বিসিএসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকুরী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক-
১।ঢাকার বড় কাটার নির্মাণ করেন কে?
উত্তর-শাহ সুজা।
২। নারায়নগঞ্জে হাজিগঞ্জ দুর্গ নির্মাণ করেন কে?
উত্তর-মির জুমলা।
৩।‘লালবাগের শাহি মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর- শাহজাদা আজম।
৪। ১৬৬৩ সালে ‘ছােট কাটারা’ নির্মাণ করেন কে?
উত্তর-শায়েস্তা খান। এটি বড় কাটারা হতে ২০০ গজ দূরে অবস্থিত।
৫। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কোন বাদশা?
উত্তর- শাহজাদা আজম ১৬৭৮ সালে।
৬। ‘লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন কে?
উত্তর- শায়েস্তা খান।
৭। লালবাগ কেল্লার ভেতরে কার সমাধি রয়েছে?
উত্তর-শায়েস্তা খানের কন্যা বিবি পরির সমাধি সৌধ।
৮।১৬৭৬ সালে শায়েস্তা খান কোনটি নির্মাণ করেন?
উত্তর- হােসেনি দালান
৯। চক বাজারের মসজিদ ও সাত গম্বুজ মসজি নির্মাণ করেন কে?
উত্তর—শায়েস্তা খান।
১০। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে কে উল্লেখ্যযােগ্য ভূমিকা পালন করেন?
উত্তর-সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ
১১। প্রথম বাঙ্গালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর কোন ধরণের রচনা তৈরি করইরি?
উত্তর-প্রণয়মূলক কাব্য ‘ইউসুফ-জোলেখা।
১২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্য কতজন ছিলাে?
উত্তর-২১৮ জন।
১৩। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর– ১৬০০ সালে, লন্ডনে।
১৪। ইংরেজরা কখন ভারতবর্ষে আগমন করেছিলাে?
উত্তর-মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে।
১৫। ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় কখন কিভাবে?
উত্তর—১৬৯৮ সালে, কোলকাতায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা।
১৬। নবাব সিরাজউদ্দৌলা বাংলা-বিহার-উড়িষ্যার মসনদে আরােহণ করেন কবে?
উত্তর–১০ এপ্রিল ১৭৫৬ সালে।
১৭।পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে ?
উত্তর-১৭৫৭ সালের ২৩ জুন।
১৮।নবাব সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করা হয় কখন?
উত্তর-২৯ শে জুন ১৭৫৭ সালে।
১৯। ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তিত হয় কখন?
উত্তর-১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের শাসনামলে।
২০। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
উত্তর–১৮৫৭ সালে।
২১। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে?
উত্তর- ১৮৫৮ সালে।
২২। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর-১৮৮৫ সালের ২৫ ডিসেম্বর।
২৩। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর কি ঘোষণা করা হয়?
উত্তর-বঙ্গভঙ্গের ঘােষণা হয় এবং ১৫ অক্টোবর তা কার্যকর হয়।
২৪। বঙ্গভঙ্গের সময় ভারতের বড় লাট কে ছিলেন ?
উত্তর- লর্ড কার্জন।
২৫। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন কে?
উত্তর-ব্যামফিল্ড ফুলার।
২৬। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিলাে কন্তি?
উত্তর- ঢাকায়।
২৭। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তর-১৯১১ সালের ১২ ডিসেম্বর।