বাংলা সাহিত্য থেকে যেকোনো চাকুরী পরীক্ষায় একটি বড় অংশ পরীক্ষায় থাকে।তাই আপনাদের জন্য বাংলা সাহিত্য বিষয় থেকে ৩৫ টি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।আশা করছি আপনাদের যেকোনো পরীক্ষায় আসবে।
১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?
উত্তর- হাজার বছরের ও বেশি সময়
২।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?
উত্তর -চর্যাপদ
৩।কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?
উত্তর-দশম শতকের মাঝামাঝি
৪।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?
উত্তর -সংস্কৃত
৫।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর- চর্যাপদ
৬।চর্যাপদের রচনাকাল কত?
উত্তর- ৯৫০-১২০০ সাল
৭।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?
উত্তর–১৮০০ সালের পর থেকে
৮।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপে ছিল?
উত্তর-পদ্যরূপে
৯। নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?
উত্তর- সিংহলের ভেড়ারা
১০। ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?
উত্তর-রবিঠাকুর।
১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?
উত্তর-ভেড়া, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক
১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?
উত্তর-দেশপ্রেমিক আব্দুল হাকিম।
১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?
উত্তর – প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী?
উত্তর- প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫। শব্দগুলাের পরিবর্তিত রূপ লিখুনঃ ক) হাত খ) চাঁদ
উত্তর-চন্দ্র- চাঁদ, হস্ত- হাত
১৬। ভাষা কী মেনে চলে?
উত্তর-নিয়ম কানুন
১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?
উত্তর-পালি।
১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?
উত্তর-পালি, প্রাকৃত ।
১৯। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?
উত্তর-পালি ভাষায়
২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে ছড়ানাে?
উত্তর-চর্যাপদ
২১।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?
উত্তর-সান্ধ্য/আলাে আঁধারির ভাষা
২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?
উত্তর-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা
২৩। বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।
উত্তর -৯৫০-১২০০,১৩৫০-১৮০০,১৮০০-বর্তমান
২৪। ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলাে উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?
উত্তর- সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল
২৫। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?
উত্তর-জমির আল, সীমানা, বাঁধ
২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? .
উত্তর- ষষ্ঠ- সপ্তদশ
২৭। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?
উত্তর-গৌড়
২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয় তখন কোন তিনটি জনপদ এক হয়ে কোন বিশাল জনপদে পরিণত হয়?
উত্তর-পুন্ড্র, গৌড়, রাঢ়
২৯। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?
উত্তর-গৌড়াধিপতি
৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?
উত্তর-বঙ্গ
৩১।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?
উত্তর-বঙ্গ
৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?
উত্তর-১৯৪৭
৩৩।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?
উত্তর- ১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম কি?
উত্তর-মঙ্গলকাব্য।
৩৫| মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি?
উত্তর- বৈষ্ণব পদাবলি