বিসিএস প্রস্তুতিতে বাংলা সাহিত্য অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর – ১৯৫৪ সালে ।

সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে?
উত্তর – বিজয় সেন ।

বাংলার শ্রেষ্ঠ হিন্দু রাজা কে ছিলেন
উত্তর–লক্ষণ সেন ।

সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তর– যশোর ২০ ডিসেম্বর ২০১২ ।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট কোন কোন বাংলাদেশির বক্তব্য নেন?
উত্তর -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার।

বাংলাদেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর -৫ টি ।

সুরসম্রাট আলাউদ্দিন খান কোথায় জন্ম গ্রহণ করেন?
উত্তর – ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম গ্রহন করেন ।

সবচেয়ে বেশি চালকল আছে কোথায়?
উত্তর- নওগাঁ জেলায় ।

জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর – সিলেটে

গারো পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর – ময়মনসিংহে অবস্থিত ।

কালো পাহাড় বা পাহাড়ের রাণী বলা হয় কোন পাহাড়কে?
উত্তর – চিম্বুক পাহাড়কে , যা বান্দরবানে অবস্থিত ।

পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর – গোপাল

পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর – ধর্মপাল ।

আলিগড় আন্দোলনের প্রবর্তক করেন কে?
উত্তর – স্যার সৈয়দ আহমদ খান ।

ফরাসী ভাষায় লিখিত বাংলার মুসলিম শাসনের [ পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ কোনটি?
উত্তর – রিয়াজ উপসালতিন ।

বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কারা?
উত্তর- মেজবাহ আহমদ ও শিরিন আক্তার , নৌবাহিনীর সদস্য ।

বাঙ্গালী ‘ ও ‘ যমুনা ‘ নদীর সংযোগস্থল কোন জেলায়?
উত্তর : বগুড়া ।

ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কি?
উত্তর : বুড়িগঙ্গা ।

আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর – মহেশখালী দ্বীপে ।

বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৪ এপ্রিল ,১৯৮৬

বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
উত্তর : তাহমিনা খান ডলি

মহামুনি বিহার কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রামের রাউজানে

কত সালে দেশে ইংরেজি ভাষা সরকারি ভাষা হিসাবে ব্যবহার করা হয়?
উত্তর: ১৮২৪ সাল ।

জিজিয়া কর রহিত করেন কে?
উত্তর: আকবর ৷

মেঘনা নদী কোথায় গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
উত্তর – ভৈরব বাজারে ।

বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে কত সালে?
উত্তর – ১৯৯২ সালে ।

সোনামসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তর- চাঁপাইনবাবগঞ্জ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !