বাংলা সাহিত্য অংশ থেকে এক কথার কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।আশা করছি চাকুরী পরীক্ষার্থীদের জন্য লেখাটি সহায়ক হবে।
গৌরচন্দ্রিকা বাগধার অর্থ- ভূমিকা।
অকালে বাদলা অর্থ-অপ্রত্যাশিত বাধা ।
শিরে সংক্রান্মি অর্থ-আসন্ন বিপদ / সামনেই বিপদ ।
মুক্তি পেতে ইচ্ছুক – মুক্তিকামী / মুমুঙ্গা।
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা-রোকেয়া সাখওয়াত হোসেন।
কায়কোবাদের প্রকৃত নাম- মুহাম্মদ কাজেম আল কুরাইশী ।
নদী ও নারী উপন্যাসের লেখক- হুমায়ন কবির।
গাছে তুলে মইকাড়া- আশা দিয়ে পরে নিরাশ করা ।
এক তারে মাথা মোড়ানো- একই দলভুক্ত ।
ঠোঁট কাটা বলতে বুঝায়-স্পষ্টভাষী / বেহায়া ।
বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাউজ ছিল।
সিরডাপের প্রধান কার্যালয়-চামেলি হাউস ।
যাকে দেখলে ক্রোধ জন্মে-চড়াশুল ।
কৈ মাছের প্রান- দীর্ঘজীবী ।
ঠরত্রষব – পুরম্নষোচিত ।
চারম্নচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম- জরাসন্ধ ।
রিয়াজ – উস – সালাতীন হলো – ফারসি ভাষায় লিখিত বাংলার মুসলিম শাসনের প্রথম পূর্নাঙ্গ ইতিহাস।
এই গ্রন্থ রচনা করেন-গোলাম হোসেন সেলিম , ১২ টি খন্ডে বিভক্ত।
ঝিলিমিলি ( ১৯৩০ ) নাটকে -তিনটি ছোট নাটক রয়েছে।
চক্ষুলজ্জাহীন ব্যক্তি – চশমখোর।
লাজের মাথা খাওয়া- নির্লজ্জ ।
চক্ষু দ্বারা দৃষ্ট – চাক্ষুস ।
উনপাজুরে- রুগ্ন ।
বিভক্তযুক্ত শব্দ ও ধাতুকে -পদ বলে ।
প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু একই ।
ঢাকের কাঠি বাগধারার অর্থ – লেজুড়বৃত্তি ।
যে একবার শুনেই মনে রাখতে পারে – শ্রুতিধর ।
যা পূর্বে শোনা যায়নি এমন – অশ্রুতপূর্ব ।
বাঘের চোখ- দুঃসাধ্য বস্তু ।
বদন্যতা শব্দের অর্থ – দানশীলতা ।