বাংলা সাহিত্য অংশ থেকে বিসিএসে আসার মত কিছু প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

বাংলা সাহিত্য অংশ থেকে বিসিএস বা যেকোনো সরকারী, বেসরকারী বা ব্যাংক চাকুরী পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকে।তাই যেকোনো চাকুরী পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই বাংলা বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। চাকুরী পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে এমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে।আশা করি আপনাদের উপকারে আসবে।চলুন দেখে নেওয়া যাক ।

প্রশ্ন -কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন?
উত্তর- গোঁজলা গুই হরু ঠাকুর , এন্টানি ফিরিঙ্গি ।

প্রশ্ন -আলাওলের এ পর্যন্ত কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে?
উত্তর – ৭ টি

প্রশ্ন -এন্টোনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি?
উত্তর – এন্টোনি হ্যান্সমান ( পর্তুগিজ )

প্রশ্ন- কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর – উইলিয়াম জোনস , ১৭৮৪ সাল

প্রশ্ন -কৃত্তিবাস অনূদিত রামকাহিনীর নাম কি?
উত্তর- শ্রীরাম পাঁচালি

প্রশ্ন -কৃত্তিবাস / কীর্তিবাস কবি কাকে এই বঙ্গের অলংকার বলেছেন?
উত্তর- মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন – কোন কবি ” দ্বিতীয় বিদ্যাপতি ” নামে খ্যাত?
উত্তর – গোবিন্দ দাস

প্রশ্ন -গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম কি?
উত্তর- সংগীতমাধব

প্রশ্ন -গোবিন্দদাসকে কবিরাজ উপাধি দেন কে?
উত্তর- শ্রীজীর গোস্বামী

প্রশ্ন -গোবিন্দদাসের বৈশ্বব পদের সংখ্যা কত?
উত্তর – প্রায় সাড়ে ৪শ

প্রশ্ন- গোবিন্দদাসের কাব্যগুরু কে ছিলেন?
উত্তর- মিথিলার কবি বিদ্যাপতি

প্রশ্ন -গোবিন্দদাসের রচিত নাটকের নাম কি?
উত্তর – সংগীতসাধক চৈতন্য

প্রশ্ন- পূর্ব যুগের দুইজন বিখ্যাত পদাবলি রচয়িতার নাম কি?
উত্তর- বিদ্যাপতি ও চন্ডিদাস

প্রশ্ন -চন্ডিদাসকে দুঃখের কবি বলেছেন কে?
উত্তর – রবীন্দ্রনাথ

প্রশ্ন- আমার বধুয়া আন বাড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া – উক্তিটি কে করেছেন?
উত্তর – চণ্ডিদাস ( দ্বিজ )

উত্তর -চন্ডিদাসের রচনা অনুসরন করে পদ রচনা করেছেন কে?
উত্তর– জ্ঞানদাস

প্রশ্ন – জ্ঞানদাসের দুইটি বৈষ্ণব গীতিকবিতা কি কি?
উত্তর – মাথুর ও মুরালী শিক্ষা

প্রশ্ন -জ্ঞানদাসের পদ্রচনার মূলবিষয় কি ছিল?
উত্তর – প্রেম , সৌন্দর্য ও আধ্যাত্মিকতা

প্রশ্ন -দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি?
উত্তর – আসাদ উদ্দিন

প্রশ্ন -নাগরিক কবি বলা হয় কাকে?
উত্তর- ভারতচন্দ্রকে

প্রশ্ন -ভারতচন্দ্রের একটি বিখ্যাত গ্রন্থের নাম –
উত্তর – সত্য পীরের পাঁচালি ( ১৭৩৭-১৭৩৮ )

প্রশ্ন -অন্নদামঙ্গল কাব্য প্রথম কে মুদ্রিত করেন?
উত্তর- গঙ্গাকিশোর ভট্টাচার্য ( ১৮১৬ )

প্রশ্ন -মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন কে?
উত্তর- শামসুদ্দিন ইউসুফ

প্রশ্ন-মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে চন্ডীমঙ্গল কাব্য লিখেন?
উত্তর – মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের

প্রশ্ন -মুকুন্দরাম চক্রবর্তীকে ” কবিকঙ্কন ” উপাধি দেন কে?
উত্তর- রাজা রঘুনাথ রায়

প্রশ্ন -মধ্যযুগের বাংলা সাহিত্যের মানব রসের প্রথম ও একমাত্র স্রষ্টা কে ছিলেন?
উত্তর – মুকুন্দরাম চক্রবর্তী ।

প্রশ্ন -রামনিধি গুপ্তের টপ্পা সংগীত সংকলনের নাম কি ?
উত্তর – গীতরত্ন ( ১৮৩২ )

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !