আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন ও সমাধান

Preparation BD
By -
0

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর -২৩ জানুয়ারি, ২০১১

বাংলা একাডেমির প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর -মাওলানা আকরাম খাঁ।

বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
উত্তর – ড. মাযহারুল ইসলাম।

সম্রাট আকবর মুঘল আমলে কত সালে বাংলা সন প্রবর্তন করেন?
উত্তর – ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ

ফখরুদ্দিন মোবারক শাহ কত সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন?
উত্তর -১৩৩৮ সালে

কে প্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উত্তর – ইলিয়াস শাহ

১০ নং সেক্টরে কত জন বাঙ্গালী কর্মকর্তা দায়িত্বে ছিলেন?
উত্তর -৮ জন

আমার বন্ধু রাশেদ সিনামার পরিচালক কে?
উত্তর- মোরশেদুল ইসলাম

বুড়িগঙ্গা নদীটি কোন নদীর শাখা নদী?
উত্তর – ধলেশ্বরী নদী।

ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ্য রোগের সংখ্যা কত?
উত্তর-৭টি।

সারভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলে?
উত্তর – হোস্ট।

কান্তজির মন্দিও কোথায় অবস্থিত?
উত্তর – দিনাজপুরে

বাংলাদেশে মেশিন রিডাবল পাসপোর্ট চালু হয় কত সালে?
উত্তর- ২ জুন ২০১০ ।

বুড়িমাড়ি স্থল বন্দর কোথায় অবস্থিত?
উত্তর – লালমনিরহাট এ। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রবান্দা অবস্থিত।

ঢাকা পৌরসভা ঘোষনা হয় কত তারিখে?
উত্তর -১লা আগস্ট ১৮৬৪ সালে।

মালভূমি কোন দেশে পাওয়া যায় না?
উত্তর – বাংলাদেশ

সিলেটের উত্তরে কোন রাজ্য অবস্থিত?
উত্তর – মেঘালয়

Response of the living and non-living কার লেখা?
উত্তর- জগদীস চন্দ্ৰ বসু।

টপ্পা গানের জনক কে?
উত্তর- রামনিধি গুপ্ত।

ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তর-যশোর

স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত কোন ভাস্কর্য?
উত্তর-অঙ্গীকার-চাদপুর

তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্র চালু হয় কত সালে?
উত্তর-১৯৮২ সালে

সাত গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-শায়েস্তা খার পুত্র উমিদ খাঁ

ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর-মির্জা আহমদ খান

হরিপুরে তেল আবিষ্কার হয় কত সালে?
উত্তর-১৯৮৬ সালে

প্রশাসনিক ট্রাইবুন্যাল লিপিবদ্ধ রয়েছে
উত্তর-সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !