প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইন-শা-আল্লাহ! তো চলুন সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেয়া যাক-

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : গ্রিনহাউস ইফেক্ট কথাটি প্রথম (১৮৯৬) ব্যবহার করেন—
উত্তর : সুইডিশ রসায়নবিদ সােভনটে আরহেনিয়াস।

প্রশ্ন : কোভিড-১৯-এর ক্ষেত্রে কোয়ারেন্টিন পালন করতে হয়—
উত্তর : ১৪ দিন।

প্রশ্ন : আমাদের দেহ খাদ্য থেকে পায় রাসায়নিক শক্তি প্রােটিনের মূল গাঠনিক একক হলাে—
উত্তর : অ্যামিনাে অ্যাসিড।

প্রশ্ন : ফলমূল পাকানাের জন্য ব্যবহার করা হয়
উত্তর : ক্যালসিয়াম কার্বাইড।

প্রশ্ন : শ্বেতরক্তকণিকার (White Blood Cell) গড় আয়ু প্রায়-
উত্তর : ২০ দিন।

প্রশ্ন : মস্তিষ্কের ধমনি ছিড়ে রক্তপাত হওয়াকে বলে
উত্তর : স্ট্রোক।

প্রশ্ন : নিউক্লিয়াস থাকে না যে কোষে—
উত্তর : লােহিত রক্তকণিকা।

প্রশ্ন : সালােকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়—
উত্তর : লাল আলােতে।

প্রশ্ন : ডেঙ্গু রােগের জন্য দায়ী—
উত্তর : Flavi Virus।

প্রশ্ন : যে গ্যাসটি মানবদেহে অক্সিজেন পরিবহনক্ষমতা নষ্ট করে-কার্বন মনাে-
উত্তর : অক্সাইড (CO)।

প্রশ্ন : ক্রমােসােম আবিষ্কার করেন—
উত্তর : স্ট্রাসবুর্গার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !