্যাসে প্রধানত থাকে
উত্তর : মিথেন।
প্রশ্ন : বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয়
উত্তর : সীসা ও টিন।
প্রশ্ন : Anatomy শব্দের অর্থ
উত্তর : শারীরবিদ্যা।
প্রশ্ন : ফলগাছ চাষাবাদ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়
উত্তর : Pomology।
প্রশ্ন : ‘গাছের প্রাণ আছে’ প্রমাণ করেন
উত্তর : জগদীশচন্দ্র বসু।
প্রশ্ন : ভাইরাস মােজাইক রােগ উৎপন্ন করে
উত্তর : তামাক গাছে।
প্রশ্ন : কোষ আবিষ্কার করেন
উত্তর : রবার্ট হুক।
প্রশ্ন : মরিচ ঝাল লাগে
উত্তর : ক্যাপসিসিনের কারণে।
প্রশ্ন : সালােকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়
উত্তর : লাল আলােতে।
প্রশ্ন : মাশরুম এক ধরনের
উত্তর : ফাঙ্গাস।
প্রশ্ন : কচুরিপানা পানিতে ভাসে
উত্তর : কাণ্ড ফাপা বলে।
প্রশ্ন : অন্ধকারে অঙ্কুরিত হয়
উত্তর : গাঁদাফুল।
প্রশ্ন : সর্বাপেক্ষা বৃহৎ মুকুল
উত্তর : বাঁধাকপি।
প্রশ্ন : মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ
উত্তর : ত্বক।
প্রশ্ন : মানুষের রক্তে লােহিত কণিকা সঞ্চিত থাকে
উত্তর : প্লীহাতে।
প্রশ্ন : যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাদের বলে
উত্তর : ধমনি।
প্রশ্ন : মারমার (Murmur) হলাে
উত্তর : হৃৎপিণ্ডের শব্দ।